রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | গ্রেপ্তার প্রাক্তন ব্যক্তিগত সচিব, দূরত্ব তৈরি করলেন অধীর

AD | ১২ মার্চ ২০২৫ ১৫ : ১৭Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা তোলার অভিযোগে রাজ্য পুলিশের হাতে হলদিয়ার চৈতন্যপুর থেকে গ্রেপ্তার হয়েছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রদীপ্ত রাজ পুরোহিত। 

এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রাক্তন সচিবের সঙ্গে  দূরত্ব তৈরি করলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। বুধবার বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন,'আমি একবারও বলছি না ওই ব্যক্তিকে পুলিশ ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। এই ক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।'
 
প্রসঙ্গত বহরমপুর লোকসভা কেন্দ্রের পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সচিব ছিলেন প্রদীপ্ত। হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুরের বাসিন্দা প্রদীপ্ত দীর্ঘদিন ধরেই দিল্লিতে থাকতেন। সেই সূত্রেই তাঁর সঙ্গে অধীর চৌধুরীর পরিচয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর ওই যুবক বর্তমানে লোকসভায় 'রিসার্চ অফিসার' পদে কর্মরত ছিলেন। কেন্দ্র সরকারের কোনও এক যুগ্ম সচিবের নাম ভাঁরিয়ে জালিয়াতি করেছেন বলে অভিযোগ উঠেছে ।

সম্প্রতি রাজ্য পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে ওই যুবক নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করছেন এবং বিভিন্ন জনের কাছে নিজের ভুয়ো পরিচয় ব্যবহার করে লক্ষাধিক টাকা তুলেছেন।

সূত্রের খবর গত বছরের লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী পরাজয়ের পর প্রদীপ্ত ধীরে ধীরে বিজেপি নেতাদের ঘনিষ্ঠ হতে শুরু করেছিলেন। প্রদীপ্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা হওয়ার পরেই রাজ্য পুলিশ গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। 

গোটা ঘটনা প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন,' কংগ্রেসের সাংসদ থাকার সময় ৩-৪ জনকে আমি আমার ব্যক্তিগত সচিব হিসেবে পেয়েছি । এই পদ এবং নিযুক্ত ব্যক্তিদের বেতন দেশের সংসদের তরফ থেকে দেওয়া হয়। '

তিনি বলেন, 'আমি যখন সংসদে কাজের অভিজ্ঞতা আছে এরকম একজন ব্যক্তিকে খোঁজ করছিলাম সেই সময়ে ওই যুবকের বাবা এসে তাঁদের আর্থিক অনটনের কথা আমাকে জানায় এবং দিল্লিতে থাকা ওই যুবককে আমার ব্যক্তিগত সচিব হিসেবে রাখার জন্য অনুরোধ করেন। ওই যুবক আমার সঙ্গে কাজ করার সময় যথেষ্ট দক্ষতার সঙ্গে ভালো কাজ করেছেন।'

অধীরবাবু আরও বলেন, 'লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে ওই যুবক আর আমার ব্যক্তিগত সচিবের পদে নেই। সে এখন সংসদের একজন কর্মী।'

কংগ্রেস নেতা অধীর চৌধুরী দাবি করেন, 'পশ্চিমবঙ্গ ওই যুবকের বাড়ি কোথায় তা আমি জানি না। আমি তাঁর বাড়িতেও কখনও যাইনি। কবে তিনি বাড়ি ফিরেছিলেন সেটাও আমার জানা নেই। আমার সাংসদ পদ চলে যাওয়ার পর তাঁর সঙ্গে আমার যোগাযোগ খুবই কমে এসেছিল। তবে জরুরি কোনও কাজে বা প্রয়োজনে আমি তাঁকে মাঝেমধ্যে ফোন করেছি।'

অধীর বলেন, 'গতকাল রাতে ওই যুবকের পরিবারের লোকেরা আমাকে ফোন করে গোটা ঘটনাটি জানিয়েছে। আমি তারপরে নিজের মত খোঁজ খবর করেছি। আমি একবারও বলছি না পুলিশ ওই যুবককে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। আমি গোটা বিষয়টি নিয়ে কাউকে ব্যক্তিগত স্তরে কোনও অনুরোধ করিনি। পুলিশ নিজের মত করে আইনানুগ ব্যবস্থা নেবে।'


Adhir ChowdhuryCongressArrest

নানান খবর

নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া