রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মত্ত যুবকদের তাণ্ডব, অশান্তি থামাতে গিয়ে দাসপুরে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ১৪

Pallabi Ghosh | ১৯ মার্চ ২০২৫ ১১ : ৪০Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম মেদিনীপুরে ফের আক্রান্ত পুলিশ। এবার মত্ত যুবকদের গন্ডগোল থামাতে গিয়ে মাথা ফাটল এক পুলিশ কর্মীর। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দাসপুর থানার অন্তর্গত সাগরপুর গ্রামে পুজো চলছিল। সেই সময় মত্ত যুবকদের মধ্যে তুমুল গন্ডগোল বাঁধে। এলাকায় ব্যাপক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে ওই গ্রামে উপস্থিত হয় ঘাটাল থানার পুলিশ। আর ঠিক সেই সময় গ্রামের এক যুবক গন্ডগোলের মধ্যে ধাক্কাধাক্কিতে মন্দিরে পড়ে আহত হন। গ্রামবাসীদের অধিকাংশের অভিযোগ পুলিশ এসে সেই ওই যুবককে মারধর করেছে। তড়িঘড়ি তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও পুলিশের দাবি, মত্ত যুবকদের মারামারিতেই আহত হয়েছেন ওই যুবক। তারপরেই রণক্ষেত্রর চেহারা নেয় পুরো এলাকা। 

পুজো দেখতে আসা দর্শনার্থীদের থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষের সঙ্গে দফায় দফায় পুলিশের সঙ্গে গন্ডগোল বাঁধে। এরপর বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছে রাতভর তল্লাশি চালায়। তখনই উত্তেজিত জনতা এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের একাধিক গাড়ি। 

পরিস্থিতি সামাল দিতে রাতে ফের বিশাল র‍্যাফ মোতায়েন করা হয় এলাকায়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাটাল এসডিপিও, সিআই, ওসি দাসপুর সহ একাধিক পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতেই এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি আহত পুলিশ কর্মীকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।


Pashchim MedinipurClash

নানান খবর

নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া