বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ মার্চ ২০২৫ ০৯ : ৪৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের ১৭ বছর কেটে গিয়েছে। সেই দল থেকে শুধুমাত্র বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং মণীশ পাণ্ডে এখনও আইপিএল খেলছে। তবে এবার আরও একজন সতীর্থের সঙ্গে পুনর্মিলন হতে চলেছে তিন তারকা ক্রিকেটারের। তিনি তন্ময় শ্রীবাস্তব। বিসিসিআইয়ের আম্পায়ার হিসেবে অভিষেক হতে চলেছে কোহলির সতীর্থের। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে সর্বোচ্চ রান ছিল তন্ময় শ্রীবাস্তবের। যার ফলে কিংস ইলেভেন পাঞ্জাবে সুযোগ পান। কিন্তু বেশিদূর যেতে পারেননি। দুই বছরের মধ্যে আম্পায়ারিংয়ের লেভেল টু কোর্স অতিক্রম করেন। ৩৫ বছর বয়সে নয়া নজির গড়তে চলেছেন। প্রথম প্লেয়ার হিসেবে আইপিএল খেলার পাশাপাশি আম্পায়ারিং করার রেকর্ড গড়বেন তন্ময়। তবে এই মরশুমে তাঁকে অন ফিল্ড আম্পায়ারিং দেওয়া হয়নি।
কোহলিদের ব্যাচের অধিকাংশ প্লেয়ারই অবসর নিয়েছে। উচ্চ পর্যায়ের ক্রিকেটে সেইভাবে আর কেউই নেই। ২০২০ সালে ৩০ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নেন কোহলির এককালীন সতীর্থ। তখন উত্তরাখণ্ডের অধিনায়ক ছিলেন তিনি। তন্ময় বলেন, 'আমি বুঝে গিয়েছিলাম প্লেয়ার হিসেবে এর থেকে বেশি কিছু করতে পারব না। আইপিএল খেলার ধারেকাছে ছিলাম না। প্লেয়ার হিসেবে জীবন আরও দীর্ঘায়িত করব, না দ্বিতীয় ইনিংসে ফোকাস করব। এই সিদ্ধান্ত নিতে হত। আমার সঙ্গে এখনও বিরাটের যোগাযোগ আছে। তবে আমাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতেই হত।' কিন্তু কীভাবে আম্পায়ার হওয়ার সিদ্ধান্ত নিলেন? এই বিষয়ে তিনি সাহায্য পান বোর্ডের বর্তমান সহ সভাপতি রাজীব শুক্লার। তন্ময় বলেন, 'আমি শুক্লা স্যারকে জানাই, ক্রিকেট খেলার বাইরে অন্য কিছু করতে চাই। আমার বয়স তখন মাত্র ৩০। তাই প্রথমে উনি একটু অবাকই হন। তারপর আমরা বিকল্প নিয়ে আলোচনা করি। এনসিএ লেভেল টু কোচিং কোর্স করি। তবে জানতাম ফিল্ডিং কোচের বেশি কিছু হতে পারব না। তাই আম্পায়ারিংয়ে ফোকাস করি।' ২০২০ সালে আম্পায়ারিং পরীক্ষার জন্য পড়াশোনা করার পাশাপাশি চাকরিও করেন। আরসিবির ট্যালেন্ট স্কাউট ছিলেন। এনসিএর অনূর্ধ্ব-১৬ দলের এবং জম্মু কাশ্মীর দলের ফিল্ডিং কোচ হন। আম্পায়ার হওয়ার কৃতিত্ব বিসিসিআইয়ের আম্পায়ারিং প্রোগ্রামকে দিলেন তন্ময়। জানান, একজন যে পর্যায় ক্রিকেট খেলুক না কেন, প্লেয়ারদের জন্য একটা ছাড় রয়েছে। এটাই তাঁকে সাহায্য করেছে।
নানান খবর

নানান খবর

করোনা অতিমারীর সময়ে নিষিদ্ধ হয়েছিল, আইপিএলে চালু হতে পারে এই নিয়ম

সমস্যা পিছু ছাড়ছে না আর্জেন্টিনার, এবার অনিশ্চিত এই তারকাও

নিজের ব্যাটিং পজিশন নিয়ে খুল্লমখুল্লা সুনীল নারিন, কত নম্বরে ব্যাট করবেন এবার?

সুনীল এলেন, দেখলেন এবং গোল করলেন, প্রত্যাবর্তনের ম্যাচে জয়ের পাসওয়ার্ড খুঁজে দিলেন মানোলোকে

দুয়ারে কড়া নাড়ছে আইপিএল, বুমরাকে ছাড়াই কি মেগা টুর্নামেন্ট?

একাধিক চোট, আইপিএলের আগে ঘোর সমস্যায় সঞ্জীব গোয়েঙ্কার দল

কথা কম কাজ বেশি, আইপিএল শুরুর মুখেই হুঙ্কার এই ক্রিকেটারের গলায়

‘আমাদের হার দেখলে খুশি হয় দেশবাসী’, বিস্ফোরক পাক পেসার

সেদিনের বল বয় থেকে আজ পাঞ্জাবের অধিনায়ক, পুরনো স্মৃতি শ্রেয়সের গলায়

পর্দায় 'অ্যানিমাল' ধোনি, সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে আগুন

ভারতীয় মহিলার সঙ্গে বাগদান সারলেন পাকিস্তানি ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় শোরগোল

পতিদারের পাশে কোহলি, আইপিএলের প্রাক্কালে করলেন বড় ভবিষ্যদ্বাণী

'অক্ষর বড় ভাইয়ের মতো, দিল্লি এবার ট্রফি জিতবে', দাবি বাংলার ক্রিকেটারের

বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআরের প্র্যাকটিস ম্যাচ, শুরু হল না দ্বিতীয় ইনিংস

বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআরের প্র্যাকটিস ম্যাচ, শুরু হল না দ্বিতীয় ইনিংস