সোমবার ১০ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
SG | ১০ মার্চ ২০২৫ ১২ : ২৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার নাগারকুরনুল জেলায় শ্রীসাইলাম বাঁয়ের খাল (এসএলবিসি) প্রকল্পের টানেল ধসের ১৬তম দিনে রবিবার উদ্ধারকর্মীরা আটজন নিখোঁজ ব্যক্তির মধ্যে একজনের দেহ উদ্ধার করেছেন। কেরল থেকে আনা ক্যাডাভার কুকুরের সাহায্যে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচে দেহের উপস্থিতি চিহ্নিত করতে সক্ষম হন।
বিশেষভাবে প্রশিক্ষিত বেলজিয়ান মালিনোয়া জাতের কুকুরগুলি টানেলের ১৪ কিমি দীর্ঘ শেষ অংশে, দুর্ঘটনা স্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে, 'ডি-২' পয়েন্টে মানবদেহের গন্ধ শনাক্ত করে। এরপর উদ্ধারকারীরা সেখান থেকে সাবধানে মাটি সরিয়ে সন্ধ্যা নাগাদ গুরুপ্রিত সিং-এর দেহ উদ্ধার করেন। গুরুপ্রিত সিং পাঞ্জাবের বাসিন্দা এবং টানেল বোরিং মেশিনের অপারেটর ছিলেন। দেহটি নাগারকুরনুলের সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
টানেলের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বাকি সাতজন শ্রমিকদের সন্ধানে উদ্ধারকর্মীরা এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন। ২২ ফেব্রুয়ারি টানেল খননের সময় ছাদ ধসে পড়লে চারজন শ্রমিক, দুইজন ইঞ্জিনিয়ার এবং দুইজন মেশিন অপারেটর টানেলের ভিতরে আটকা পড়েন। তাঁরা সবাই ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে আছেন মনোজ কুমার এবং শ্রী নিবাস (উত্তরপ্রদেশ), সানি সিং (জম্মু ও কাশ্মীর), এবং সন্দীপ সাহু, জেগতা জেস, সন্তোষ সাহু এবং অনুজ সাহু (সবাই ঝাড়খণ্ড থেকে)।
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা গত ১৫ দিন ধরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার রাতেও উদ্ধারকর্মীরা একজনের দেহাংশ শনাক্ত করেছেন। তাঁরা সেখান থেকে মাটি খুঁড়ে দেহটি উদ্ধারের চেষ্টা করছেন।
উদ্ধার অভিযানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), সেনাবাহিনী, নৌবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং অন্যান্য সংস্থাগুলি একসঙ্গে কাজ করছে। শনিবার মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডির নির্দেশে টানেলে রোবটিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
জলসেচমন্ত্রী এন. উত্তম কুমার রেড্ডি জানিয়েছেন, টানেলের অবশিষ্ট ৫০ মিটার অংশ অত্যন্ত বিপজ্জনক হয়ে রয়েছে, কারণ সেখানে অক্সিজেনের অভাব, জলস্রোত এবং ধসে পড়া মেশিনের ধাতব ধ্বংসাবশেষ রয়েছে। টানেল থেকে জল এবং সিল্ট অপসারণের কাজ অব্যাহত রয়েছে।
বিশ্বের শীর্ষস্থানীয় টানেল বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ৫২৫ জন কর্মী উদ্ধার কাজে রয়েছে। উদ্ধারকাজে কোনো আর্থিক প্রতিবন্ধকতা না থাকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, রোবটিক সিস্টেমের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Srisailam Left Bank Canal
নানান খবর

নানান খবর

অতিরিক্ত ডায়েটই কাল হল, কেরলে অতিরিক্ত কম খেয়ে মৃত কিশোরী...

আবারও পিসা পরীক্ষা থেকে সরে দাঁড়াল ভারত

হোলি নিয়ে সাম্প্রদায়িক মন্তব্যকারী পুলিশ কর্তার পক্ষে দাঁড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ...

পরমাণু ফিউশন প্রযুক্তিতে নয়া দিগন্তের হদিশ দিচ্ছে বেঙ্গালুরুর স্টার্টআপ ...

গুলমার্গে রমজান মাসে ফ্যাশন শো, কাশ্মীরে তীব্র সমালোচনা...

বিয়ের আগেই হঠাৎ সুন্দর হয়ে উঠল প্রেমিক, কী রহস্য নেপথ্যে? নজর কাড়ল...

মহাকুম্ভ থেকে মহাশিক্ষা নিল ভারতীয় রেল, তৈরি হল প্ল্যাটফর্মে ওঠার নতুন নিয়ম ...

জলের ট্যাঙ্কে নেমে দমবন্ধ অবস্থা, ছফফট করতে করতে প্রাণ গেল চার শ্রমিকের...

'দ্রুত আরোগ্য কামনা করি', সিসিইউ-তে উপরাষ্ট্রপতি, ধনখড়কে দেখতে হাসপাতালে ছুটলেন মোদি ...

স্নানের যোগ্য প্রয়াগরাজের জল? মহা কুম্ভ শেষ হওয়ার পর রিপোর্টে বড় তথ্য!...

নোট ওড়াচ্ছিল বরযাত্রীরা, ছাদে উঠে টাকা কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর, মর্মান্তিক পরিণতি...

স্কাইওয়াকে মুড়বে গোটা শহর, অভিনব উদ্যোগ ভারতের এই শহরে ...

রেস্তোরাঁয় খেতে খেতেই দরদর করে ঘাম, বিল মেটানোর পর লুটিয়ে পড়লেন মেঝেতে, মর্মান্তিক পরিণতি তরুণের ...

গিজগিজ করছে পথকুকু্র, আতঙ্কে ঘরবন্দি বাসিন্দারা! বেঙ্গালুরুর আবাসনের ভয়াবহ দৃশ্য প্রকাশ্যে ...

মেট্রোপলিটান শহরের রাস্তা নয়, যেন পাহারি দুর্গম পথ! হেস্তনেস্ত চেয়ে প্রতিবাদে পথে নামলেন শহরবাসী...