বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | বাংলাদেশের শ্রমিক নেতার অন্ডকোষ কামড়ে নিয়ে দৌড়ে পালাল শিয়াল

নিজস্ব সংবাদদাতা | ১৯ মার্চ ২০২৫ ১৬ : ২৩Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের লালমনিরহাটে হঠাৎ করে শিয়ালের আক্রমণ বেড়েছে। এরই মধ্যে একজনের অণ্ডকোষ কামড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে লালমনিরহাটে। এদিন একরাতেই শিয়ালের কামড়ে ৯ জন আহত হয়েছেন। বর্তমানে শিয়ালের কামড়ে আহতরা লালমনিরহাট সদর হাসপাতাল ও আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে শহরের ব্যস্ততম এলাকা মিশনমোড়, সার্কিট হাউজ, পুলিশ লাইন ও বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই রাস্তায় রাস্তায় লোকজনকে লাঠি হাতে পাহাড়া দিতে দেখতে পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী পুলিশ লাইন সংলগ্ন মোটরসাইকেল মেকানিক্স সাইদুল ইসলাম জানান, তাঁর দোকানের সামনেই একটি বৃহদাকৃতির শিয়াল আকস্মিক আক্রমণ করে পথচারীদের যাকে পেয়েছে তাঁকেই কামড়ে দিয়েছে। এই সময় শিয়ালটিকে স্থানীয় কুকুররা আক্রমণ করতে গেলে উল্টো শিয়ালটিই কুকুরগুলোকে ধাওয়া দেয়। পরে তিনি ও তাঁর দোকানের কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারেননি। এরপর শিয়ালটি লোকজন দেখে ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিয়ালটি আবারও বের হয়ে আক্রমণ করে। এভাবে অনেক সময় ধরে শিয়ালটি মানুষের সঙ্গে লুকোচুরি খেলা খেলতে থাকে। শিয়ালটি আবার কখন লোকজনকে আক্রমণ করে সেই আশঙ্কায় জেলা শহরের মিশনমোড়, সার্কিট হাউস ও পুলিশ লাইন এলাকার লোকজন।

তিনি আরও জানান, ইতিমধ্যে জেমস্ পিটার শচিন নামে জেলা ট্রাক ও ট্র্যাংকলড়ী শ্রমিক নেতার অণ্ডকোষ ও মোখলেস নামে এক মধ্যবয়সী লোকের কান কামড়ে নিয়ে গেছে শিয়ালটি। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শিয়ালের কামড়ে আহত শ্রমিক নেতা জেমস্ পিটার শচিন জানান, জেলা শহরের হাড়িভাঙ্গা থেকে পুলিশ লাইন ও সার্কিট হাউজের সামনে দিয়ে মিশনমোড় যাচ্ছিলেন তিনি। হঠাৎ কোথা থেকে একটি শিয়াল এসে তাঁকে আক্রমণ করে। এই সময় শিয়ালটির কামড়ে তাঁর অণ্ডকোষের কিছু অংশ ছিড়ে যায়। নিজেকে রক্ষা করতে শিয়ালের সাথে অন্ডকোষ নিয়ে অনেক সময় ধরে 'যুদ্ধ' করতে হয় তাঁকে। পরে একজন পথচারী লাঠি নিয়ে এসে মার দেওয়ার পর শিয়ালটি পালিয়ে যায়। এরমধ্যেই তাঁর শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে দেয় শিয়লটি। এরপর স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সেনামৈত্রী বাজারের মোবাইল ব্যবসায়ী সাব্বির আহমেদ জানান, তাঁরা কয়েকজন একত্রিত হয়ে শিয়ালটিকে মারতে যান। পরে শিয়ালটি তাঁদেরকেও আক্রমণ করতে আসে। শিয়ালের কামড়ের ভয়ে ও হিংস্রতার কারণে রাস্তার লোকজন ছোটাছুটি করে নিরাপদ স্থানে চলে যান। এরমধ্যেই শিয়ালটি একটি শিশুসহ একে একে শহরের আরও ৭ জনকে কামড়ে দেয়।

লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সামিরা হোসেন চৌধুরী জানান, তাঁদের এখানে শিয়ালের কামড়ে আহত অবস্থায় চারজন ভর্তি হয়েছে। এদের মধ্যে আলিফ নামে একজন শিশুও আছেন। আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শচিন ও মোখলেস নামে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়াও আরও ৫/৬ জন পথচারীকে শিয়াল কামড়িয়েছে বলে তিনি জানতে পেরেছেন। কিন্তু তাঁরা হাসপতালে চিকিৎসা নিতে আসেননি।

লালমনিরহাট বন বিভাগের কর্মকর্তা মাহবুবুল হক জানান, খাবার সংকট এবং বাসস্থানের অভাবে শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে। লোক মারফত জানা গেছে ৯-১০ জন পথচারীকে শিয়াল কামড়ে আহত করেছে। তাঁরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেছেন। তাঁরা জনগণের নিরাপত্তার বিষয়টি দেখছেন। হিংস্র শিয়ালগুলোকে পাকড়াও করার জন্য তাঁদের সঙ্গে একত্রে কাজ করছেন বলেও তিনি জানান।


Bangladesh FoxFox attack

নানান খবর

নানান খবর

পৃথিবীর মাটি ছোঁয়ার আগেই আতঙ্কের চূড়ান্ত! কী হয়েছিল সুনীতাদের ল্যান্ডিংয়ের ঠিক আগেই, শুনলে চমকে যাবেন

ইজরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ৩২৬, ফের যুদ্ধ শুরু আশঙ্কা 

'মমির মতো পেঁচিয়ে ফেল', যৌনসুখ বৃদ্ধি করতে নতুনত্ব আনতে গিয়েই ঘটল সর্বনাশ! কপাল পুড়ল ওনলিফ্যানস মডেলের

পাকিস্তানের মাটিতে ভারতীয় সিনেমার জয়জয়কার, রইল ভিডিও

৬ বছর ধরে কাজে ফাঁকি! তারপরও জুটল সেরা কর্মীর পুরষ্কার, কীভাবে জানলে অবাক হবেন

আমরা সবাই ‘সুনীতা উইলিয়ামস’, মাদুরাইতে ধরা পড়ল অন্য এক চিত্র

মাত্র ছয় ঘণ্টায় একটি আস্ত রেল স্টেশন তৈরি করছে জাপান! কোন যাদুবলে এই অসাধ্যসাধন

৮০ বছর ঘরে ফেরার অপেক্ষা, স্বামীর বালিশ জড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ ১০৩ বছরের বৃদ্ধার

‘ঘরের মেয়ে ঘরে ফিরুক’, সুনীতার জন্য গুজরাটের গ্রামে জ্বলছে প্রদীপ, ঘরে ঘরে প্রার্থনা, কারণ জানেন?

দৃষ্টিহীন হয়ে যেতে পারেন, রয়েছে ক্যানসারের ভয়, পৃথিবীতে ফিরে সুনীতাদের কাছে কী কী চ্যালেঞ্জ?

ডোনাল্ড ট্রাম্পের জগতে পা রাখলেন নরেন্দ্র মোদি, 'খাতা' খুললেন ট্রুথ সোশ্যালে, কী লিখলেন

শেষকৃত্য সারা হবে কীভাবে, জীবনের শেষ সময়ে কোন ইচ্ছে প্রকাশ করে যান মানুষ? সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

৯ মাস মহাকাশে ‘ওভার টাইম’, সুনীতাদের কত এক্সট্রা টাকা গুনতে হবে নাসাকে?

অদ্ভূত, ৬ বছর ধরে ছুটি কাটিয়েও মাসের পর মাস পুরো বেতন ভোগ করেছেন এই সরকারি কর্মী! ফাঁস হতে...

উত্তর মেসিডোনিয়ার কোচানিতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে অন্তত ৫৯

সোশ্যাল মিডিয়া