সোমবার ১৭ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | Jhulan Goswami: হরমনপ্রীতদের প্রশংসায়, টি-২০ বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক চান ঝুলন

Sampurna Chakraborty | ১৭ ডিসেম্বর ২০২৩ ০৭ : ৫১Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: গত দু"দিন ধরে খবরের শিরোনামে রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছাঁটাই করার পর টি-২০ বিশ্বকাপে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরাট কোহলিকে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে দেখার সম্ভাবনা কম। সেই তালিকায় কি যুক্ত হবেন রোহিত? টি-২০ বিশ্বকাপে কি হার্দিক পাণ্ডিয়ার হাতেই ব্যাটন তুলে দেওয়া হবে। নানা মুনির নানা মত। আগের দিনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে রোহিতকে সমর্থন জানান সূর্যকুমার যাদব। এবার তাঁর হয়ে সওয়াল করলেন ঝুলন গোস্বামী। টি-২০ বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক রাখার পক্ষে মেয়েদের ক্রিকেটে ভারতের সেরা বোলার। ঝুলন বলেন, "রোহিত শর্মা আগ্রাসী অধিনায়ক। দল নেতা। টিম ক্যাপ্টেন যাকে বলে। রোহিতকে নিয়ে একটা আবেগ আছে। এখনই সেই আবেগ সরিয়ে দেওয়া ঠিক না। ও কী চায় সেটা দেখতে হবে। ও একজন যথার্থ লিডার। প্লেয়ারদের অধিনায়ক। আমার মতে টি-২০ বিশ্বকাপে ওর অধিনায়ক থাকা উচিত।" দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে রয়েছে বাংলার দুই বোলার। মুকেশ কুমার ছিলেন, দীপক চাহারের বদলে সুযোগ পেয়েছেন আকাশ দীপ। বাংলার বোলারদের জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশি ঝুলন। ভবিষ্যতে আরও প্লেয়ারকে দেশের জার্সিতে দেখতে চান। ঝুলন বলেন, "আকাশ দীপ, মুকেশরা খেলছে। বাংলার ক্রিকেটাররা যত সুযোগ পাবে তত ভাল। আশা করব ভবিষ্যতে বাংলার আরও প্লেয়ার দেশের জার্সিতে খেলবে। অনেকেই ভাবে বাংলায় খেললে ভারতে খেলা যায় না। সেই ধারণা দূর হবে।"

আগের দিনই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রেকর্ড জয় পেয়েছে ভারত। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। একটুর জন্য ঝুলনের ১০ উইকেটের রেকর্ড ছোঁয়া হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ১৫ টেস্টে প্রথম জয়। দীপ্তিদের ভূয়সী প্রশংসা করলেন ঝুলন। অধিনায়ক হরমনপ্রীত কৌরকে দিলেন দরাজ সার্টিফিকেট। ঝুলন বলেন, "অনবদ্য পারফরম্যান্স। দীপ্তি দুর্দান্ত। এতগুলো উইকেট তুলে নেওয়া সহজ নয়। প্রথম ইনিংসে ভারত যেভাবে আধিপত্য দেখিয়েছে, প্রশংসনীয়। ইংল্যান্ডকে ম্যাচে ফেরার সুযোগই দেয়নি। দল হিসেবে খেলেছে। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। প্রথম টেস্ট হিসেবে দারুণ অধিনায়কত্ব। চাপের মধ্যে দারুণ পারফরম্যান্স।" শীতের সকালে রেড রোডে হাজির ছিলেন ঝুলন গোস্বামী। ক্রিকেট নয়, ম্যারাথনের টানে। রবিবার টাটা স্টিল কলকাতা ২৫ কে ম্যারাথনে উপস্থিত ছিলেন তারকা ক্রিকেটার। জয়ীদের হাতে পুরষ্কারও তুলে দেন। এবারের ম্যারাথনে মেয়েদের অংশগ্রহণ বাড়ায় খুশি তিনি। ঝুলন বলেন, "গতবছরও মেয়েরা অংশগ্রহণ করেছিল, কিন্তু এবার বেশি। আনন্দ রানে ৫০০০ এর বেশি প্রতিযোগী দেখে ভাল লাগল। ম্যারাথনে মহিলা, পুরুষের মধ্যে পার্থক্য করা উচিত না। আশা করব ভবিষ্যতে আরও মেয়েরা অংশ নেবে। অন্যান্য খেলাধুলোর মতো ম্যারাথনকেও স্বীকৃতি দেওয়া উচিত। দৌড় বা শরীরচর্চা শারীরিকের পাশাপাশি মানসিক গঠন গড়ে তুলতে সাহায্য করে।" টাটা স্টিল ম্যারাথনে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জিও। 




নানান খবর

নানান খবর

ব্রাত্য এই তারকা কি খেলবেন লখনউয়ের হয়ে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, পেলেন আইনি নোটিশ

শচীন-লারার মঞ্চে জোর ঝামেলা যুবরাজ ও বেস্টের, রইল ভাইরাল ভিডিও

তারকা ক্রিকেটারের এ কী অধঃপতন! বেঙ্গালুরু থেকে দিল্লিতে এসে পালন করতে হবে এই দায়িত্ব

টেস্টে তিনশো করে হারিয়েই গেলেন, ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে প্রত্যাবর্তন আইপিএলে, এই তারকার 'করুণ'কাহিনি প্রেরণা জোগায়

রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন কে? আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হাঁড়ির খবর ফাঁস

হোলি খেলা অপরাধ! মহম্মদ সামির মেয়েকে আক্রমণ রিজভীর

ছয় ছক্কা মেরে নতুন রেকর্ড থিসারার, রইল দ্বীপরাষ্ট্রের তারকার ব্যাটিং তাণ্ডব

গম্ভীর না থেকেও রয়েছেন নাইটদের সাজঘরে, প্রাক্তন নাইট মেন্টরের থেকে পারমর্শ চাইলেন নব্য মেন্টর ব্রাভো

মরিয়া চেষ্টা করেও পারেননি দিল্লিকে জেতাতে, হার সহ্য করতে না পেরে তারকা অলরাউন্ডার ভেঙে পড়লেন কান্নায়

পারল না সৌরভের দিল্লি, মহিলাদের আইপিএল জিতে নজির গড়ল হরমনপ্রীতের মুম্বই

ইডেনে প্র্যাকটিস ম্যাচে ঝড় তুললেন অবাছাই ক্রিকেটার, রান পেলেন কুইন্টন-রিঙ্কুও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের তুরুপের তাস তিনি, টেস্ট কি খেলবেন? বরুণ যা বললেন...

'আরও একটা অস্ট্রেলিয়া সফর...', টেস্ট অবসর নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন কোহলি স্বয়ং

'তু হ্যায় তো ...',চতুর্থ বিবাহ বার্ষিকীতে আবেগঘন পোস্ট সঞ্জনা-বুমরার, সোশ্যাল মিডিয়ায় লাইকের ঝড়


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া