রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Former Footballer Arnab Mondal is upset as East Bengal go down in AFC Challenge League

খেলা | চলতি মরশুমে ১১টা হলুদ, ৪টে লাল কার্ড! অস্কার, দয়া করে শৃঙ্খলা শেখান চুংনুঙ্গাকে

KM | ১২ মার্চ ২০২৫ ২০ : ০১Krishanu Mazumder


অর্ণব মণ্ডল: এএফসি চ্যালেঞ্জ লিগে তুর্কমেনিস্তানের ক্লাব আর্কাদাগ ও ইস্টবেঙ্গলের ম্যাচটা দেখতে দেখতে একইসঙ্গে আমার ভীষণ রাগ ও বিরক্তি হচ্ছিল। 

আজকের ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সেমিফাইনালে পৌঁছতে হলে দু'গোলের ব্যবধানে ম্যাচটা জিততেই হত। অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে নিঃসন্দেহে কঠিন সমীকরণ। 

তাও প্রথমেই গোল তুলে নিয়ে ইস্টবেঙ্গল চাপ তৈরি করেছিল। কিন্তু ইস্টবেঙ্গলের সাইড ব্যাক চুংনুঙ্গা বিপন্ন করল দলকে। শেষ করে দিল ইস্টবেঙ্গলের স্বপ্ন। ৩৩ মিনিটে লাল কার্ড (জোড়া হলুদ কার্ড) দেখে বেরিয়ে গেল মাঠ ছেড়ে। এগারো জনের ইস্টবেঙ্গল নেমে গেল ১০ জনে। এগারোর বিরুদ্ধে দশ জনে লড়াই যে কী কঠিন, তা সবারই জানা। একের পর এক আক্রমণ শানাচ্ছিল আর্কাদাগ। কতক্ষণ ঠেকিয়ে রাখা সম্ভব? 

চুংনুঙ্গার লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়া দেখে আমি ফিরে যাচ্ছিলাম আমাদের সময়ের ইস্টবেঙ্গলে। সেই সময়ে শৃঙ্খলাভঙ্গ করলেই আমাদের জরিমানা করা হত। এই ম্যাচটা দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল, ফুটবলমাঠে শৃঙ্খলা কতটা গুরুত্বপূর্ণ। 

একটা দল দাঁড়িয়ে থাকে শৃঙ্খলার উপরে। দলের ভিতটাই তৈরি হয় শৃঙ্খলাকে কেন্দ্র করে। শৃঙ্খলা মানে অযথা  ফাউল করব না, অযথা কার্ড দেখব না, অযথা ঝগড়া করব না, দলকে বিপদে ফেলব না।  

শতবর্ষের প্রাক্কালে কিছু কথা - Arnab Mondal | Since beginning to end, a  true East Bengal player

খেলা শেষ হওয়ার পরে সমাজমাধ্যমে দেখলাম একটা পোস্ট ঘুরছে। চুংনুঙ্গা চলতি মরশুমে ১১টা হলুদ কার্ড ও ৪টে লাল কার্ড দেখেছে। আমি প্রায় প্রতিটি ম্যাচেই ওকে নিয়ম করে কার্ড দেখতে দেখেছি। একেই কি ডিসিপ্লিন বলে?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই তথ্যটা উল্লেখ করলাম একটাই কারণে, জাতীয় দলে খেলা একজন ফুটবলারের কাছ থেকে প্রতি ম্যাচে এরকম জিনিস মোটেও প্রত্যাশিত নয়। মেনে নেওয়াও যায় না। 

একজন ডিফেন্ডারের কোনও সংযম থাকবে না! কার্ড দেখার পরেও নেই হেলদোল। কর্তারাও ওকে চাপ দিচ্ছেন না। ফলে একই জিনিস ও বারবার করে চলেছে। শাস্তিও নেই, জরিমানাও নেই। শৃঙ্খলা শেখানো উচিত এই সব খেলোয়াড়দের। 

এর সঙ্গে আরও কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই। ছন্নছাড়া এই ইস্টবেঙ্গল। ফুটবলে ম্যাচ ম্যানেজমেন্ট বলে একটা শব্দবন্ধনী প্রচলিত রয়েছে। এর অর্থ হল মাঠের ভিতরে ম্যাচটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন একজন ফুটবলার।  

আর্কাদাগ গোল হজম করার পরে মরিয়া হয়ে উঠেছিল। আর ইস্টবেঙ্গল সেই সময়ে একের পর এক ভুল করছিল। বল বারংবার প্রতিপক্ষের পায়ে তুলে দিচ্ছিল। 

এই সময়ে ম্যাচটা কীভাবে খেলতে হয়, কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তা একজন দক্ষ ফুটবলার জানেন। বল যখন প্রতিপক্ষের কাছে বারবার চলে যাচ্ছে, তখন নিজেদের কাছে বল রাখা যেত। বলছি বটে, তবে এই লাল-হলুদ দলে তো সেরকম কোনও ফুটবলারই নেই। কোনও অভিভাবক নেই। অভিভাবক শূন্য একটা দল মাঠে খেলছে। কোনও লক্ষ্য নেই, কোনও উদ্দেশ্য নেই। 

শুরুতে লিড নিয়েও তাই কাজে লাগানো গেল না। যেভাবে পেনাল্টি বক্সের ভিতরে ফাউল করে সৌভিক চক্রবর্তী পেনাল্টি উপহার দিল আর্কাদাগকে, তা দেখে আমি খুব হতাশ। সৌভিক অনেকদিন ধরে খেলছে, ওর কাছ থেকে এই ভুল কেউ আশা করবেন? আমি মানতে পারি না। বারবার শৃঙ্খলার কথা বলছি, কারণ ইস্টবেঙ্গলের কোয়ালিটি কম। বেঞ্চ স্ট্রেন্থ নেই। এসব ক্ষেত্রে শৃঙ্খলাই ম্যাচ জেতাতে পারে। 

পরিশেষে আর কয়েকটা প্রশ্ন রয়েছে আমার। গত কয়েকবছর ধরেই দেখছি ইস্টবেঙ্গল, ৯, ১০ বা ১১ নম্বরে আইএসএল শেষ করছে। কেন? কেন উন্নতি নেই বছরের পর বছর ধরে?

প্রতিবছরই দেখা যাচ্ছে নতুন নতুন বিদেশি আনা হচ্ছে। প্রতিবার যদি দল বদলানো হয়, বিদেশি বদলানো হয়, তাহলে সেই দল সাফল্য পেতে পারে না। ইস্টবেঙ্গলও পাচ্ছে না।

আশা করবো এই সব দিকে নজর দেবেন কর্তারা। আগামী মরশুমে পুরনো ইস্টবেঙ্গলকে দেখতে চাই। এরকম জীর্ণ, দুর্বল, লক্ষ্যহীন ইস্টবেঙ্গলকে আমি চিনি না। আমার সঙ্গে নিশ্চয় সহমত পোষণ করবেন লাল-হলুদ সমর্থকরাও। আপনারা কী বলেন?  

 (লেখক ইস্টবেঙ্গল ও জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার)


ArnabMondalEastBengalAFCChallengeLeague

নানান খবর

নানান খবর

ঝলসে উঠল সূর্যর তেজ, সূর্যবংশীর স্বপ্নের অভিষেক দেখতে জেবে বসে ছিলেন গুগল সিইও

মেসির ম্যাচে উপচে পড়া ভিড় মাঠে, ম্যাচে জিতে ইন্টার মায়ামি সেই অপরাজিতই

আইপিএলের এল ক্লাসিকো, চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই পাচ্ছে না ৩৭ বছরের তারকাকে

পিছিয়ে পড়ে অবিশ্বাস্য জয় বার্সার, শেষ ল্যাপে এসে মরিয়া কামড় রাফিনিয়াদের

চার্চিলই চ্যাম্পিয়ন, ফেডারেশনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে ইন্টার কাশি

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া