রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | কফিতে মাদক মিশিয়ে গলার নলি কেটে খুন! ট্রলিতে ভরে দেহ লোপাটের চেষ্টা ঘোলায়, হাড়হিম করা কাণ্ড 

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ১২ মার্চ ২০২৫ ১০ : ২৪Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: ফের হাড়হিম করা হত্যাকাণ্ড শহরে। মুক্তারামবাবু স্ট্রিটে খুন কাপড় ব্যবসায়ী। ভগারাম সিং নামের ওই ব্যবসায়ীকে প্রথমে মাদক জাতীয় মিশিয়ে কফি খাওয়ানো হয়। এরপর গলায় ফাঁস লাগিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুন করে দেহ লোপাটের সময় ট্যাক্সিচালকের সঙ্গে বচসায় দু'জনের পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ সূত্রে খবর, মোটা অঙ্কে টাকার ঋণের কারণেই এই হত্যা। 

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম করণ সিং এবং কৃষ্ণরাম সিং। মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন ভগারাম। স্থানীয় সূত্রে খবর, গিরিশ পার্কের মুক্তারাম বাবু স্ট্রিটে অনিল জয়সওয়ালের থেকে ঘর ভাড়া নেন রমেশ প্রজাপতি। পরে রমেশের কাছে এসে থাকে শুরু করেন করণ এবং কৃষ্ণরাম। দু'জনের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক ছিল ভগারামের। একই এলাকায় থাকতেন তাঁরা। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বকেয়া টাকা মেটাচ্ছিলেন না ভগারাম। তাই তাঁকে খুনের পরিকল্পনা করেন করণ এবং কৃষ্ণরাম। কফিতে মাদক মিশিয়ে অচৈতন্য করে গলায় ফাঁস দিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়। এর ভগারামের দেহকে টুকরো টুকরো করে কেটে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ট্রলিব্যাগে ঢোকানো হয়। 

পুলিশ সূত্রে খবর, ভগারামের দেহ ট্রলিব্যাগে ভরে দমদম নাগেরবাজার থেকে ক্যাব বুক করে কল্যাণী হাইওয়ে দিয়ে নিমতা মুড়াগাছা হয়ে ঘোলা এলাকায় দেহ লোপাটের জন্য গাড়িটিকে দাঁড় করান দু'জনে। হাবভাব দেখে সন্দেহ হয় ক্যাবচালকের। তাঁর সঙ্গে তর্ক বেঁধে যায় করণ এবং কৃষ্ণরামের। পরিস্থিতি বেগতিক দেখে কৃষ্ণ এলাকা ছেড়ে পালিয়ে যান। গোলমাল দেখে এগিয়ে যায় পুলিশ। এরপর গাড়ির ডিকি খুলতেই সামনে আসে রক্তমাখা সুটকেস। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে রক্তমাখা ছুরিও। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে করণকে। কৃষ্ণরামকে কলকাতা আসার পথে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতেরা পুলিশি জেরায় জানিয়েছে, বহুদিন ধরে ধারের টাকা শোধ না করাতেই এই খুনের পরিকল্পনা। ৬৫ হাজার টাকা দিতে ভগারাম কৃষ্ণরামের ফ্ল্যাটে গিয়েছিলেন। তাহলে কেন হত্যা করা হল ভগারাম সেই নিয়ে প্রশ্নের উত্তর এখনও অধরা পুলিশের কাছে। তাঁকে ঠিক কোন জায়গায় খুন করা হয়েছে তারও সন্ধান করছে পুলিশ। করণ এবং কৃষ্ণরামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


DeathCrimeGirish ParkKolkata PoliceArrest

নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়া