বুধবার ১৯ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | পন্টিংয়ের সঙ্গে জুটি বাঁধতে পেরে খুশি, পাঞ্জাবে কত নম্বরে ব্যাট করতে চান শ্রেয়স?

Sampurna Chakraborty | ১৮ মার্চ ২০২৫ ২৩ : ৩৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পেছনে উল্লেখযোগ্য অবদান রয়েছে শ্রেয়স আইয়ারের।‌ চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত শর্মা জানান, নীরব নায়কের ভূমিকা পালন করেন মিডল অর্ডারের ব্যাটার। গোটা টুর্নামেন্টে চার নম্বরে ব্যাট করেন শ্রেয়স।‌ তবে এটা তাঁর পছন্দের জায়গা নয়। আইপিএলে তিন নম্বরে নেমে প্রভাব ফেলতে চান। ভারতের টি-২০ দলে জায়গা হয় না তাঁর। এবার পাঞ্জাব কিংসের মঞ্চ কাজে লাগিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে আন্তর্জাতিক প্রত্যাবর্তন চান কেকেআরের আইপিএল জয়ী অধিনায়ক। আগের মরশুমে মিডল অর্ডারে ব্যাট করেন তিনি। এবার পাঞ্জাবকে নেতৃত্ব দিতে দেখা যাবে শ্রেয়সকে‌। আইপিএলের অন্তর্ভুক্তি থেকেই তেমন সাফল্য পায়নি প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।‌ যার ফলে চাপমুক্ত ভাবেই নামবেন ভারতীয় তারকা। তবে লক্ষ্য থাকবে ট্রফি জয়ে। 

শ্রেয়স বলেন, 'আমরা জানি আইপিএল ভারতীয় ক্রিকেটের অন্যতম অঙ্গ। আমি টি-২০ তে তিন নম্বরে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি সেদিকেই ফোকাস করছি। আমি একবারও বলছি না যে আমার ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা চলছে। এবার নিজের ব্যাটিং পজিশন নিয়ে আমি নিশ্চিত। আমি সেখানেই ফোকাস করছি। যতক্ষণ কোচ আমাকে সেই অনুমতি দিচ্ছে।' রিকি পন্টিংয়ের পাশে বসে প্রাক আইপিএল সাংবাদিক সম্মেলনে জানালেন শ্রেয়স। দিল্লি ক্যাপিটালসে একসঙ্গে কাজ করেছেন। আবার অজি তারকার সঙ্গে পুনর্মিলনে খুশি আইপিএল জয়ী অধিনায়ক। শ্রেয়স বলেন, 'আমি ওনার সঙ্গে একটা ফ্র্যাঞ্চাইজিতে প্রায় তিন বছর কাজ করেছি। মাঠে এবং মাঠের বাইরে প্রত্যেককে নিয়ে কী ভাবেন সেটা আমি জানি। সবাইকে সাপোর্ট করেন। অনেক জায়গায় সিনিয়র-জুনিয়র সংস্কৃতি আছে। কিন্তু আমি যখন ওনার সঙ্গে প্রথমবার কাজ করি, ওনার আচরণ দেখে নিজেকে বড় প্লেয়ার মনে হয়। মনে হয়, আমি অনায়াসে এই ফরম্যাটে এগিয়ে যেতে পারি। এখানেই আত্মবিশ্বাস বেড়ে যায়। ওনার সঙ্গে কাজ করতে ভাল লাগে। রেজাল্ট ভাল না হলেও, ওনার ভাবনায় পরিবর্তন হয় না। একইভাবে ভাবেন। আমার ওপরে কোনও চাপ নেই। সুযোগ কাজে লাগাতে চাই।' শ্রেয়সের ভূয়সী প্রশংসা করেন পন্টিংও। জানান, তাঁর সঙ্গে আবার কাজ করার জন্য মুখিয়ে ছিলেন।


Shreyas IyerPunjab KingsIPL 2025

নানান খবর

সোশ্যাল মিডিয়া