সোমবার ১০ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে এবার পথে কোল ইন্ডিয়ার পেনশনভোগীরা! পেনশন মাত্র ৪৯ টাকা!

SG | ০৯ মার্চ ২০২৫ ১৯ : ৫৬Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: কোল ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত ৬ লক্ষ ২০ হাজার পেনশনভোজীরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ নিয়ে এবার আন্দোলনে সামিল হল সারা দেশের ১৪ টি সংগঠন, যারা আজ একই ছাতার তলায় 'Joint Convention' অনুষ্ঠান করে কলকাতা রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে। তাঁরা আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছিলেন আজকের এই কনভেনশনে। এই কনভেনশনের মূল আয়োজনে ছিলেন বিমান মিত্র, প্রবীর মুখার্জি ও রাকেশ কুমার যিনি এই সংগঠনের বোর্ড অফ ট্রাস্টি। যাদের সংগঠনের নাম 'কোল মাইনস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন'। তাঁদের দাবি একটাই তাঁদের পেনশনকে অবিলম্বে বৃদ্ধি করতে হবে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্য পরিষেবার প্রকৃত ব্যবস্থা নিতে হবে।

এদিন রবিবার ৯ মার্চ কলকাতা নিউ টাউন-এর রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জয়েন্ট কনভেনশন, যেখানে সারা দেশের কোল ইন্ডিয়া থেকে অবসরপ্রাপ্ত কয়েক লক্ষ কর্মীরা আসেন যারা ঠিকমতো পেনশন পাচ্ছেন না। যাদের মধ্যে ১ লক্ষ পেনশন ভোগীরা ৪৯ টাকা থেকে ১হাজার টাকার নিচে পেনশন পাচ্ছেন। বাকিরা হাজার টাকার উপরে পেনশন পাচ্ছেন, কিন্তু সেখানেও যোগ্য সম্মান মত পেনশন পাচ্ছেন না তাঁরা। তাঁদেরও পেনশন কারোর ১ বা ২ হাজার, কারোর ৩ হাজার বা কারুর সাড়ে তিন হাজার।যেখানে তাদের দাবি ন্যূনতম তাঁদের পেনশন হওয়া উচিৎ ১০ হাজার টাকা বা তার উর্ধ্বে। 

যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল গত বছর ২০১৪ ১লা জানুয়ারি থেকে পেনশন ন্যূনতম ১০ হাজার টাকা করা হবে। কিন্তু সে কথার কোন মান্যতা বা স্বীকৃতি আজও পাননি তাঁরা।
সেই দাবি নিয়েই আজকে মূলত তাঁরা একত্রিত হন যাতে কেন্দ্রীয় সরকারের নজরে আসে পুরো বিষয়টা। 

একই রকম ভাবে তাঁদের স্বাস্থ্য ক্ষেত্রেও কোনরকম স্বচ্ছতা নেই। দেওয়া হয় না ঠিকমত স্বাস্থ্য পরিষেবা। ১ লক্ষ অবসরপ্রাপ্ত ব্যক্তিরা স্বাস্থ্যসেবা পান, কিন্তু বহু কষ্টে। তাঁদের এক প্রকার জুতোর শুকতলা ক্ষয়ে যায় স্বাস্থ্য বীমার টাকা পেতে। বাকিরা তো কোনরকম এই বীমার আওতায় পরেন না বা তাঁদের দেওয়া হয় না। এমনটাই অভিযোগ করেছেন কোল ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা।

উল্লেখ্য তাঁদের আরো দাবী, কেন্দ্রীয় সরকারের লেবার মিনিষ্ট্রির আওতায় 'এমপ্লয়ি প্রফিডেন্ট ফান্ড' যাদের ৭৮ লক্ষ ব্যক্তিরা তাঁদের পেনশন পেয়ে চলেছেন সময়মতো। সেখানে কেন তাঁদের পেনশন নিয়ে টালবাহানা চলবে। একই সরকারের দু'রকম নীতি হওয়ার কী কারণ এমনটাও প্রশ্ন তুলেছেন অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মীরা।


Coal IndiaNDA govtPensioners association

নানান খবর

নানান খবর

পূর্ণবয়স্ক দুই পুরুষ হাতির ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী বাগডোগরা, কী ঘটল তারপর?...

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরেই আত্মঘাতী রোগী ...

ব্যারাকপুর কমিশনারেটের তৎপরতায় নিমতা থানার সহযোগে অবশেষে দিল্লি থেকে গ্রেপ্তার মাকে হত্যাকারী ছেলে ও তাঁর বউ !...

চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ও মারুতির মুখোমুখি সংঘর্ষে জখম ৪ ...

বনদপ্তরের কড়া নিষেধাজ্ঞা, সোনাঝুরির হাটে এবছর পালিত হবে না বসন্তোৎসব...

সকালেই লাঞ্চের খাবার, ছড়াল বিষক্রিয়ার গুজবও, হাসপাতালে হুলস্থুল কাণ্ড...

নারী দিবসে বড় পদক্ষেপ নিল রেল, এবার থেকে গুরুত্বপূর্ণ এই স্টেশন পরিচালনা করবেন মহিলারাই...

কাঁথির রেল কোয়ার্টারের পুকুর থেকে ৪০০ রাউন্ডের বেশি গুলি উদ্ধার, তদন্ত জারি পুলিশের ...

মুখে রং মেখে ঢোকা যাবে না সোনার দোকানে, বসন্ত উৎসব উপলক্ষে সিদ্ধান্ত প্রশাসনের ...

স্বয়ংক্রিয় রাইফেল হাতে ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে খুদে! একে একে ভোট দিচ্ছে ভোটাররা...

কোচবিহারের রাজবাড়ি ও রাজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আন্দোলনের হুঁশিয়ারি রাজ সদস্যদের ...

বিরল রোগে আক্রান্ত হাতি, থাইল্যান্ড থেকে এল চিকিৎসকের দল...

ছোটবেলার শখ বিক্রি করেই হয় দিন গুজরান, ব্যক্তির সংগ্রহ দেখলে চমকে যাবেন ...

জলপাইগুড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই তিনটি বাড়ি...

গৃহবধূর সঙ্গে আলাপ, ঘুমের সুযোগে একরত্তিকে নিয়ে চম্পট মহিলার, চাঞ্চল্য হাওড়া স্টেশনে...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া