রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Symasri Saha | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ মার্চ ২০২৫ ১৯ : ১৪Soma Majumder
শূন্য থেকে শুরু। সাফল্যের চূড়ায় পৌঁছেও কটাক্ষ পিছু ছাড়েনি। মনের জোর আর গানের প্রতি ভালবাসার রসদ নিয়ে কীভাবে জীবনের চড়াই উতরাই পেরোচ্ছেন জি বাংলার সারেগামাপা বিজয়ী দেয়াশিনী রায় শুনলেন শ্যামশ্রী সাহা
হোল্ড-এ থাকার পর একবারে বিজয়ীর মুকুট, স্বপ্নের মতো তো ...
দেয়াশিনী: হ্যাঁ স্বপ্নটাকে ছুঁতে পেরেছি। তবে সহজে নয়, প্রথম রাউন্ডের অডিশনটা ঠিক ছিল। সমস্যা হয়েছিল দ্বিতীয় রাউন্ডে। বিচারকদের মনে হয়েছিল আমি আরও ভাল পারফর্ম করতে পারব। তাই আমাকে হোল্ড-এ রাখা হয়েছিল। পনেরো দিন পর আবার গান গাওয়ার সুযোগ পাই।
এই সময়টা খুব চাপে কেটেছে নিশ্চয়ই?
দেয়াশিনী: সাংঘাতিক ছিল। মনের জোর ধরে রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। সবার থেকে পরামর্শ নিয়েছি কীভাবে আরও ভাল গাইতে পারব।
ফেস–অফ রাউন্ডটা কেমন ছিল?
দেয়াশিনী: এই রাউন্ডে তিনজন ছিলাম। সেখানে থেকে মেন রাউন্ডে যাই। তখন তো শেষ অবধি টিকে থাকার লড়াই। আত্মবিশ্বাসও নড়বড়ে। কারণ প্রথম তিন-চারটে এপিসোডে খুব ভাল পারফর্ম করতে পারিনি।
সমস্যা কোথায় ছিল?
দেয়াশিনী: জানি না। রিহার্সাল ভাল হচ্ছিল। প্র্যাকটিসও করছিলাম। কিন্তু ‘সারেগামাপার’ স্টেজে গিয়ে সব কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছিল। বেস্টটা দিতে পারছিলাম না। এই সময় মেন্টররা খুব সাহায্য করেছেন।
ঘুরে দাঁড়ালেন কীভাবে?
দেয়াশিনী: ‘তখন তোমার একুশ বছর’... এটাই টার্নিং পয়েন্ট। গানটা গাওয়ার পর বিচারকরা বলেছিলেন ‘‘আজকের দেয়াশিনী আর পাঁচ-ছটা পর্ব আগের দেয়াশিনীর মধ্যে আকাশপাতাল তফাৎ। এইরকম পারফর্ম করলে তোকে কেউ আটকাতে পারবে না।’’ সেটাই সত্যি হল।
ফাইনালে আপনারা দশজন প্রতিযোগী ছিলেন, প্রতিযোগিতার চাপ কতটা ছিল?
দেয়াশিনী: যেদিন ফাইনালে উঠলাম বিশ্বাস করবেন না, আমরা একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করেছিলাম আজ থেকে কোনও কম্পিটিশনের কথা মাথায় রাখব না। এখন আর হারানোর কিছু নেই। আমাদের বেস্টটা দেব আর যা কিছু সমস্যা হবে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেব।
গানের প্রতি ভালবাসা কবে থেকে?
দেয়াশিনী: ছোটবেলা থেকেই। আমাদের পরিবার সংস্কৃতিমনস্ক। বাবা অক্টোপ্যাড বাজান। মা ভাল নাচেন। আমার গান শেখা শুরু পাঁচ বছর বয়সে দাদুর দিদির কাছে। দশ বছর বয়সে ললিতকলায় সীমান্ত সরকারের কাছে শিখতে শুরু করি। এখন দীপান্বিতা চৌধুরীর কাছে শিখছি। রথীজিৎ(ভট্টাচার্য) স্যরের কাছে শেখার ইচ্ছে আছে।
রিয়্যালিটি শো সম্পর্কে কতটা বুঝতে পারলেন?
দেয়াশিনী: এই শো নিয়ে তিনটে রিয়্যালিটি শো তে পারফর্ম করলাম। পথটা খুব সহজ ছিল না। ‘লাভ মি ইন্ডিয়া কিডস’ এ তো কিছুই করতে পারিনি। সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। কিন্তু ওই শো থেকে এটা বুঝতে পেরেছিলাম শুধু ভাল গাইতে পারলেই হবে না, গান শিখতে হবে। নিয়মিত রেওয়াজ করতে হবে। ‘সুপার সিঙ্গার’-এ সেই চেষ্টাটা করেছিলাম। ফাইনাল অবধি পৌঁছেছিলাম। কিন্তু জিততে পারিনি।
হতাশ হয়েছিলেন?
দেয়াশিনী: হতাশা ঠিক বলব না, আশপাশ থেকে অনেক কথা শুনতে হয়েছিল, ‘‘কী? হেরে ফিরে এলে? কিছু করতে পারলে না?’’ তখন খারাপ লেগেছিল। কিন্তু হার মানিনি। নিজেকে বুঝিয়েছিলাম, একটা রিয়্যালিটি শো তো সব নয়। সামনে অনেক পথ চলা বাকি আছে। এরপর একদিন বাবা-মার সঙ্গে ‘সারেগামাপার’ ফিনালে দেখতে গিয়েছিলাম। সেখান থেকেই আবার স্বপ্ন দেখা শুরু। এবার একশো নয় হাজার শতাংশ দিয়ে খেটেছিলাম। ফলও পেয়েছি।
ভাগ্যের দরজা তো খুলে গেল, জীবন কতটা বদলাল?
দেয়াশিনী: অনেকটাই বদলে গিয়েছে। শুরুটা হয়েছিল ২০২৪-এ। এখানে আসাটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট। উইনার হওয়ার পর ফেসবুক, ইনস্টাগ্রামে মারাত্মক পরিবর্তন এসেছে। ফলোয়ারস বেড়েছে। অনেক নেগেটিভ কমেন্টও এসেছে।
কীরকম?
দেয়াশিনী: টাকা দিয়ে জিতেছি...এইসব। ওঁদের হয়তো আমার গান ভাল লাগেনি তাই এইসব কমেন্ট করেছেন। চেষ্টা করব আগামিদিনে যেন ওঁদেরও আমার গান ভাল লাগে।
প্লে-ব্যাক-এর অফার পেলেন?
দেয়াশিনী: না এখনও কোনও অফার পাইনি। তবে অ্যালবামের অফার এসেছে। মুম্বইয়ে সঙ্গীত পরিচালকদের সঙ্গে কথা হচ্ছে।
শোনা যাচ্ছে আরাত্রিকা সিনহা প্লে-ব্যাক-এ সুযোগ পেয়েছেন, এবার কি আসল প্রতিযোগিতা শুরু হল?
দেয়াশিনী: কম্পিটিশন না বলে স্ট্রাগল বলা ভাল। ‘সারেগামাপা’র মঞ্চ ছিল নিজেকে উপরে ওঠানোর লড়াই। এখন নিজেকে ধরে রাখার লড়াই শুরু। এটা অনেক বেশি কঠিন।
এই প্রতিযোগিতা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। প্রতিযোগীর পরিবার থেকে টাকা দিয়ে বিজয়ী হওয়ার অভিযোগও শোনা গিয়েছে...
দেয়াশিনী: টাকা দিয়ে উইনার হওয়ার ক্ষমতা আমার পরিবারের নেই। একটা রিয়্যালিটি শোতে কত খরচ! আমার বাবা একজন মিউজিশিয়ান। এত টাকা কোথায় পাবেন? যাঁরা এইসব বলেন, তাঁদের বলব, একটু ভেবেচিন্তে কথা বলুন। আমার এই জার্নিটা মোটেই সহজ ছিল না। অনেক কষ্ট করতে হয়েছে আমাকে আর মাকে।
ইন্দ্রদীপ দাশগুপ্ত বা শান্তনু মৈত্রর থেকে প্লে-ব্যাকের কোনও অফার পাননি?
দেয়াশিনী: ফাইনালে যারা ছিল তাদের সবাইকে দিয়ে গাওয়ানোর কথা হয়েছে। কবে হবে জানি না।
জার্নালিজমের ছাত্রী দেয়াশিনীকে যদি গায়িকা দেয়াশিনীকে দুটো প্রশ্ন করতে হয়, কী করবেন?
দেয়াশিনী: ওরে বাবা ভীষণ কঠিন প্রশ্ন। আমি বলতে পারব না। আচ্ছা একটু ভাবি...এই যে আমার চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বিতর্ক চলছে, অনেকেই বলছেন এই জয়ের আমি যোগ্য নই। গায়িকা দেয়াশিনীর মনে কী প্রভাব পড়ছে সেটাই জানতে চাইব।
রিয়্যালিটি শো–তে জয়ী হওয়ার পর অনেকেই হারিয়ে গিয়েছেন...
দেয়াশিনী: হারিয়ে যাওয়ার ভয় আমার নেই। বিজয়ী হওয়ার পর রাতারাতি সেলিব্রিটি তকমা পেয়ে অনেকের আরও শেখার ইচ্ছেটা চলে যায়। সমস্যাটা তখনই হয়। ‘সারেগামাপা’ বিজয়ী হওয়ার পর আমার মাথা ঘুরে যাইনি। নিজেকে ধরে রাখতে পেরেছি। এখনও অনেক কিছু শেখা বাকি।
এখন তো শুধু গান গাইলে হয় না, তার সঙ্গে নাচতেও হয়...
দেয়াশিনী: আমিও কমপ্লিট পারফরমার হয়ে ওঠার চেষ্টা করছি। দেখবেন, দেয়াশিনী মঞ্চে এবার ধামাকা করবে।
নানান খবর
নানান খবর

ঊষসীকে নিয়ে গোপন কথা ফাঁস সুস্মিতের! লজ্জায় মুখ ঢাকলেন নায়িকা, কী চলছে 'গৃহপ্রবেশ'-এর ফ্লোরের আড়ালে?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?