শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Pallabi Ghosh | ২২ মার্চ ২০২৫ ২০ : ১৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের দরবারে আজ তিনি দেশের প্রতিনিধি, বাংলার প্রতিনিধি। বিমানবন্দরে প্রবেশের আগে তিনি কুশল কামনা করেছেন রাজ্যের মানুষের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিদেশ যাত্রার প্রাক মুহূর্তেও যেন ছুঁয়ে গেলেন বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে। বিমানবন্দর সাক্ষী রইল সেই ঘটনার।
শনিবার সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছনোর পর তিনি বিশ্ববাংলার বিপণি ঘুরে দেখতে ঢোকেন। সেখানেই তাঁর নজরে পড়ে, মা দুর্গার ধাতব মূর্তির কপালে নেই টিপ। ভাবনার অবকাশ না দিয়েই তৃতীয় নয়নে টিপ পরিয়ে দেন তিনি। আর পাশের যে মানুষটির থেকে টিপ নেন, সেই মানুষটিকেও বিশ্ববাংলার অলঙ্কার উপহার দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মাতৃপ্রতিমার হাতে পলা পরিয়ে অলঙ্কারে ভূষিত করেন তিনি। যার আমলে দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে, যে মুখ্যমন্ত্রীর সময়ে বিশ্বের দুয়ারে এক কার্নিভাল হয়ে উঠেছে উৎসব, তাঁর হাতে মা দুর্গাকে অলঙ্কার বিভূষিতা হতে দেখে স্বাভাবিক ভাবে বিমানবন্দরে ভিড় বাড়ে। তবে তাতে বিন্দুমাত্র বিরক্ত হননি মুখ্যমন্ত্রী, ছবি তোলার প্রতিটি অনুরোধ রেখেছেন সস্নেহে।
তাঁর আমলের শুরু থেকেই তিনি দুর্গাপুজো নিয়ে সদা উৎসাহী থেকেছেন। তিনিই শুরু করেছে দুর্গাপুজো কার্নিভালের মতো আন্তর্জাতিক মনের উদযাপন। বিদেশের অসংখ্য মানুষ আজ সেই উদযাপনের টানে কলকাতায় আসে। পাড়ায় পাড়ায় পুজোয় আর্থিক সাহায্য করার পাশাপাশি তিনি কলকাতার দুর্গাপুজোকে নিয়ে গিয়েছেন এক আন্তর্জাতিক স্তরে। বিদেশের চোখে ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে বাংলার এই প্রাণের উৎসব। তাই তিনি যখন মা দুর্গার কপালে টিপ পরিয়ে সাজিয়ে তোলেন প্রতিমা, তখন তা দুর্লভ মুহূর্ত ছাড়া আর কী!
নানান খবর
নানান খবর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

কলকাতা পুলিশ কোয়ার্টারে স্বাস্থ্য শিবির: টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা

গ্যাগরিনের মহাকাশ যাত্রার স্মরণে কলকাতায় কসমোনটিক্স ডে উদযাপন, রাশিয়ান কনসুলেটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান