বুধবার ১৯ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ মার্চ ২০২৫ ২১ : ৫০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কেএল রাহুল ওপেন করেছেন, মিডল অর্ডারে ব্যাট করেছেন, ওয়ান ডাউনেও নেমেছেন। সব ফরম্যাটেই গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা গিয়েছে। কর্ণাটকের হয়ে টপ অর্ডারের ব্যাটার হিসেবে শুরু করেন। ওপেনার হিসেবে একদিনের ক্রিকেট এবং টি-২০ তে অভিষেক হয় তাঁর। কিন্তু বর্তমানে ভারতীয় দলের পরিস্থিতি অনুযায়ী যেকোনও জায়গায় নামানো হয় রাহুলকে। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিনিশারের ভূমিকায় দেখা যায় তাঁকে। ২০২৩ একদিনের বিশ্বকাপে পাঁচ নম্বরে নামলেও, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অক্ষর প্যাটেলকে পছন্দের জায়গা ছেড়ে দিতে হয়। বর্ডার-গাভাসকর ট্রফিতে শুরুতে ওপেনিংয়ে নামেন। রোহিত ফিরতে সরে যেতে হয় ওয়ান ডাউনে।
২০২২ টি-২০ বিশ্বকাপের পর ভারতের জার্সিতে সংক্ষিপ্ত ফরম্যাটে কোনও ম্যাচ খেলেননি রাহুল। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে নামবেন তারকা ক্রিকেটার। লখনউ সুপার জায়ান্টস থেকে দিল্লিতে যোগ দিয়েছেন। রাহুলের পঞ্চম আইপিএল ফ্র্যাঞ্চাইজি। চলতি সপ্তাহের শেষদিকে দিল্লিতে যোগ দেবেন। জানা যাচ্ছে, মিডল অর্ডারেই ব্যাট করবেন। হ্যারি ব্রুক নাম তুলে নেওয়ায় মিডল অর্ডারে ব্যাটারের সংখ্যা কম। যার ফলে দলের স্বার্থে এবার মিডল অর্ডারে ব্যাট করতে হতে পারে রাহুলকে। যা আইপিএলে তিনি সচরাচর করেননি। ওপেনিংয়ে ফাফ ডু'প্লেসির সঙ্গে দেখা যেতে পারে জেক ফ্রেজার ম্যাকগুর্ককে। মিডল অর্ডার সামলানোর দায়িত্ব পড়বে অভিষেক পোড়েল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল এবং ট্রিস্টিয়ান স্টাবসের ওপর। ২৪ মার্চ বিশাখাপত্তনামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে দিল্লি। টি-২০ তে সচরাচর ওপেন করলেও, দলের স্বার্থে আবার আত্মত্যাগ করবেন কেএল রাহুল। নতুন পজিশনে মানিয়ে নেওয়ার জন্য তৈরি তারকা ক্রিকেটার।
নানান খবর

নানান খবর

নিরাপত্তা ব্যবস্থার অভাবে পিছিয়ে যেতে পারে কেকেআর-লখনউ ম্যাচ

পন্টিংয়ের সঙ্গে জুটি বাঁধতে পেরে খুশি, পাঞ্জাবে কত নম্বরে ব্যাট করতে চান শ্রেয়স?

আইপিএল অভিষেক অনিশ্চিত ১৩ বছরের বৈভবের, তাঁকে নিয়ে কী ভাবছেন দ্রাবিড়রা?

আবার আত্মত্যাগ, আইপিএলে নতুন দলের হয়ে কত নম্বরে নামবেন রাহুল?

কেন আবার আরসিবির নেতৃত্ব নিতে রাজি হননি কোহলি? খোলসা করলেন ডি'ভিলিয়ার্স