রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | বিহারে হোলির উৎসবে পুলিশকে নাচতে বাধ্য করলেন তেজ প্রতাপ, তীব্র প্রতিক্রিয়া জানাল বিরোধীরা

SG | ১৫ মার্চ ২০২৫ ১৭ : ৫১Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: আরজেডি নেতা তেজ প্রতাপ সিং যাদব শুক্রবার দলীয় সমর্থকদের সঙ্গে হোলি উদযাপন করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তাকে নাচতে বাধ্য করেন। একটি ভিডিওতে দেখা যায়, তেজ প্রতাপ এক পুলিশ কর্মীকে লক্ষ্য করে বলেন, “আরে সিপাহী, একটা গান বাজাবো, তাতে তোমাকে নাচতে হবে। না নাচলে সাসপেন্ড করা হবে।”

সাবেক বিহার মন্ত্রী তেজ প্রতাপ আরও বলেন, “বুড়া না মানো, হোলি হ্যায়,” অর্থাৎ হোলির দিন মজা করার কথা বলে তিনি বিষয়টি হালকাভাবে উপস্থাপন করেন। বাধ্য হয়ে সেই পুলিশ কর্মী কিছুক্ষণ নাচেন, আর তেজ প্রতাপ ও তাঁর সমর্থকেরাও এতে যোগ দেন।

তেজ প্রতাপ ‘কুর্তা ফাড়’ হোলি উদযাপনেও অংশ নেন, যেখানে রঙ মাখানোর পর লোকজনের জামা ছিঁড়ে ফেলা হয়। ভিডিওতে দেখা যায়, তাঁর সমর্থকরা একজন ব্যক্তির প্যান্ট জোর করে ছিঁড়ে ফেলছে এবং তাঁকে মাটিতে ফেলে দিচ্ছে, যদিও সেই ব্যক্তি প্রতিরোধের চেষ্টা করছিলেন।

এই ঘটনার পর বিহারের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেডিইউ, বিজেপি এবং কংগ্রেস সবাই এই ঘটনা নিন্দা জানিয়েছে। জেডিইউ-এর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ কড়া ভাষায় এই কাজের সমালোচনা করেন এবং বলেন, “এই ধরনের আচরণের বিহারে কোনো স্থান নেই। তেজ প্রতাপ যাদবের মতো নেতারা বুঝতে পারছেন না যে বিহারের পরিস্থিতি এখন বদলে গেছে।”

বিজেপির তরফ থেকে জানানো হয়, এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে, আরজেডি-কে ক্ষমতা থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা কতটা বেশি।

এদিকে, হোলির অনুষ্ঠানে তেজ প্রতাপ বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারকেও তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, “নিতীশ কুমারকে কাকাও বলা যায় না, তাঁর মানসিকতা সবাই দেখেছে।”

তেজ প্রতাপ আরও ঘোষণা করেন, “আসল হোলি তখনই হবে, যখন আরজেডি ক্ষমতায় আসবে।” তিনি দলীয় কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।


RJD leader Tej PratapHoliBihar Police

নানান খবর

নানান খবর

মাঝহাইওয়েতে আজব কাণ্ড ঘটালেন মহিলা, রইল ভিডিও 

খুনে অভিযুক্ত চার বছর ধরে ফেরার, ৬০০ কিলোমিটার ধাওয়া করে ধরল পুলিশ!

বৃদ্ধকে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধর চিকিৎসকরে! শিউরে ওঠা ভিডিও মধ্যপ্রদেশের হাসপাতলের

হন্যে হয়ে খুঁজছেন স্বামী, এদিকে আত্মীয়রা দেখছেন নিখোঁজ স্ত্রী তাজমহলে প্রেমিকের হাত ধরে ঘুরছেন!

চরম নিষ্ঠুরতা, ষাঁড়কে ট্রাক্টরের সঙ্গে বেঁধে টানা-হেঁচড়া, ছটফটিয়ে মৃত্যু অবলার

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া