রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ১৪ মার্চ ২০২৫ ১৯ : ২৮Rajit Das
আজকাল ওয়েবজডেস্ক: পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ফিরোজাবাদের একটি অস্ত্র কারখানায় কর্মরত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। শুক্রবার উত্তরপ্রদেশের এটিএস প্রধান নীলাব্জা চৌধুরী জানিয়েছেন যে, ধৃত রবীন্দ্র কুমার এ দেশের সংবেদনশীল তথ্য পাচার করেছেন। তিনি, গঙ্গায়ণ মহাকাশ প্রকল্প এবং সেনার সামরিক সরবরাহ ড্রোনের পরীক্ষা-সহ গোপন তথ্য পাচার করেছিলেন। একই অপরাধেব রবীন্দ্র কুমারের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরপ্রদেশের এটিএস প্রধান নীলাব্জা চৌধুরী জানিয়েচেন, রবীন্দ্র কুমার ভারতের জাতীয় সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি পাচার করতেন 'নেহা' নামে একজনকে। গোয়েন্দাদের অনুমান, 'নেহা' আসলে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) এজেন্ট। আর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতানোর জন্য পাকিস্তান যে দীর্ঘদিন ধরে হানিট্র্যাপকে হাতিয়ার করেছে, সেটাই রবীন্দ্রের ক্ষেত্রের ব্যবহার করা হয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা।
উত্তরপ্রদেশের এটিএস-এর তরফে জানানো হয়েছে যে, ফেসবুকের মাধ্যমে রবীন্দ্রের সঙ্গে 'বন্ধুত্ব' পাতিয়েছিল ওই পাকিস্তানি এজেন্ট। আর তার ফাঁদে পা দিয়ে ভারতীয় সেনা, ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচার করছিল। এটিএসের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) নীলাব্জা চৌধুরী জানিয়েছেন, জেরার জন্য এটিএসের সদর দফতরে ডাকা হয়েছিল। বিস্তারিতভাবে জেরার পরে দেখা যায় যে, ধৃত ব্যক্তি নির্দিষ্ট সময় অন্তর তিনি পাকিস্তানি এজেন্টকে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন।
রবীন্দ্র কী কী সংবেদনশীল তথ্য পাচার করেছেন? সেটাও জানিয়েছেন উত্তরপ্রদেশের গোয়েন্দারা। উত্তরপ্রদেশ এটিএসের এডিজি জানিয়েছেন, রবীন্দ্র যে অর্ডন্যান্স ফ্যাক্টরির দৈনিক উৎপাদনের রিপোর্ট, কী কী জিনিসপত্র এসেছে, কী কী জিনিসপত্র আসবে, সেই সংক্রান্ত বিভিন্ন নথি ও তথ্য পাচার করতেন। এছাড়াও, ভারতের জাতীয় সুরক্ষার সংবেদনশীল তথ্য পাচার করতেন বলে অনুমান করছেন গোয়েন্দারা।
এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের এটিএসের গোয়েন্দারা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ ভারতের জাতীয় সুরক্ষার জন্য সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে হানিট্র্যাপের জাল তৈরি করা হয়। আর তাতেই যাতে তাদের কর্মচারীরা পা না দেন, সেজন্য ভারতের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিদেনপক্ষে কিছুটা নজরদারি চালানোর আর্জি জানিয়েছেন উত্তরপ্রদেশ এটিএসের এডিজি। গোয়েন্দাদের মতে, কর্মচারীদের কথা মাথায় রেখে ভারতের প্রতিরক্ষার জন্য সংবেদনশীল সংস্থাগুলির নিয়মিত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ করা উচিত। তৈরি করা উচিত নীতি। আর সেই কাজটা দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেই করা উচিত বলে মনে করছেন গোয়েন্দারা।
নানান খবর
নানান খবর

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব