সোমবার ১৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মার্চ ২০২৫ ১৮ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘কৃষ ৪’ ছবির ঘোষণা হয়েছিল বছর ১২ আগেই। তবে এরপর নানান কারণে আটকে গিয়েছে ছবির কাজ। এর মাঝে গঙ্গা থেকে পদ্মায় গড়িয়েছে অনেকটাই জল। গত বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছিল কৃষ সিরিজের এই চার নম্বর ছবির পরিচালকের আসনে আর দেখা যাবে না পরিচালক রাকেশ রোশন-কে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই কথা স্বীকার করে নিলেন খোদ রাকেশ।
কেন নিজের হাতে তৈরি এই জনপ্রিয় ছবির সিরিজের পরিচালকের আসনে আর বসবেন না রাকেশ? বর্ষীয়ান পরিচালক-প্রযোজকের জবাব, “এই দিনটাই আসতই, যেদিন অন্য পরিচালকের হাতে এই সিরিজের নির্দেশনার দায়িত্বের ব্যাটনটা তুলে দিতে হত। তাই এখনও যখন আমার মাথা ঠিকঠাক কাজ করছে, সময় থাকতে থাকতে সেটা করলাম। কারণ নয়া পরিচালক এই ছবি নিয়ে কী করছেন না করছেন সেটুকু অন্তত দেখে বুঝতে পারব। কোথাও কিছু নির্দেশ দেওয়ার থাকলে দিতে পারব। আর যখন আমার মগজ আগের মতো সচল থাকবে না, তখন তো অন্য পরিচালক নির্দেশনা দেবেন-ই। সেই সময়ে আমি তো আর দেখতে পারব না কী হচ্ছে, সেটা তো আরও সমস্যার। তাই সময় থাকতে থাকতেই এই সিদ্ধান্ত নিলাম।”
এই সিদ্ধান্তে নিতে নিশ্চয়ই খুব মনখারাপ হয়েছে বর্ষীয়ান পরিচালকের? সহাস্যে রাকেশের জবাব, “একেবারেই না। কে গ্যারান্টি দিতে পারবেন যে আমি পরিচালনা করলেই এই ছবি সুপারহিট হবে? বরং নয়া প্রজন্মের অন্য কোনও পরিচালক এই ছবি নির্দেশনা দিলেও তো হলেও হতে পারে!”
প্রসঙ্গত, ‘কৃষ ৪’ ছবি নিয়ে কাটছেই না জট। বলিউডে যেসব ছবির সিক্যুয়েল দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক, সেই তালিকায় অন্যতম হৃতিক রোশনের ‘কৃষ’ সিরিজের এই চার নম্বর ছবি। কথা ছিল,রাকেশ ও হৃতিক রোশনের প্রযোজনায় ‘কৃষ ৪’ পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। ‘ওয়ার’ ও ‘পাঠান’ খ্যাত এই পরিচালকের এই ছবিতে সহ-প্রযোজকের দায়িত্ব পালনেরও কথা ছিল। কিন্তু ছবির বাজেট ৭০০ কোটি ছুঁয়ে ফেলছে দেখে সেই ঝুঁকি নিতে নাকি নারাজ সিদ্ধার্থ আনন্দ, সূত্রের খবর। সেই সূত্র আরও জানিয়েছে, একপ্রস্থ লম্বা বৈঠকের পর নিজেকে এই ছবির থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন সিদ্ধার্থ। অর্থাৎ পরিচালনা কিংবা সহ-প্রযোজনা কোনওটাই তিনি আর এই ছবির জন্য করবেন না।
নানান খবর

নানান খবর

Breaking: ‘গানওলা’র গল্প এবার বড়পর্দায়: কবীর সুমনের বায়োপিক পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়?

বৈষ্ণোদেবী মন্দিরের কাছে দেদার মদ্যপান! ভয়ঙ্কর অভিযোগে আইনি জটে জড়ালেন ওরি

ব্যাটের বদলে লাঠি হাতে ক্যামেরার সামনে সৌরভ গাঙ্গুলি! কাকে দেখে কুরুক্ষেত্র জুড়লেন শুটিং ফ্লোরে?

গোপনে ঋতাভরীর প্রেমে পড়লেন সৌম্য! সমাজের বাঁকা নজর এড়িয়ে কীভাবে পরিণতি পাবে দু'জনের ভালবাসা?

দেবচন্দ্রিমার হুমকিতে কিরণের ড্রোন-মাইক ফেরালেন সায়ন্ত, প্রাক্তনের থেকে আর কী দাবি করলেন অভিনেত্রী?

নাগার শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা! প্রাক্তন স্বামীকে নিয়ে বড় সিদ্ধান্ত অভিনেত্রীর

দোলে রং মাখানোর নামে অশ্লীল আচরণ! সহ-অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নায়িকার

শুটিং সেটে ভয় পেতে হবে! সৌরভ শুক্লকে নির্দেশ ছিল সলমনের সহকারীর, শুনেই কী করেছিলেন ‘টাইগার’?

'নায়ক' বদল 'গৃহপ্রবেশ'-এ! অন্যদিকে, 'ধ্রুব-জোনাকি'র সংসারে আসছে নতুন সদস্য! আর কী চমক থাকছে সপ্তাহভর?

হৃদরোগ নয়, তাহলে কী কারণে অসুস্থ এআর রহমান? এখন কেমন আছেন তিনি? জানালেন সুরকার-পুত্র

বড় ক্ষতি সায়ন্ত মোদকের! কিরণ, দেবচন্দ্রিমা-সহ তিন প্রাক্তন প্রেমিকার অভিযোগের পরেই মহাসংকটে অভিনেতা

শ্রীলেখার ঘর গোছাচ্ছেন মুনমুন সেন, দাঁড়িয়ে দেখছেন নায়িকা! সুচিত্রা কন্যার কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া

নাক নিয়ে কটাক্ষ উড়ে এল পাকিস্তান থেকে! পাল্টা জবাবে নিন্দুককে কী হুমকি দিলেন ইব্রাহিম?

সহ-অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় শুটিং ফ্লোরে রেখেই পালিয়েছিলেন সলমন! ফাঁস 'ভাইজান'-এর 'অমানবিক' কীর্তি

বক্স অফিসের ব্যর্থতায় অভিনয় ছাড়তে চেয়েছিলেন অভিষেক! কার কথায় হয়েছিল মত বদল?