সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

East Bengal lost the battle against Arkadag of Turkmenistan

খেলা | সেই হৃদয় ভাঙার গল্প, একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিল ১০ জনের ইস্টবেঙ্গল, এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায়

KM | ১২ মার্চ ২০২৫ ১৮ : ১১Krishanu Mazumder


আর্কাদাগ-২ ইস্টবেঙ্গল-১ 
(এগ্রিগেট ৩-১)

আজকাল ওয়েবডেস্ক: দেশ হোক বা বিদেশ, সেই হৃদয় ভাঙার গল্পের পরম্পরা চলছেই। সুদূর তুর্কমেনিস্তানের মাঠে ইস্টবেঙ্গলের এএফসি স্বপ্ন শেষ হয়ে গেল।  

প্রায় ৮৭ মিনিট পর্যন্ত ১০ জনের ইস্টবেঙ্গল এগিয়ে ছিল। পেনাল্টি থেকে একটা গোল স্বপ্নের অপমৃত্যু ঘটাল। অ্যাডেড টাইমে আরও একটি গোল করে আর্কাদাগ পৌঁছে গেল এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালে। অস্কার ব্রুজোঁর হাত ধরে যে দৌড় শুরু হয়েছিল ভূটানের মাঠ থেকে, এই তুর্কমেনিস্তানে এসে শেষ হয়ে গেল অভিয়ান। 

শুরুতে আক্রমণাত্মক খেলে গোল তুলে নিয়েও দিনান্তে সেই কাঁধ ঝুলে যাওয়ার ছবি দেখতে হল। ম্যাচ আসে ম্যাচ যায়, সেই একই পরম্পরা বজায় থাকে। একটুও বদলায় না ইস্টবেঙ্গল। 

যুবভারতীর প্রথম সাক্ষাতে এই আর্কাদাগের কাছে হার হজম করেই সমীকরণ কঠিন করে তুলেছিল ইস্টবেঙ্গল। তুর্কমেনিস্তানের মাঠে গিয়ে অসাধ্যসাধন করতে হলে দু'গোলের ব্যবধানে ম্যাচ জিততেই হত লাল-হলুদকে। 

মেসি বাউলির গোলে শুরুতেই স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলেন লাল-হলুদ সমর্থকরা। নুঙ্গা এবং রিচার্ড সেলিসের অদক্ষতায় সেই স্বপ্নই দুমড়েমুচড়ে গেল। সমর্থকদের যন্ত্রণা গলার কাছে দলা পাকিয়ে আসে। 

খেলার দ্বিতীয় মিনিটে মেসি বাউলি গোল করে এগিয়ে দিয়েছিলেন। তার পরে রিচার্ড সেলিস একাই হ্যাটট্রিক করতে পারতেন। কিন্তু কখনও তিনি বাইরে মেরেছেন, কখনও বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো বল উড়িয়ে দিয়েছেন। 

ইস্টবেঙ্গলের যন্ত্রণা আরও বাড়ান নুঙ্গা। ৩৩ মিনিটে লাল কার্ড (জোড়া হলুদ কার্ড) দেখে দলকে বিপন্ন করেন তিনি। প্রতিটি ম্যাচে হয় হলুদ কার্ড নয় তো লাল কার্ড দেখা অভ্যাসে পরিণত করে ফেলেছেন ইস্টবেঙ্গলের ৫ নম্বর জার্সিধারী। এদিনও তিনি লাল কার্ড দেখে উঠে যাওয়ায় বাকি সময়টা ইস্টবেঙ্গলকে ১০ জনে খেলতে হল। 

১১ বনাম ১০-এর অসম লড়াইও জেতা যেত যদি রিচার্ড সেলিস সুযোগগুলো কাজে লাগাতেন। নিউমেরিক্যাল অ্যাডভান্টেজেরে সুবিধা নিয়ে আর্কাদাগ আক্রমণের সুনামি বয়ে নিয়ে আসে লাল-হলুদের পেনাল্টি বক্সে।

এই আক্রমণের ঢেউ থেকে কীভাবে বাঁচা সম্ভব! তাও ৮৭ মিনিট পর্যন্ত তুর্কমেনিস্তানের ক্লাবকে আটকে রেখেছিলেন সউল ক্রেসপো, দিমিরা। কিন্তু পেনাল্টি বক্সের ভিতরে সৌভিক চক্রবর্তীর ট্যাকল আর্কাদাগকে পেনাল্টি উপহার দেয়। পেনাল্টি স্পট থেকে গোললাইন, পৃথিবীর রহস্যময় সরণী। এই রাস্তায় কেউ পথ হারিয়েছেন, আবার কেউ পথভ্রষ্ট হননি। আর্কাদাগ বিপথে যায়নি। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরানোর খানিক পরেই ২-১ করে ফেলে আর্কাদাগ। 
 
বিদেশি ক্লাবের বিরুদ্ধে বিদেশের মাঠে নিজেদের নিংড়ে দিলেও আশার লাল-হলুদ প্রদীপ নিভেই গেল। ব্যর্থতার ঝোলা আরও ভারীই হল। 


Arkadag EastBengalAFCChallengeLeague

নানান খবর

নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া