বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ১৯ মার্চ ২০২৫ ১৪ : ০১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলা সংলগ্ন ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় পাখিদের মধ্যে 'এভিয়ান ইনফ্লুয়েঞ্জা' (বার্ড ফ্লু) ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত হতেই বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে জেলা জুড়ে। রাজ্য প্রশাসনের নির্দেশে পাকুড় থেকে ১০ কিলোমিটারের মধ্যে থাকা মুর্শিদাবাদ জেলার সুতি-১, সুতি-২, সামশেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকের বেশ কয়েকটি জায়গায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। ইতিমধ্যে জেলাশাসক রাজর্ষি মিত্রের তরফ থেকে ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ জেলায় মুরগি পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন ব্লকের একাধিক পোল্ট্রি থেকে পাখিদের নমুনা সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত কোথাও বার্ড ফ্লু ধরা পড়েনি। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। প্রশাসন অনুরোধ করলেও পার্শ্ববর্তী রাজ্যে বার্ড ফ্লু-র খবর ছড়ানোর পর থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে দেশি এবং পোল্ট্রি মুরগির দাম অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে। ফরাক্কা ব্যারেজ প্রকল্প এলাকার মুরগি ব্যবসায়ী দীপঙ্কর মন্ডল বলেন, ''পাকুড় এলাকায় বার্ড ফ্লু-র খবর প্রকাশ্যে আসার পর থেকে গত কয়েকদিন ধরে গোটা মুরগির দাম বাজারে কমতে শুরু করেছে। ফারাক্কা বাজারে গত পরশু গোটা মুরগি ১০০ টাকা কেজি হিসেবে বিক্রি হয়েছে। বুধবার আরও দশ টাকা দাম কমেছে।''
ফরাক্কার বিএমওএইচ মশিউর রহমান বলেন, ''এই ব্লকের অন্তর্গত মহাদেবনগর এবং মামরেজপুর এলাকায় বহু বাড়ি এবং কিছু পোল্ট্রি ফার্ম থেকে অস্বাভাবিক সংখ্যায় মুরগি মৃত্যুর খবর আমরা পেয়েছি। ইতিমধ্যেই জেলায় বার্ড ফ্লু সংক্রান্ত একটি সতর্কতাও জারি করা হয়েছে।'' তিনি আরও বলেন, ''আমরা খবর পেয়েছি বহু জায়গায় মরা মুরগি কম দামে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষকে আমরা সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং কম দামে মরা মুরগি পেলে তা খেতে বারণ করছি।''
ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ বলেন, ''জেলাশাসকের নির্দেশ পাওয়ার পর ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। এর পাশাপাশি কোনও জায়গায় অস্বাভাবিক সংখ্যায় মুরগি মারা যাচ্ছে কি না তা চিহ্নিত করার জন্য প্রাণিসম্পদ দপ্তরের কর্মীরা নজরদারি শুরু করেছেন।'' তিনি জানিয়েছেন, ফারাক্কা ব্লকের অন্তর্গত খোশালপুর, বেওয়া এবং কেদারনাথ ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের তরফ থেকে 'নাকা পয়েন্ট' তৈরি করা হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে মুরগি নিয়ে কোনও গাড়ি এলে সেগুলিকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি 'প্রাণী মিত্র'দেরকে বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। পোল্ট্রি ফার্ম এবং যেখানে মুরগি পালন করা হয় সেখানে রাসায়নিক স্প্রে করা হচ্ছে। সাধারণ মানুষকে মরা মুরগির সংস্পর্শে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।
সামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ বলেন, ''পাকুড়ের সঙ্গে সংযোগকারী প্রত্যেকটি রাস্তার মোড়ে রাসায়নিক স্প্রে করার জন্য গেট তৈরি করা হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য থেকে যে সমস্ত গাড়ি আসছে সেগুলি এবং তার চাকা রাসায়নিক দিয়ে স্প্রে করে জেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।'' তিনি জানান, এই ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতে বার্ড-ফ্লু নিয়ে প্রচার চালানো হয়েছে। কোথাও অস্বাভাবিক সংখ্যায় পাখি মৃত্যুর ঘটনা ঘটলে আমাদের জানাতে বলা হয়েছে।
সুতি-২ ব্লকের ভিডিও হুমায়ুন চৌধুরী জানিয়েছেন, তাঁর ব্লকের অন্তর্গত উমরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে।
নানান খবর

নানান খবর

প্রথম মহিলা যাকে সাজা দেওয়া হল, জেলে থাকতে হবে পাঁচ বছর

পুলিশ পরিচয়ে বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর, মৃত গর্ভস্থ সন্তান, ধর্মঘটে বর্ধমান বার অ্যাসোসিয়েশন

অজানা ফলের আতঙ্ক মাথাভাঙ্গা শহরে, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

রাজ্যে আয়ুষ্মান ভারত হেল্থ কার্ডের নামে তোলা হচ্ছে টাকা, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশকে খবর বাসিন্দাদের

বন্যপ্রাণীদের মধ্যেও বাড়ছে পুংলিঙ্গের আধিপত্য, গন্ডার সমাজে পুরুষের তুলনায় কমছে স্ত্রী প্রজাতিরা

মাটির টানে ১৩ হাজার কিমি পাড়ি, মিনেসোটা থেকে খড়দহে হাজির টেম্পরি, কী খুঁজছেন?

কোথাও শিলাবৃষ্টি, কোথাও তুমুল ঝড়, টানা তিনদিন জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা, জারি কমলা সতর্কতা

রাত তিনটেয় বারাসত আদালতের বিচারকক্ষে কারা? শুনলে চমকে উঠবেন আপনিও

লাইসেন্সবিহীন পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, মেমারি থেকে গ্রেপ্তার বিজেপি নেতা

ফুরফুরাবাসীর চাহিদা হল পূরণ, মমতার ঘোষণায় হবে হাসপাতাল, কলেজ

পুজোয় মাইক বাজানো নিয়ে বিবাদ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

'একলাখ না পারলে পঞ্চাশ হাজার দিন', একমাসের শিশুকে বিক্রি করতে দরজায় দরজায় ঘুরল দম্পতি, পরিণতি যা হল

মেয়েকে বাড়িতে রেখে কাজে যেতেন বাবা-মা, তিন বৃদ্ধের দিনের পর দিন ধর্ষণ, অন্তঃসত্ত্বা নাবালিকা

‘বাংলার মাটি সম্প্রীতির মাটি’, এক দশক পর ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী