সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ মার্চ ২০২৫ ০৯ : ১৫Rajat Bose
সুমনা আদক: হোলিকা দহন থেকে দোলযাত্রা। হিন্দু বৈষ্ণব উৎসব তালমিলিয়ে ঋতু বসন্তের আগমনকে আরও রাঙিয়ে দেয় সাতরঙে। ফাল্গুনী পূর্ণিমায় উৎসবের আসল আনন্দ প্রাপ্তি বলতে এটাই। রঙ খেলা থেকে আবিরে মেতে সর্ববর্ণ মিলনক্ষেত্র এই পূর্ণভূমি আর এই পূর্ণভূমিতে শ্রীচৈতন্যদেব থেকে শ্রীকৃষ্ণ মিলেমিশে একাকার।
যুগে যুগে সভ্যতার বদল থেকে বর্তমানে দোল উৎসবের প্রকৃতিরও বদল ঘটছে। তবুও প্রাণকেন্দ্রে রয়েছেন সেই রাধা–কৃষ্ণ। দোলের আগের দিন নাড়াপোড়া থেকে হোলিকা দহন, অবাঙালিদের কাছে হোলি নামে পরিচিত। বাঙালিরা দোল বলেই চেনে।
প্রাচীন আরিয়ান জাতির কাছ থেকে এই উৎসবের জন্ম।
আজকে দেশের চৌকাঠ ছুঁয়ে পৌঁছেছে বিদেশে। হোলি উৎযাপনের ইতিহাস ঘাঁটলে জানা যায়, গোটা পৃথিবীর সব দেশেই এই উৎসব পালন করা হয় সানন্দে। খ্রিস্টের জন্মেরও কয়েকশো বছর আগে থেকেই হোলি উদ্যাপিত হয়ে আসছে। কিন্তু পরবাসজীবনে এই উৎসবের নমুনার বর্ণনা সীমাহীন। লন্ডন থেকে ৭৪ কিলোমিটার দূরে উসী নদীর তীরে ছোট্ট শহর বেডফোর্ড শেয়ার। শহরের শীতের আমেজ থাকতে থাকতেই দোল উৎসবের কড়া নাড়া শুরু। গুটিকয়েক প্রবাসী ভারতীয় কোনও এক সময় শুরু করেছিলেন এই মহা উৎসবের। আজ তার বয়স ৫ বছর। লন্ডনে বহুদিন ধরে দোল উৎসবের ছবি চোখে পরে। কিন্তু স্যাকসন রাজা বেদার ছোট্ট বেডফোর্ড হোলির আনন্দকে আলাদা করে প্রতিবছর সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সুদূর ভারত থেকে কেমন দেখতে লাগে দোল বেডফোর্ড এর এই উৎসব? অনেকের কৌতূহল রয়েছে।
বেডফোর্ড শহরের পাশে থেকে তার কাছে পৌঁছানো কিছুটা সহজ ছিল, অবশেষে গন্তব্য সেখানে। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিডিও ভাইরালের সঙ্গে বেডফোর্ড হিন্দু টেম্পল এর দোল উৎসবের কয়েকটা ভিডিও বেশ প্রশংসা পেয়েছে। এবছর এখানকার আয়োজন বেশ ভাল। শুধু বাংলার মানুষ নয়, এককথায় এই হোলির দিনে ভারতের একটুকরো ছবি মন ভরিয়ে দেয় এখানকার সকল প্রবাসীদের। কর্মব্যস্ততার ফাঁকে দিনের পর দিন আশআনন্দের টুকরো নিয়ে জমে গিয়েছে এখানকার দোল উৎসব। আমাদের ভাললাগার একটা ছবি বলতে পারি। প্রতিবছরের মতন এবছরেও রঙ আবিরের ধুলোয় লুটিয়ে পরবে বিদেশীয়ানার সব সমীকরণ। আগের রাতের একসঙ্গে হোলিকা দহন থেকে শুরু করে ‘হোলি হে’ বলবে ‘উই আর প্রাউড টু বি এন ইন্ডিয়ান।’ সীমাহীন আনন্দ বসন্ত উৎসবের জোয়ারের স্রোত তুলে দেয় ‘বেডফোর্ড হিন্দু টেম্পলের’ দোরগোড়ায়। একসঙ্গে বাঙালির দোল–হোলি মিলেমিশে তখন একাকার। রঙ শুধু নয় বসন্ত উৎসবের ভাললাগার আনন্দে মেতে ওঠে এখানকার ভারতীয়রা। সব ধর্ম জাতি বর্ণ একত্রে সামিল এসব দেখে বিদেশিদের উৎসাহও প্রবল। উৎসবের শেষে খাওয়া দাওয়ার পর্বে পুরোপুরি দেশীয় খানাপিনা এমনকি সাজসজ্জায় নিপুনভাবে ফুটে ওঠে ভারতীয় বৈচিত্র। উৎসবের শেষে হাসি আনন্দ গান বাজনা নাচানাচি এই দিনটাকে ভরিয়ে রাখে পরের বছরের অপেক্ষায়।
ফেলে আশা বছরগুলোর মতন এবছরের হোলির আনন্দ আগের থেকে একটু আলাদা কারণ এবারের এই আনন্দের ভাগ নিতে বলিউডের সিঙ্গার সুনিধি চৌহান হাজির লন্ডনের বেডফোর্ড শেয়ার এর হিন্দু টেম্পলে। সবমিলিয়ে বলা চলে এবছর লন্ডনের এই ছোট্ট শহরের দোল উৎসব বেশ জমজমাট।
নানান খবর

নানান খবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা প্রেসিডেন্ট পুতিনের, কী কারণ জানাল ক্রেমলিন

আচমকা অন্ধকার নেমে এল ইউরোপের তিন দেশে, কেন এমন অবস্থা জানুন

জন্ম দিন কাটতেই নিজেই নিজের মৃত্যুর খবর পান এক ব্যক্তি

ভারত ক্ষেপলেই লন্ডভন্ড হবে পাকিস্তান! ভয়ঙ্কর পরিণতি আঁচ করেই ভাই শাহবাজকে কী পরামর্শ দিলেন দাদা নাওয়াজ?

ইরানের হরমোজগান প্রদেশের বন্দরে বিস্ফোরণে ৪০ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা

চুরি যাওয়া গাড়ি কিনতে লাখ লাখ ব্যয় করলেন এক ব্যক্তি, কাহিনী শুনলে চোখ কপালে উঠবে!

যুক্তরাষ্ট্রে শিশুদের মায়েদের হঠাৎ নির্বাসন, উঠছে মানবাধিকারের প্রশ্ন

বাড়ির বাগান থেকেই উদ্ধার জুরাসিক যুগের ফসিল, তারপর...

বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি ভিসা ছাড়াই ভ্রমণ করেছিলেন ৫০-টির বেশি দেশ, চিনে নিন তাঁকে

আসছে নতুন ভাইরাস-মানবজন্ম হবে ক্ষণস্থায়ী, চরম সতর্কবার্তা দিলেন বাবা ভাঙ্গা

একমাসে ৮টি খুন, অধিকাংশই মহিলা, শহরে কি নতুন সিরিয়াল কিলার! ভয়ে কাঁপছেন সকলে

ইরানের বান্দার আব্বাসে বিশাল বিস্ফোরণ, আহত অন্তত ৫১৬ জন

বিশ্বজুড়ে শোকের ছায়া: পোপ ফ্রান্সিসের শেষ বিদায়

পহেলগাঁও নিয়ে কড়া বার্তা দিল রাষ্ট্রসংঘ, ভারতের পাশে থাকার আশ্বাস

এখন পাক প্রধানমন্ত্রী বলছেন 'শান্তি চাই', কীসের ভয়ে সুর নরম করছে পাকিস্তান?