শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২০ মার্চ ২০২৫ ১৪ : ৫৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি যাই বলে থাকুক না কেন, গত কয়েকদশকের রাজনীতিতে মমতা ব্যানার্জির উত্থান, অবস্থান, কার্যকলাপ বিশ্বের কাছে বিষ্ময়। দেশে- বিদেশে তাঁকে নিয়ে আলোচনা, আলোচনা তাঁর সরকারের একগুচ্ছ প্রকল্প নিয়েও। কোথাও প্রশস্তি, কথাও পুরস্কার। তাঁকে বিদেশ থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে আগেও। এবার ভাষণ দেওয়ার জন্য অক্সফোর্ডে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আর গত কয়েকদিনে তা নিয়েই জোর চর্চা। চর্চা বিরোধী দলের নেতাদের কথায়, সোশ্যাল মিডিয়া পোস্টে। কীরকম তা? বিরোধী রাজনৈতিক দলের নেতারা গত কয়েকদিনে নানাভাবে প্রমাণ করতে চেয়েছেন মমতাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানায়নি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে আগামী ২৭ মার্চ নিজের বক্তব্য রাখবেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই প্রসঙ্গে আবার ইমেলও করা হয়েছিল। অন্যদিকে কেন কলেজ থেকে আমন্ত্রণের বিষয়টি অক্সফোর্ডের ক্ষেত্রে সরাসরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ বলা হচ্ছে, বিষয়টি পরিস্কার করতে ময়দানে নামেন তৃণমূলের নেতা নেত্রীরা। অনেকেই নিরপেক্ষ জায়গা থেকে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী, শশী তারুর কিংবা বাম জমানায় কোনও নেতা মন্ত্রী বিদেশে বক্তৃতার ডাক পেলে এমন গেল গেল রব তুলতেন কি কেউ? তাহলে মমতার বেলায় কেন বিরোধী শিবিরে এমন হাহাকার?
এতদিন এই বিষয়ে একটি কথাও বলেননি খোদ মমতা। তবে যাওয়ার আগে, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সোজা উত্তর দিলেন। যেমন শুরুতেই জানালেন ঐতিহ্য, রাজনীতি-সহ একাধিক বিষয়ে ব্রিটেনের সঙ্গে বহু ক্ষেত্রেই মিল রয়েছে বাংলার। মনে করান, বাংলার সম্মান তুলে ধরার দায়িত্ব সকলের, তেমনই গত কয়েকদিনের চর্চার উত্তর দেন মমতা।
বলেন, ‘আমাদের কোনও নেতা দেশের বাইরে গেলে আমরা তাঁদের অপদস্থ করি না। কিন্তু দুর্ভাগ্য, এখানে গণশত্রু রয়েছে। আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে, তাঁরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইমেলে নোংরা খেলা খেলে।‘ মমতা বলেন, বিদেশে মেল করে বাংলাকে খারাপ বলা, তঁকে ব্যক্তিগত আক্রমণে আপত্তি নেই, কিন্তু বাংলাকে আক্রমণ কেন?
একেবারে আঘাত করেন গোড়ার কথায়। যেখানে তাঁকে নিয়ে তীব্র আলোচনা, মনে করান তিনি ডিগ্রি উল্লেখ করেন না নামের আগে, পড়াশোনা করেছেন বাংলা মাধ্যমে। কিন্তু শিক্ষা মানবিকতার জন্য, তাতে অন্যকে অপদস্থ করার লাইসেন্স পেয়ে যায় না অপরপক্ষ। শুধু বক্তৃতার মাধ্যমে প্রাথমিক শিক্ষা দিলেন না, রাজ্যের প্রশাসনিক প্রধান মনে করিয়ে দিলেন, তাঁর দল এই নোংরা খেলা খেলে না ঠিকই, কিন্তু প্রায় সব জায়গায় তাঁদের পরিচিত লোকজন রয়েছেন ছড়িয়ে। সুতরাং, তাঁর সঙ্গে যে বিস্তর কুৎসা হল, তাঁর দল চাইলেই বিরোধী দলের নেতা নেত্রীদের ক্ষেত্রে একই বিষয় ঘটাতেই পারে।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

কলকাতা পুলিশ কোয়ার্টারে স্বাস্থ্য শিবির: টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা