সোমবার ১৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ১৭ মার্চ ২০২৫ ১৯ : ২৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভূ-রাজনীতির 'খেলা' ঘুরছে? চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রের পডকাস্টার এবং কম্পিউটার বিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের সঙ্গে পডকাস্ট সাক্ষাৎকারে চীন-ভারত সম্পর্ক নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পরিপ্রেক্ষিতেই প্রতিক্রিয়া দিয়েছে বেজিং। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সেদেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, "ড্রাগন-হাতি একসঙ্গে নাচবে এমন সহযোগিতা অর্জন করাই দুই প্রতিবেশী দেশের জন্য সঠিক পথ।"
ফ্রিডম্যান পডকাস্টে প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক মন্তব্য নিয়ে এক প্রশ্নের উত্তরে মাও নিং বলেন, "চীন ভারতের সঙ্গে তাদের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে, কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে এবং স্তরে আলোচনা ও সহযোগিতা বাড়াতে এবং চীন-ভারত সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নতিতে কাজ করতে ইচ্ছুক।" গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মাও বলেন যে, চীন-ভারত যোগাযোগের ২০০০ বছরের ইতিহাসে বন্ধুত্বপূর্ণ আলোচনা ও পারস্পরিক শিক্ষা প্রধান বিষয় ছিল, যা বিশ্ব সভ্যতা ও মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
গত বছর অক্টোবর মাসে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। রবিবার এআই গবেষক ফ্রিডম্যানের সঙ্গে পডকাস্টে প্রধানমন্ত্রী মোদি চিন-এর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আশা প্রকাশ করেছেন এবং একে অপরের থেকে শেখা ও বোঝার ওপর জোর দেন। সীমান্ত বিরোধ থাকা সত্ত্বেও, প্রধানমন্ত্রী মোদি দুই দেশের প্রাচীন সংস্কৃতি ও সভ্যতার বন্ধনের কথা স্বীকার করেন এবং জানান যে, এই দুই দেশের মধ্যে তেমন কোনও সংঘাতের ইতিহাস নেই। প্রধানমন্ত্রী মোদী দুই দেশের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পক্ষে মত দেন এবং বলেন যে প্রতিযোগিতা যেন কখনও সংঘাতে পরিণত না হয়।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি সীমান্তে স্বাভাবিক অবস্থা ফিরে আসার কথা স্বীকার করেন। মোদি বলেন, "এটা সত্যি যে আমাদের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলছে। ২০২০ সালে সীমান্তে হওয়া ঘটনাগুলো আমাদের দুই দেশের মধ্যে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করেছিল। তবে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার সাম্প্রতিক বৈঠকের পর, আমরা সীমান্তে স্বাভাবিক অবস্থা ফেরানোর চেষ্টা করছি। ধীরে ধীরে বিশ্বাস, উৎসাহ এবং শক্তি ফিরে আসবে। তবে, অবশ্যই কিছুটা সময় লাগবে, কারণ পাঁচ বছরের ব্যবধান হয়ে গেছে।"
প্রধানমন্ত্রী বলেন, "ভবিষ্যতেও আমাদের সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকা উচিত। এর উন্নতি হওয়া উচিত। অবশ্যই, মতভেদ থাকা স্বাভাবিক। যখন দু'টি প্রতিবেশী দেশ থাকে, তখন মাঝে মধ্যে মতের অমিল হতেই পারে। এমনকি একটি পরিবারের মধ্যেও সবকিছু সবসময় নিখুঁত হয় না। তবে আমাদের লক্ষ্য হল এই পার্থক্যগুলো যেন বিবাদে পরিণত না হয়।"
নানান খবর

নানান খবর

'দু'বার জুতোপেটা করা হোক', তরুণীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে শাস্তির নিদান উত্তরপ্রদেশের পঞ্চায়েতের, বিতর্ক

উপজাতি নেতার উপর অপরিচিতদের হামলা, ফের অশান্ত মণিপুর, চূড়াচাঁদপুরে জারি ১৬৩ ধারা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকা: আরও ছয়টি কেন্দ্র যুক্ত করল ভারত, কোনগুলি?

টুথপেস্ট ভেবে ইঁদুর মারার বিষ দিয়ে দাঁত ব্রাশ, চরম পরিণতি তিন বছরের শিশুকন্যার

মহা-কৌশলী চন্দ্রবাবু নাইডু, হিন্দি ভাষা আরোপ বিতর্কে শ্যাম বাঁচিয়ে কূল রক্ষার মরিয়া চেষ্টা অন্ধ্রের মুখ্যমন্ত্রীর

বিহারে পুলিশের উপর ধারাবাহিক হামলা, সাত পুলিশকর্মী আহত

এ কেমন নিয়ম শুরু হল বেঙ্গালুরুতে, রেগে লাল এক বাসিন্দা

এক ঝাঁক কুমিরকে বশ মানিয়ে চমকে দিলেন এক ব্যক্তি, নেটিজেনদের চোখ ছানাবড়া

বন্ধু ও নেতা হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কাছে কেন এতটা প্রিয়? অকপটে জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি

সোনা-রূপোয় উপচে পড়ছে কোন মাতার মন্দির, ভক্তের ঢলে তৈরি হচ্ছে নতুন রেকর্ড

ব্যাগের মধ্যে মহিলার খুলি, গয়নার বাক্স! দেখেই চোখ ছানাবড়া পুলিশের, কীভাবে ধরল খুনিকে?

সাক্ষাৎকার নেওয়ার সময় প্রেমালাপ শুরু করেন এইচআর, হাতে নাতে ধরে ফেললেন স্ত্রী

কর্ণাটক সরকারের মুসলিম কন্ট্রাক্টরদের জন্য ৪% টেন্ডার সংরক্ষণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

দুই সন্তানের হত্যাকারী বাবা! অন্ধ্রপ্রদেশে হাড়হিম করা ঘটনা

কর্তব্যরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা, হোলির দিন মর্মান্তিক পরিণতি পুলিশ আধিকারিকের