রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | কোহলির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সতীর্থ এবার আইপিএলে আম্পায়ারের ভূমিকায়

Sampurna Chakraborty | ১৯ মার্চ ২০২৫ ০৯ : ৪৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের ১৭ বছর কেটে গিয়েছে। সেই দল থেকে শুধুমাত্র বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং মণীশ পাণ্ডে এখনও আইপিএল খেলছে। তবে এবার আরও একজন সতীর্থের সঙ্গে পুনর্মিলন হতে চলেছে তিন তারকা ক্রিকেটারের। তিনি তন্ময় শ্রীবাস্তব। বিসিসিআইয়ের আম্পায়ার হিসেবে অভিষেক হতে চলেছে কোহলির সতীর্থের। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে সর্বোচ্চ রান ছিল তন্ময় শ্রীবাস্তবের। যার ফলে কিংস ইলেভেন পাঞ্জাবে সুযোগ পান। কিন্তু বেশিদূর যেতে পারেননি। দুই বছরের মধ্যে আম্পায়ারিংয়ের লেভেল টু কোর্স অতিক্রম করেন। ৩৫ বছর বয়সে নয়া নজির গড়তে চলেছেন। প্রথম প্লেয়ার হিসেবে আইপিএল খেলার পাশাপাশি আম্পায়ারিং করার রেকর্ড গড়বেন তন্ময়। তবে এই মরশুমে তাঁকে অন ফিল্ড আম্পায়ারিং দেওয়া হয়নি। 

কোহলিদের ব্যাচের অধিকাংশ প্লেয়ারই অবসর নিয়েছে। উচ্চ পর্যায়ের ক্রিকেটে সেইভাবে আর কেউই নেই। ২০২০ সালে ৩০ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নেন কোহলির এককালীন সতীর্থ। তখন উত্তরাখণ্ডের অধিনায়ক ছিলেন তিনি। তন্ময় বলেন, 'আমি বুঝে গিয়েছিলাম প্লেয়ার হিসেবে এর থেকে বেশি কিছু করতে পারব না। আইপিএল খেলার ধারেকাছে ছিলাম না। প্লেয়ার হিসেবে জীবন আরও দীর্ঘায়িত করব, না দ্বিতীয় ইনিংসে ফোকাস করব। এই সিদ্ধান্ত নিতে হত। আমার সঙ্গে এখনও বিরাটের যোগাযোগ আছে। তবে আমাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতেই হত।' কিন্তু কীভাবে আম্পায়ার হওয়ার সিদ্ধান্ত নিলেন? এই বিষয়ে তিনি সাহায্য পান বোর্ডের বর্তমান সহ সভাপতি রাজীব শুক্লার। তন্ময় বলেন, 'আমি শুক্লা স্যারকে জানাই, ক্রিকেট খেলার বাইরে অন্য কিছু করতে চাই। আমার বয়স তখন মাত্র ৩০। তাই প্রথমে উনি একটু অবাকই হন। তারপর আমরা বিকল্প নিয়ে আলোচনা করি। এনসিএ লেভেল টু কোচিং কোর্স করি। তবে জানতাম ফিল্ডিং কোচের বেশি কিছু হতে পারব না। তাই আম্পায়ারিংয়ে ফোকাস করি।' ২০২০ সালে আম্পায়ারিং পরীক্ষার জন্য পড়াশোনা করার পাশাপাশি চাকরিও করেন। আরসিবির ট্যালেন্ট স্কাউট ছিলেন। এনসিএর অনূর্ধ্ব-১৬ দলের এবং জম্মু কাশ্মীর দলের ফিল্ডিং কোচ হন। আম্পায়ার হওয়ার কৃতিত্ব বিসিসিআইয়ের আম্পায়ারিং প্রোগ্রামকে দিলেন তন্ময়। জানান, একজন যে পর্যায় ক্রিকেট খেলুক না কেন, প্লেয়ারদের জন্য একটা ছাড় রয়েছে। এটাই তাঁকে সাহায্য করেছে।


Virat KohliTanmay SrivastavaIPLBCCI Umpire

নানান খবর

নানান খবর

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া