বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | দেয়াশিনী মঞ্চে ধামাকা করবে! এবার কী করতে চলেছেন সারেগামাপা-র বিজয়ী?

Symasri Saha | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ মার্চ ২০২৫ ১৯ : ১৪Soma Majumder


শূন্য থেকে শুরু। সাফল্যের চূড়ায় পৌঁছেও কটাক্ষ পিছু ছাড়েনি। মনের জোর আর গানের প্রতি ভালবাসার রসদ নিয়ে কীভাবে জীবনের চড়াই উতরাই পেরোচ্ছেন জি বাংলার সারেগামাপা বিজয়ী দেয়াশিনী রায় শুনলেন শ্যামশ্রী সাহা

হোল্ড-এ থাকার পর একবারে বিজয়ীর মুকুট, স্বপ্নের মতো  তো ...

দেয়াশিনী: হ্যাঁ স্বপ্নটাকে ছুঁতে পেরেছি। তবে সহজে নয়, প্রথম রাউন্ডের অডিশনটা ঠিক ছিল। সমস্যা হয়েছিল দ্বিতীয় রাউন্ডে। বিচারকদের মনে হয়েছিল আমি আরও ভাল পারফর্ম করতে পারব। তাই আমাকে হোল্ড-এ রাখা হয়েছিল। পনেরো দিন পর আবার গান গাওয়ার সুযোগ পাই।

এই সময়টা খুব চাপে কেটেছে নিশ্চয়ই?

দেয়াশিনী: সাংঘাতিক ছিল। মনের জোর ধরে রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। সবার থেকে পরামর্শ নিয়েছি কীভাবে আরও ভাল গাইতে পারব। 

ফেস–অফ রাউন্ডটা কেমন ছিল?

দেয়াশিনী: এই রাউন্ডে তিনজন ছিলাম। সেখানে থেকে মেন রাউন্ডে যাই। তখন তো শেষ অবধি টিকে থাকার লড়াই। আত্মবিশ্বাসও নড়বড়ে। কারণ প্রথম তিন-চারটে এপিসোডে খুব ভাল পারফর্ম করতে পারিনি।

সমস্যা কোথায় ছিল?

দেয়াশিনী: জানি না। রিহার্সাল ভাল হচ্ছিল। প্র্যাকটিসও করছিলাম। কিন্তু ‘সারেগামাপার’ স্টেজে গিয়ে সব কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছিল। বেস্টটা দিতে পারছিলাম না। এই সময় মেন্টররা খুব সাহায্য করেছেন।

ঘুরে দাঁড়ালেন কীভাবে?

দেয়াশিনী: ‘তখন তোমার একুশ বছর’... এটাই টার্নিং পয়েন্ট। গানটা গাওয়ার পর বিচারকরা বলেছিলেন ‘‘আজকের দেয়াশিনী আর পাঁচ-ছটা পর্ব আগের দেয়াশিনীর মধ্যে আকাশপাতাল তফাৎ। এইরকম পারফর্ম করলে তোকে কেউ আটকাতে পারবে না।’’ সেটাই সত্যি হল।

ফাইনালে আপনারা দশজন প্রতিযোগী ছিলেন, প্রতিযোগিতার চাপ কতটা ছিল?

দেয়াশিনী: যেদিন ফাইনালে উঠলাম বিশ্বাস করবেন না, আমরা একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করেছিলাম আজ থেকে কোনও কম্পিটিশনের কথা মাথায় রাখব না। এখন আর হারানোর কিছু নেই। আমাদের বেস্টটা দেব আর যা কিছু সমস্যা হবে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেব।

গানের প্রতি ভালবাসা কবে থেকে?

দেয়াশিনী: ছোটবেলা থেকেই। আমাদের পরিবার সংস্কৃতিমনস্ক। বাবা অক্টোপ্যাড বাজান। মা ভাল নাচেন। আমার গান শেখা শুরু পাঁচ বছর বয়সে দাদুর দিদির কাছে। দশ বছর বয়সে ললিতকলায় সীমান্ত সরকারের কাছে শিখতে শুরু করি। এখন দীপান্বিতা চৌধুরীর কাছে শিখছি। রথীজিৎ(ভট্টাচার্য) স্যরের কাছে শেখার ইচ্ছে আছে।

রিয়্যালিটি শো সম্পর্কে কতটা বুঝতে পারলেন? 

দেয়াশিনী: এই শো নিয়ে তিনটে রিয়্যালিটি শো তে পারফর্ম করলাম। পথটা খুব সহজ ছিল না। ‘লাভ মি ইন্ডিয়া কিডস’ এ তো কিছুই করতে পারিনি। সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। কিন্তু ওই শো থেকে এটা বুঝতে পেরেছিলাম শুধু ভাল গাইতে পারলেই হবে না, গান শিখতে হবে। নিয়মিত রেওয়াজ করতে হবে। ‘সুপার সিঙ্গার’-এ সেই চেষ্টাটা করেছিলাম। ফাইনাল অবধি পৌঁছেছিলাম। কিন্তু জিততে পারিনি।

হতাশ হয়েছিলেন?

দেয়াশিনী: হতাশা ঠিক বলব না, আশপাশ থেকে অনেক কথা শুনতে হয়েছিল, ‘‘কী? হেরে ফিরে এলে? কিছু করতে পারলে না?’’ তখন খারাপ লেগেছিল। কিন্তু হার মানিনি। নিজেকে বুঝিয়েছিলাম, একটা রিয়্যালিটি শো তো সব নয়। সামনে অনেক পথ চলা বাকি আছে। এরপর একদিন বাবা-মার সঙ্গে ‘সারেগামাপার’ ফিনালে দেখতে গিয়েছিলাম। সেখান থেকেই আবার স্বপ্ন দেখা শুরু। এবার একশো নয় হাজার শতাংশ দিয়ে খেটেছিলাম। ফলও পেয়েছি।

ভাগ্যের দরজা তো খুলে গেল, জীবন কতটা বদলাল?

দেয়াশিনী: অনেকটাই বদলে গিয়েছে। শুরুটা হয়েছিল ২০২৪-এ। এখানে আসাটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট। উইনার হওয়ার পর ফেসবুক, ইনস্টাগ্রামে মারাত্মক পরিবর্তন এসেছে। ফলোয়ারস বেড়েছে। অনেক নেগেটিভ কমেন্টও এসেছে।

কীরকম?

দেয়াশিনী: টাকা দিয়ে জিতেছি...এইসব। ওঁদের হয়তো আমার গান ভাল লাগেনি তাই এইসব কমেন্ট করেছেন। চেষ্টা করব আগামিদিনে যেন ওঁদেরও আমার গান ভাল লাগে।

প্লে-ব্যাক-এর অফার পেলেন?

দেয়াশিনী: না এখনও কোনও অফার পাইনি। তবে অ্যালবামের অফার এসেছে। মুম্বইয়ে সঙ্গীত পরিচালকদের সঙ্গে কথা হচ্ছে।

শোনা যাচ্ছে আরাত্রিকা সিনহা প্লে-ব্যাক-এ সুযোগ পেয়েছেন, এবার কি আসল প্রতিযোগিতা শুরু হল?

দেয়াশিনী: কম্পিটিশন না বলে স্ট্রাগল বলা ভাল। ‘সারেগামাপা’র মঞ্চ ছিল নিজেকে উপরে ওঠানোর লড়াই। এখন নিজেকে ধরে রাখার লড়াই শুরু। এটা অনেক বেশি কঠিন।

এই প্রতিযোগিতা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। প্রতিযোগীর পরিবার থেকে টাকা দিয়ে বিজয়ী হওয়ার অভিযোগও শোনা গিয়েছে...

দেয়াশিনী: টাকা দিয়ে উইনার হওয়ার ক্ষমতা আমার পরিবারের নেই। একটা রিয়্যালিটি শোতে কত খরচ! আমার বাবা একজন মিউজিশিয়ান। এত টাকা কোথায় পাবেন? যাঁরা এইসব বলেন, তাঁদের বলব, একটু ভেবেচিন্তে কথা বলুন। আমার এই জার্নিটা মোটেই সহজ ছিল না। অনেক কষ্ট করতে হয়েছে আমাকে আর মাকে।

ইন্দ্রদীপ দাশগুপ্ত বা শান্তনু মৈত্রর থেকে প্লে-ব্যাকের কোনও অফার পাননি?

দেয়াশিনী: ফাইনালে যারা ছিল তাদের সবাইকে দিয়ে গাওয়ানোর কথা হয়েছে। কবে হবে জানি না।

জার্নালিজমের ছাত্রী দেয়াশিনীকে যদি গায়িকা দেয়াশিনীকে দুটো প্রশ্ন করতে হয়, কী করবেন?

দেয়াশিনী: ওরে বাবা ভীষণ কঠিন প্রশ্ন। আমি বলতে পারব না। আচ্ছা একটু ভাবি...এই যে আমার চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বিতর্ক চলছে, অনেকেই বলছেন এই জয়ের আমি যোগ্য নই। গায়িকা দেয়াশিনীর মনে কী প্রভাব পড়ছে সেটাই জানতে চাইব।  

রিয়্যালিটি শো–তে জয়ী হওয়ার পর অনেকেই হারিয়ে গিয়েছেন...

দেয়াশিনী: হারিয়ে যাওয়ার ভয় আমার নেই। বিজয়ী হওয়ার পর রাতারাতি সেলিব্রিটি তকমা পেয়ে অনেকের আরও শেখার ইচ্ছেটা চলে যায়। সমস্যাটা তখনই হয়। ‘সারেগামাপা’ বিজয়ী হওয়ার পর আমার মাথা ঘুরে যাইনি। নিজেকে ধরে রাখতে পেরেছি। এখনও অনেক কিছু শেখা বাকি।

এখন তো শুধু গান গাইলে হয় না, তার সঙ্গে নাচতেও হয়...

দেয়াশিনী: আমিও কমপ্লিট পারফরমার হয়ে ওঠার চেষ্টা করছি। দেখবেন, দেয়াশিনী মঞ্চে এবার ধামাকা করবে।


Saregamapa WinnerSaregamapaDeyashini Roy

নানান খবর

নানান খবর

গোবিন্দার পর্বতপ্রমাণ ইগোর শিকার কীভাবে হতেন সহ-অভিনেতারা? বিস্ফোরক দাবি সহ-অভিনেতার!

ঘন্টার পর ঘন্টা নিজেকে বাথরুমে আটকে রাখতেন হৃতিক! কারণ শুনলে চোখে জল আসবে আপনারও

লাঞ্চ এড়িয়ে শুটিংয়ের ফাঁকে শরদের সঙ্গে কী করেছিলেন দীপিকা? এত বছর পর সামনে এল আসল সত্যি!

Exclusive: অনির্বাণকে নিজের চরিত্রে পছন্দ সুমনের, সৃজিতের পরিচালনায় ‘গানওলা’ হয়ে উঠতে কি চাইছেন অভিনেতা?

সায়ন্ত মোদক বিতর্কে এবার বিস্ফোরক প্রত্যুষা, তাঁদের সম্পর্কের গোপন সত্যি জানালেন অভিনেত্রী!

হরনাথ চক্রবর্তীর দাম্পত্যে ছন্দপতন! দীর্ঘদিনের সঙ্গীকে হারালেন পরিচালক 

ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও মুছলেন দেবলীনা, কেন? কী জানালেন আজকাল ডট ইন-কে? 

রিয়্যালিটি শোয়ের মঞ্চে মালাইকাকে কুৎসিত ইঙ্গিত প্রতিযোগীর! ১৬ বছরের ছেলের কাণ্ড দেখে মেজাজ হারিয়ে কী করলেন অভিনেত্রী?

পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্কে হেমা মালিনী! কোন অভিযোগে বিপাকে পড়লেন 'ড্রিম গার্ল'?

নতুন অধ্যায়ের শুরুতে ব্যক্তিগত জীবনের কোন কথা প্রকাশ্যে আনলেন যিশু কন্যা?

সলমনের ছবির গান জিততে পারত অস্কার! সুভাষ ঘাইয়ের 'দোষে' কীভাবে ফস্কেছিল সেই সুযোগ?

প্রেমিক দেবমাল্যর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন মধুমিতা, প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে কী বললেন সৌরভ?

দেশের সর্বোচ্চ করদাতার তকমা পেলেন অমিতাভ বচ্চন! শাহরুখ-সলমনকে পিছনে ফেলে কর দিলেন কত কোটি টাকা?

ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্ককে আরেকটা সুযোগ দিতে চান টলিপাড়ার নায়ক-নায়িকা, জোড়া লাগবে কী জুটির প্রেম?

মনীষা কৈরালা-ঐশ্বর্য রাই দ্বন্দ্ব: নয়ের দশকের বলিউড কাঁপানো ত্রিকোণ প্রেমের রহস্য জানেন?

সোশ্যাল মিডিয়া