বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ মার্চ ২০২৫ ১৫ : ৪৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা নয়। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। আগের আইপিএলে স্লো ওভার রেটের জন্য শাস্তি পায় মুম্বই ইন্ডিয়ান্স। সেই কারণে ধোনিদের বিরুদ্ধে পাওয়া যাবে না হার্দিককে। সূর্যকুমার ভারতের টি-২০ দলের অধিনায়ক। সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ এ সিরিজ জেতেন। তবে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না। পাঁচ ম্যাচে মাত্র ৩৮ রান করেন। আইপিএলে পুরোনো ফর্ম ফিরে পেতে মরিয়া থাকবেন। এদিন মুম্বইয়ের সাংবাদিক সম্মেলনে অধিনায়ক জানিয়ে দিলেন, তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। হার্দিক বলেন, 'সূর্য ভারতীয় দলের অধিনায়ক। আমি না থাকলে নেতৃত্ব দেওয়ার জন্য ও আদর্শ।'
মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে জানান, তিন ম্যাচে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে। আগের বছর টেবিলের তলানিতে শেষ করে মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র চারটে ম্যাচ জেতে। মুম্বইয়ের অধিনায়ক হিসেবে অভিষেক বছরটা ভাল যায়নি হার্দিকের। সমর্থকদের রোষের মুখে পড়তে হয়। গ্যালারি থেকে ক্রমাগত উড়ে আসে কটূক্তি। রোহিতের সঙ্গে সম্পর্কে চিড় ধরে। যার প্রভাব পড়ে মাঠে। ম্যাচ জিততে হিমশিম খায় মুম্বই। আইপিএলের ইতিহাসে পাঁচবারের চ্যাম্পিয়নদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। তবে এবার পরিস্থিতি অনেক ভাল। ভারতের তিন ফরম্যাটের দুই অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব খেলবেন হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে। কিন্তু বর্তমানে কোনও মনোমালিন্য নেই ত্রয়ীর মধ্যে। এবার এটাই সাফল্যের রসায়ন হতে পারে মুম্বইয়ের।
নানান খবর

নানান খবর

বুমরার না থাকা বড় চ্যালেঞ্জ, বিকল্প খুঁজতে কালঘাম ছুটছে হার্দিকদের

নিরাপত্তা ব্যবস্থার অভাবে পিছিয়ে যেতে পারে কেকেআর-লখনউ ম্যাচ

পন্টিংয়ের সঙ্গে জুটি বাঁধতে পেরে খুশি, পাঞ্জাবে কত নম্বরে ব্যাট করতে চান শ্রেয়স?

আইপিএল অভিষেক অনিশ্চিত ১৩ বছরের বৈভবের, তাঁকে নিয়ে কী ভাবছেন দ্রাবিড়রা?

আবার আত্মত্যাগ, আইপিএলে নতুন দলের হয়ে কত নম্বরে নামবেন রাহুল?

আবার আত্মত্যাগ, আইপিএলে নতুন দলের হয়ে কত নম্বরে নামবেন রাহুল?