রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ১৯ মার্চ ২০২৫ ১৪ : ০১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলা সংলগ্ন ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় পাখিদের মধ্যে 'এভিয়ান ইনফ্লুয়েঞ্জা' (বার্ড ফ্লু) ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত হতেই বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে জেলা জুড়ে। রাজ্য প্রশাসনের নির্দেশে পাকুড় থেকে ১০ কিলোমিটারের মধ্যে থাকা মুর্শিদাবাদ জেলার সুতি-১, সুতি-২, সামশেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকের বেশ কয়েকটি জায়গায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। ইতিমধ্যে জেলাশাসক রাজর্ষি মিত্রের তরফ থেকে ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ জেলায় মুরগি পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন ব্লকের একাধিক পোল্ট্রি থেকে পাখিদের নমুনা সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত কোথাও বার্ড ফ্লু ধরা পড়েনি। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। প্রশাসন অনুরোধ করলেও পার্শ্ববর্তী রাজ্যে বার্ড ফ্লু-র খবর ছড়ানোর পর থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে দেশি এবং পোল্ট্রি মুরগির দাম অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে। ফরাক্কা ব্যারেজ প্রকল্প এলাকার মুরগি ব্যবসায়ী দীপঙ্কর মন্ডল বলেন, ''পাকুড় এলাকায় বার্ড ফ্লু-র খবর প্রকাশ্যে আসার পর থেকে গত কয়েকদিন ধরে গোটা মুরগির দাম বাজারে কমতে শুরু করেছে। ফারাক্কা বাজারে গত পরশু গোটা মুরগি ১০০ টাকা কেজি হিসেবে বিক্রি হয়েছে। বুধবার আরও দশ টাকা দাম কমেছে।''
ফরাক্কার বিএমওএইচ মশিউর রহমান বলেন, ''এই ব্লকের অন্তর্গত মহাদেবনগর এবং মামরেজপুর এলাকায় বহু বাড়ি এবং কিছু পোল্ট্রি ফার্ম থেকে অস্বাভাবিক সংখ্যায় মুরগি মৃত্যুর খবর আমরা পেয়েছি। ইতিমধ্যেই জেলায় বার্ড ফ্লু সংক্রান্ত একটি সতর্কতাও জারি করা হয়েছে।'' তিনি আরও বলেন, ''আমরা খবর পেয়েছি বহু জায়গায় মরা মুরগি কম দামে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষকে আমরা সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং কম দামে মরা মুরগি পেলে তা খেতে বারণ করছি।''
ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ বলেন, ''জেলাশাসকের নির্দেশ পাওয়ার পর ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। এর পাশাপাশি কোনও জায়গায় অস্বাভাবিক সংখ্যায় মুরগি মারা যাচ্ছে কি না তা চিহ্নিত করার জন্য প্রাণিসম্পদ দপ্তরের কর্মীরা নজরদারি শুরু করেছেন।'' তিনি জানিয়েছেন, ফারাক্কা ব্লকের অন্তর্গত খোশালপুর, বেওয়া এবং কেদারনাথ ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের তরফ থেকে 'নাকা পয়েন্ট' তৈরি করা হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে মুরগি নিয়ে কোনও গাড়ি এলে সেগুলিকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি 'প্রাণী মিত্র'দেরকে বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। পোল্ট্রি ফার্ম এবং যেখানে মুরগি পালন করা হয় সেখানে রাসায়নিক স্প্রে করা হচ্ছে। সাধারণ মানুষকে মরা মুরগির সংস্পর্শে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।
সামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ বলেন, ''পাকুড়ের সঙ্গে সংযোগকারী প্রত্যেকটি রাস্তার মোড়ে রাসায়নিক স্প্রে করার জন্য গেট তৈরি করা হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য থেকে যে সমস্ত গাড়ি আসছে সেগুলি এবং তার চাকা রাসায়নিক দিয়ে স্প্রে করে জেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।'' তিনি জানান, এই ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতে বার্ড-ফ্লু নিয়ে প্রচার চালানো হয়েছে। কোথাও অস্বাভাবিক সংখ্যায় পাখি মৃত্যুর ঘটনা ঘটলে আমাদের জানাতে বলা হয়েছে।
সুতি-২ ব্লকের ভিডিও হুমায়ুন চৌধুরী জানিয়েছেন, তাঁর ব্লকের অন্তর্গত উমরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে।
নানান খবর
নানান খবর

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?