সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | ২৮ মার্চ ২০২৫ ১২ : ২৯Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহান্তে দিন তিনেকের ছুটি। এমন সুযোগ কি হাতছাড়া করা চলে? যাঁরা ঘুরতে যেতে ভালবাসেন তাঁদের জন্য এমন ছুটি অদূরভ্রমণের জন্য আদর্শ। কিন্তু অদূরভ্রমণ বলতে কি শুধুই দীঘা, মন্দারমণি শান্তিনিকেতন? মোটেই না। এই বাংলাতেই রয়েছে এমন কিছু স্বল্প পরিচিত পর্যটনকেন্দ্র যেগুলি অল্প সময়ে ঘুরে আসতে পারেন ভ্রমণ পিপাসুরা। রইল তেমনই কিছু জায়গার হদিস।
দুয়ারসিনি
এটি পুরুলিয়া জেলার একটি সুন্দর গ্রাম। ঘন শাল, পিয়াল এবং মহুয়া গাছে ঘেরা জঙ্গল, ছোট ছোট টিলা এবং পাহাড়ি নদীর জন্য পরিচিত দুয়ারসিনি। যাঁরা দু'টো দিন প্রকৃতির কোলে নিরিবিলি সময় কাটাতে চান, তাঁদের জন্য এটি একটি আদর্শ স্থান।
কী দেখবেন: দুয়ারসিনির প্রধান আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য। চারদিকে ঘন জঙ্গল, ছোট ছোট টিলা এবং পাহাড়ি নদী দুয়ারসিনিকে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। বিশেষ করে এখানে সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। পাশাপাশি দুয়ারসিনিতে সাঁওতাল এবং মুন্ডা জনজাতির সংস্কৃতি এবং জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ রয়েছে।
কাছাকাছি দর্শনীয় স্থান:
* টটকো জলাধার
* হাড়গাড়া জঙ্গল
* রাইকা পাহাড়
* হাতিবাড়ি (এলিফ্যান্ট করিডোর)
থাকার ব্যবস্থা: দুয়ারসিনিতে থাকার জন্য বন বিভাগের কটেজ এবং ডরমিটরি রয়েছে। এছাড়াও, কাছাকাছি গ্রামগুলিতে কিছু বেসরকারি গেস্ট হাউস এবং হোমস্টে পাওয়া যায়।
যাওয়ার উপায়: ট্রেনে কলকাতা থেকে পুরুলিয়া পর্যন্ত সরাসরি ট্রেন রয়েছে। পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি বা বাসে দুয়ারসিনি যাওয়া যায়।
সড়কপথে যেতে চাইলে কলকাতা থেকে সড়কপথেও দুয়ারসিনি যাওয়া যায়। সেক্ষেত্রে ১৯ কিংবা ২০ নম্বর জাতীয় সড়ক ধরতে হবে।
মাইথন
কলকাতা থেকে তিন দিনে ঘুরে আসতে পারেন মাইথন জলাধার। এই জলাধার কলকাতা থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
কী দেখবেন: মাইথন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর ওপর অবস্থিত। মাইথনের প্রধান আকর্ষণ হল বিশাল বাঁধ এবং জলাধার। বিস্তীর্ণ জলরাশির উপর সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোরম। জলাধারে নৌকা বিহার এবং স্পীড বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। কিছুটা দূরেই রয়েছে কল্যাণেশ্বরী মন্দির। সঙ্গে গাড়ি থাকলে পাঞ্চেত বাঁধ এবং পাহাড়ও ঘুরে নিতে পারেন। তা ছাড়া মাইথন থেকে অনতিদূরে রয়েছে বড়ন্তি ও গড়পঞ্চকোট।
কোথায় থাকবেন: মাইথনে বিভিন্ন ধরণের হোটেল এবং রিসর্ট রয়েছে, তবে সবচেয়ে ভাল থাকার জায়গা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকার তথা ডব্লুবিটিডিসিএল-এর অতিথি নিবাস। নাম, মুক্তিধারা ট্যুরিজম প্রপার্টি।
কীভাবে যাবেন: কলকাতা থেকে বরাকর বা কুমারডুবি স্টেশনের ট্রেন পাওয়া যায়। তবে কলকাতা থেকে সরাসরি সড়কপথে মাইথন যাওয়াই আরামদায়ক। প্রথমে ১৯ নম্বর জাতীয় সড়ক তারপর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসানসোল। সেখানে থেকে মাইথন।
গজলডোবা
এ তো গেল দক্ষিণবঙ্গের কথা। এবার নজর দেওয়া যাক উত্তরে। নাহ্ অতি পরিচিত দার্জিলিং বা কালিম্পং নয়। তিন দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন গজলডোবা। গজলডোবা তিস্তা নদীর তীরে অবস্থিত একটি সুন্দর পর্যটনস্থল। প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলতান এবং তিস্তা ব্যারেজের জন্য পরিচিত গজলডোবা। উত্তরবঙ্গের মানুষরা নিউ জলপাইগুড়ি থেকে তিন দিনের মধ্যে গজলডোবা ঘুরে আসতে পারেন।
কী দেখবেন: গজলডোবার প্রধান আকর্ষণ তিস্তা ব্যারেজ। এখানে নৌকাবিহার করতে পারেন। দেখা পাবেন দেশি বিদেশী বহু পাখির। তিস্তা নদীর শান্ত জল, সবুজ বন এবং দূরের পাহাড়ের দৃশ্য মনকে শান্তি দেয়। কাছেই রয়েছে ভাওয়াই মিউজিয়াম, ভাওয়াইয়া গানের উৎপত্তি ও তার বিবর্তন নিয়ে এই সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে।
কোথায় থাকবেন: গজলডোবায় রাজ্য সরকারের একটি সুবৃহৎ রিসর্ট রয়েছে। এটিও ডব্লুবিটিডিসিএল-এর অধীন। নাম- ভোরের আলো ট্যুরিজম প্রপার্টি। ডব্লুবিটিডিসিএল-এর ওয়েবসাইটে গিয়ে আগে থেকে ঘর বুক করতে হয়।
কীভাবে যাবেন: গজলডোবা নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে বা বাসে করে গজলডোবা যেতে পারেন।
নানান খবর
নানান খবর

কমোডে বসেও ফোন ঘাঁটেন ? জানেন কী মারাত্মক বিপদ ডেকে আনছেন? কত ভয়ানক রোগ দেখা দিতে পারে?

বিছানা থেকে স্নান, সর্বত্র স্বামীর সামনেই ‘নতুন প্রেমিক’কে আদরে ভরান বধূ! তবুও কেন মুখ বুজে থাকেন স্বামী?

শুধু জল খেলেই হবে না, শরীরে জলের ঘাটতি রুখতে নিয়মিত খান এই পাঁচটি খাবার!

মহাকাশে প্রথম যৌন সঙ্গম কে করবেন? একে অপরকে টক্কর দেওয়ার নেশায় রকেটে চাপতে উদ্যত দুই মডেল

‘সঙ্গম কক্ষ’ চালু হল কারাগারে! এবার জেলের মধ্যেই শারীরিক মিলনের সুযোগ পাবেন বন্দিরা

ছোট থেকেই আত্মবিশ্বাসে ভরপুর হবে সন্তান, কীভাবে বাড়াবেন সন্তানের আত্মবিশ্বাস?

এই রবিতে আর মুরগি নয়, রাঁধুন গোলমরিচ দিয়ে দক্ষিণী ডিম ফ্রাই, ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

সঙ্গীর মধ্যে এখনও মানসিক পরিপক্বতা আসেনি, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

বয়স ১০৩! মন তবুও সবুজ, অর্ধনগ্ন যুবকের হাতে শ্যাম্পেন খেয়ে জন্মদিন উদযাপন করলেন বৃদ্ধা!

বিরল চতুর্গ্রহী যোগের উপর মহাদেবের আশীর্বাদ! পাঁচ রাশির ভাগ্যে আজ টাকাই টাকা! ধনবৃষ্টি হবে কাদের উপর?

বাজার খরচে লাগাম টানতে পারছেন না? এই সব সহজ টোটকাতেই মিলবে সমাধান

সকাল না বিকেল, কখন ব্যায়াম করলে ভাল ঘুম হয়? সঠিক সময়ে ঘাম ঝরালেই মিলবে অনিদ্রা থেকে রেহাই

টোপর মাথায় হাজির বর! সাদা চিকনকারি পাঞ্জাবী-ধুতিতে খাঁটি বাঙালি সাজে দিলীপ

সাজে অক্ষয় বাঙালিয়ানা, আজকাল ফ্যাশন ফ্লোর জমজমাট

সপ্তাহে তিন দিন ছুটি! সরকারি কর্মীরা চারদিন অফিসে গেলেই পাবেন পুরো বেতন! কোথায় চালু হল এমন নিয়ম?