শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | হোটেলের ঘরে থরে থরে সাজানো টাকার বান্ডিল, গ্রেপ্তার ১

Kaushik Roy | ১৭ মার্চ ২০২৫ ১৫ : ৪০Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: প্রায় তিন কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধারের সূত্র ধরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে নগদ  প্রায় ৩৮ লক্ষ ১৫ হাজার টাকা। রবিবার বিকেল নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের  রঘুনাথগঞ্জ থানার পুলির তালাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে কুরবান শেখ নামে রঘুনাথগঞ্জের খড়কাটি এলাকার বাসিন্দা পেশায় ই- রিক্সা চালক এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি ২০০ গ্রাম হেরোইন।
 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান ,'ধৃত হেরোইন পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই চক্রের সঙ্গে জড়িত আরও এক ব্যক্তির খোঁজ পেয়েছি। রবিবার রাতে রঘুনাথগঞ্জ শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৩৮ লক্ষ ১৫ হাজার ৪০০ টাকা।' পুলিশ সূত্রের খবর, ধৃত কুরবান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে  অন্য এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন পেয়েছিল। তাকে ওই হেরোইন রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুরের কাছে একটি হোটেলে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছিল। 

 

রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক বলেন, কুরবান হেরোইন নিয়ে ধরা পড়ে যাওয়ার পর আমাদেরকে জানায় ওমরপুর মোড়ের কাছে একটি হোটেলে জনৈক নাজির হোসেন নামে লালগোলার এক বাসিন্দার কাছে  ওই মাদক পৌঁছানোর কথা ছিল তার। এরপরই রঘুনাথগঞ্জ থানার একটি দল ওই হোটেলে পৌঁছে যায়। সেখান থেকেই নাজিরকে গ্রেপ্তার করে পুলিশ।হোটেলের ঘর থেকে উদ্ধার হয় থরে থরে সাজিয়ে রাখা নগদ টাকা। পুলিশ সূত্রের খবর ,নিজের বৈধ পরিচয়পত্র ব্যবহার করে নাজির ওই হোটেল ঘরটি 'বুক' করেছিল। 

 

জেলা পুলিশের এক আধিকারিক জানান , লালগোলার বাসিন্দা নাজির হোসেন হেরোইন পাচার চক্রের এক বড় মাথা। সে ভিন রাজ্য এবং জেলা থেকে বিভিন্ন লোকের মাধ্যমে হেরোইন আমদানি করে মুর্শিদাবাদ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে বলে পুলিশ জানতে পেরেছে। হেরোইন পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত দুই ব্যক্তির পুলিশ হেফাজতের আবেদন করে সোমবার তাদের আদালতে পেশ করা হয়েছে।


Murshidabad NewsLocal NewsWest Bengal News

নানান খবর

নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?‌

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া