শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

ক্যাম্পাস থেকে | তাইকুণ্ড থেকে যোগসাধনা, টেকনো ইন্ডিয়া গ্রুপের মালদা শাখার পড়ুয়াদের জয়জয়কার

Reporter: Riya Patra | লেখক: Sumit Chakraborty | Editor: Riya Patra ২১ মার্চ ২০২৫ ১৩ : ৫৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক:  টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুলের মালদা শাখাটি গোটা এলাকায় নিজের ছাপ রেখেছে। সেখান থেকে প্রতি বছরই বহু সংখ্যক পডুয়া নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে। এখানেই রয়েছে প্রচুর সুযোগ যেখান থেকে পড়ুয়ারা এগিয়ে যাওয়ার দিশা পাবে।


২০২৪ সালে তাইকুণ্ড ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মালদা শাখার তৃতীয় শ্রেণির পড়ুয়া অনিরুদ্ধ সাহা প্রথম স্থান অধিকার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। অন্যদিকে সেরার সেরা নৃত্য প্রতিযোগিতায় গ্রেড টু-র স্নেহের সরকার পঞ্চম স্থান অধিকার করে টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল মালদার নাম বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছে।  


স্পেল অ্যাটহন প্রতিযোগিতায় গ্রেড ওয়ানের তিন পড়ুয়া সেরার সেরা ফল করেছে। ডালি ঘোষ, দেবজিৎ দাস এবং অলংকৃতা রক্ষিত যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে মালদা শাখার এই স্কুলের নাম সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই তিন পড়ুয়া মালদা শাখার নাম উজ্জ্বল করেছে।


অন্যদিকে তৃতীয় শ্রেণির অনিরুদ্ধ যোগ সানা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৪-তে অষ্টম স্থান অধিকার করে দেখিয়ে দিয়েছে বর্তমান সমাজে যোগের ভূমিকা কতটা। যোগ অভ্যাস করলে দেহ, মন কতটা তাজা থাকে। তার এই অসাধারণ কৃতিত্ব অন্যদেরকে উৎসাহিত করেছে।  


পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। রাজ্যের বিভিন্ন প্রান্তেই রয়েছে তাঁদের শিক্ষাঙ্গণ। সেখান থেকে প্রতি বছরই বহু পড়ুয়া নিজেদের জীবনের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁদের সেই কাজে যোগ্য সহায়তা করেছে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধাররা।


নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া