সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Mixed Reactions in Shantiniketan as Basanta Utsav Restrictions Impact Locals and Tourists

লাইফস্টাইল | Exclusive: বন্ধ বসন্ত উৎসব, হাহাকার শান্তিনিকেতন জুড়ে! কী বলছেন স্থানীয় বাসিন্দারা?

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৪ মার্চ ২০২৫ ০৯ : ১২Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: ক্যালেন্ডারের হিসেব বলছে, ভরা বসন্ত এখন। চতুর্দিকে গাছের পাতা হলুদ হয়ে খসে পড়ছে টুপটাপ, তার উপরে আলগোছে পড়ে রয়েছেন আগুনরঙা শিমুল। দক্ষিণবঙ্গের আরও অনেক জায়গার মতোই শান্তিনিকেতনও এখন এমনটাই। বসন্তের মৃদু হাওয়ার মতো শান্ত, আবার কখনও আগুন রঙা পলাশের মতো তার রূপ। দোল, রঙের খেলা, পলাশফুল এসব বললেই এক লহমায় ভেসে আসে শান্তিনিকেতন। ২০২০ সালের পর থেকে নানা কারণে সেই উৎসবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। ২০২৩ এবং ২০২৪ সালেও শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্র-শিক্ষক ও আধিকারিকদের উপস্থিতিতে বসন্ত উৎসব পালন করা হয়েছে। এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতীর তরফে ১১ মার্চ নিজেদের মতো করে বসন্ত উৎসব পালন করবে। যেখানে শুধুমাত্র ছাত্র-শিক্ষক এবং কর্মীরা অংশ নিয়েছিলেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে এখন রতনপল্লি, সোনাঝুরির হাট, শ্যামবাটী, জামবুনি, চেনা অচেনা বহু জায়গাতেই বসন্ত উৎসব পালিত হয়। তবে, শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বনদপ্তরের নিষেধাজ্ঞা ছিল এই বছর সেখানে আয়োজিত করা যাবে না বসন্ত উৎসব। দোল পূর্ণিমার দিন সেখানে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রঙ খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।তবে  দোল উৎসবের ঠিক আগেই শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকা থেকে সরিয়ে নেওয়া হল সমস্ত নিষেধাজ্ঞার ব্যানার ও পোস্টার। বনদপ্তরের তরফে আগে জানানো হয়েছিল, সেখানে দোল উৎসব পালন বা ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে শেষ মুহূর্তে সব ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে। বনমন্ত্রী বিরবাহ হাঁসদার কথায়, " আমরা চাই, সবুজ সুরক্ষিত থাকুক। যাঁর, যেখানে রং খেলার ইচ্ছে, খেলতে পারেন।" গোটা ঘটনায় কী বলছেন স্থানীয়রা? কী-ই বা বক্তব্য সেখানকার হোটেল মালিক এবং ছোট ব্যবসায়ীদের? খোঁজ নিল আজকাল ডট ইন। 

 


‘শান্তিনিকেতন কুটির’ হোটেলের কর্ণধার জানালেন, ব্যবসায়িক দিক থেকে দেখলে পৌষমেলার থেকেও এই বসন্ত উৎসবের ব্যাপারে মুখিয়ে থাকতেন তাঁরা। প্রচুর পর্যটকের সমাগম হতো। হোটেলের কামরা ভাড়া খানিক বাড়লেও কেউ গায়ে মাখতেন না। পুরো শান্তিনিকেতন গমগম করত দু'তিনটে দিন। প্রতিটি হোটেলে যেসব মানুষ ফাইফরমাশ খাটেন, তাঁদেরও খানিক উপরি আয় হতো। সেসব বন্ধ পুরোপুরি। আর্থিক ক্ষতির পরিমাণ অনেকটাই। কথাশেষে তাঁর সংযোজন, "আর...আর...একসঙ্গে এত মানুষ কত ধরনের রং খেলছে এটা দেখাও তো একটা দারুণ অভিজ্ঞতা। আর এবারে তো সব বন্ধ। থাক, এ বিষয়ে আর ভাল লাগছে না কিছু বলতে...”

 


দই-রাবড়ি বিক্রি করেন বিশ্বম্ভর ঘোষ। গোয়ালপাড়ায় থাকেন। মূলত বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশেই তিনি নিজের পুরোনো সাইকেলটি চালিয়ে, কখনও হাঁটিয়ে হাঁক পেড়ে পেড়ে দই বিক্রি করেন। তাঁর কথায়, “আমাদের তো আর অন্য কিছু করার জো নেই। এতে করেই সংসার চালাই। উৎসবের সময় দু’টো টাকা ঘরে বেশি এলে ছোট ছোট ছেলেমেয়েগুলোর জন্য ভাল-মন্দ খাবার, বোলপুর বাজার থেকে দু'টো নতুন পোশাক নিয়ে যেতে পারতাম...সেসবের পাট তো চুকেছে। ভাবলে খারাপ লাগেই। তবে, একটা কথা, শেষ কয়েক বছরে প্রচুর লোকজন আসতেন। খুব, খুব ভিড় হতো। অনেকসময় সামলানো যেত না। শান্তিনিকেতনে একসঙ্গে এত হইচই-ও কিন্তু মানায় না।”

 

পূর্ব পল্লীতে জন্ম এবং সেখানেই থাকেন সৌরভ বসু। ৬৫ পেরোনো প্রৌঢ় বললেন, “শান্তিনিকেতন শান্তির জায়গা। এখানকার আনন্দ আর পাঁচটা জায়গার হুল্লোড়-আনন্দের তুলনায় একটু আলাদা। এই আনন্দ নির্জন উপলব্ধির। সেইটে অধিকাংশ পর্যটকেরা ভুলে যান-বিশেষ করে বসন্ত উৎসব, পৌষমেলার সময়। এত হাল্লা করতেন! কী-ই না করতেন! কবিগুরুর স্মৃতি বিজাড়িত এই জায়গার শান্তি, প্রকৃতির নির্জনতাও কিন্তু এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সেটাই ভুলে গিয়েছে মানুষ। খারাপ-ভাল-র তর্কে যাব না, তবে উশৃঙ্খলতা বরদাস্ত করা যায় না। তবে তার মানে এই নয়, সুষ্ঠুভাবেও বসন্ত উৎসব করা যাবে না।”

 


শ্যামবাটিতে ৩০ বছরের পুরোনো সাইকেল সারাইয়ের দোকান যোগেন কর্মকারের। সাইকেল সারানোর পাশাপাশি পর্যটকদের সাইকেল ভাড়া দেন তিনি। পাশাপাশি বিক্রি করেন কচি ডাব, চুপড়িতে করে নদীর টাটকা মাছ।  বসন্ত উৎসবের সময় পর্যটকের সমাগম হলে তাঁর ব্যবসা যে বেশ জমাট হতো, নিজেই জানালেন তিনি। যোগেনবাবুর কথায়, “এই সময়টায় পর্যটকদের থাকার প্রয়োজন হোটেল, গেস্ট হাউজ খুঁজে দিয়েছি অল্প দামে। একটা ভাল আয় তো হতই। এখন সেসব পুরো বন্ধ। কষ্টটা বেড়েছে আরও। এই বসন্ত উৎসবের দু'তিনদিন যা আয় হতো বেশ কয়েকদিন নিশ্চিন্ত থাকতাম। তবে এত মানুষ শেষ কয়েক বছরে এসে একটু বাড়াবাড়িও করতেন। সেটাও ঠিক নয়, খানিক দৃশ্যকটুও। তবে মতের উপর কোনও দারুণ সমস্যা কিন্তু হত না, আর কী বলব বলুন?”

 

 

হাটের ব্যবসায়ীরা অবশ্য বনদপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবু পাশাপাশি তাঁদের মন খানিক খারাপ। চন্দনা মন্ডল, জুলি বিবি-রা যেমন। সোনাঝুরির হাটে পাটের ব্যাগ, মেয়েদের পোশাক, ছেলেদের কুর্তা বিক্রি করেন তাঁরা। বসন্ত উৎসবের সময় পর্যটকেরা হুড়োহুড়ি করে কিনতেন সেই জিনিসপত্র। তাঁদের কথায়, “একটু বেশি দাম চড়ানো থাকলেও কেউ কিছু বলতেন না। বেশ একটা খুশি-খুশি ব্যাপার আর কি! বাড়ির বাচ্চাগুলোর জন্য ভাল কিছু কিনতে পারতাম। সবকিছু যদি আগের মতো ঠিকঠাক হয়ে যায়, এখানকার পরিবেশও ক্ষতিগ্রস্থ না করে, কারও অসুবিধে না করে...তবে তো ভাল-ই হয়।”  

 

প্রসঙ্গত, বোলপুর বনদপ্তরের তরফে জানানো হয়েছে, জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হয় গাছ। এছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বনদপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিকে, বিশ্বভারতীর বর্তমান প্রশাসনের মতে, ভিড় ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তবে, অনেক স্থানীয় মানুষ এবং পর্যটকরা এই উৎসবকে উন্মুক্ত করার দাবি জানাচ্ছেন। বসন্ত উৎসবের ঐতিহ্য বজায় থাকলেও সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকেই হতাশ ছিলেন। তবে পুলিশের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, শান্তিনিকেতনের সব জায়গায় নিয়ম মেনে দোল উৎসব পালন করা যাবে।দোল উৎসব উপলক্ষে ইতিমধ্যেই প্রায় ৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। সোনাঝুরি নিয়ে নিষেধাজ্ঞা সরানোর খবর পর্যটকদের স্বস্তি এনে দিয়েছে। আসার  দেখছেন ব্যবসায়ীরা ও স্থানীয় কুটির শিল্পীরাও।


ShantiniketanBasanta Utsav Sonajhuri

নানান খবর

নানান খবর

চোখে খুব ভাল দেখতে পান, বলুন তো নীচের ছবিটিতে কতগুলি কুকুর লুকিয়ে আছে

কয়েক দিনে কালো হয়ে যাচ্ছে অক্সিডাইজড গয়না? ৫ সহজ কৌশলে যত্ন নিলেই জেল্লা থাকবে দীর্ঘ দিন

সব্যসাচীর পোশাকে জন্মদিন উদযাপন ইলন মাস্কের মায়ের! কলকাতার শিল্পীর পোশাকে মজে মার্কিন মুলুকও

স্বাস্থ্যের কথা ভেবে ময়দা খাওয়া ছেড়েছেন? বদলে রোজের ডায়েটে রাখতে পারেন ৫ স্বাস্থ্যকর বিকল্প

যখন-তখন ড্রাই ফ্রুটস খাচ্ছেন? জানেন আসলে ঠিক কখন শুকনো ফল খেলে পাবেন সবচেয়ে বেশি উপকার

কমোডে বসেও ফোন ঘাঁটেন ? জানেন কী মারাত্মক বিপদ ডেকে আনছেন? কত ভয়ানক রোগ দেখা দিতে পারে?

বিছানা থেকে স্নান, সর্বত্র স্বামীর সামনেই ‘নতুন প্রেমিক’কে আদরে ভরান বধূ! তবুও কেন মুখ বুজে থাকেন স্বামী?

শুধু জল খেলেই হবে না, শরীরে জলের ঘাটতি রুখতে নিয়মিত খান এই পাঁচটি খাবার!

মহাকাশে প্রথম যৌন সঙ্গম কে করবেন? একে অপরকে টক্কর দেওয়ার নেশায় রকেটে চাপতে উদ্যত দুই মডেল

‘সঙ্গম কক্ষ’ চালু হল কারাগারে! এবার জেলের মধ্যেই শারীরিক মিলনের সুযোগ পাবেন বন্দিরা

ছোট থেকেই আত্মবিশ্বাসে ভরপুর হবে সন্তান, কীভাবে বাড়াবেন সন্তানের আত্মবিশ্বাস?

এই রবিতে আর মুরগি নয়, রাঁধুন গোলমরিচ দিয়ে দক্ষিণী ডিম ফ্রাই, ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

সঙ্গীর মধ্যে এখনও মানসিক পরিপক্বতা আসেনি, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

বয়স ১০৩! মন তবুও সবুজ, অর্ধনগ্ন যুবকের হাতে শ্যাম্পেন খেয়ে জন্মদিন উদযাপন করলেন বৃদ্ধা!

বিরল চতুর্গ্রহী যোগের উপর মহাদেবের আশীর্বাদ! পাঁচ রাশির ভাগ্যে আজ টাকাই টাকা! ধনবৃষ্টি হবে কাদের উপর?

সোশ্যাল মিডিয়া