বুধবার ১৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: Sourav Goswami | লেখক: Sourav Goswami ০৭ মার্চ ২০২৫ ২০ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কৃষ্ণনগরের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল একাধিক ক্ষেত্রে শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্বের পরিচয় তুলে ধরেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রে নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সাফল্যের নজির গড়েছে।
কেজি বিভাগের ছাত্র সন্দীপন ঘোষ নেপাল-ভারত স্কেটিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে আন্তর্জাতিক মঞ্চে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। পাশাপাশি, তিয়াশ বিশ্বাস ভারত-বাংলাদেশ রোলার স্কেটিং ফ্রেন্ডলি চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ দ্বিতীয় স্থান অর্জন করে দেশের জন্য সম্মান অর্জন করেছে।
প্রথম শ্রেণির ছাত্রী আদিত্রী ঘোষ জাতীয় ক্যারাটে ফেডারেশন চ্যাম্পিয়নশিপে কাতা এবং কুমিতে বিভাগে স্বর্ণপদক জিতে তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তাঁর সহপাঠী অধীক্ষিত পালও এই প্রতিযোগিতায় একাধিক পদক অর্জন করে তাঁর অসামান্য প্রতিভার ছাপ রেখেছে।
চতুর্থ শ্রেণির দৈবাগত চৌধুরী সর্ববঙ্গ দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, যা বিদ্যালয়ের মানচিত্রে তাঁর দৃঢ় অবস্থানকে তুলে ধরে। এছাড়াও, বিদ্যালয়ের ব্যান্ড দল ইন্টারস্কুল ব্যান্ড প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়েছে, যা তাঁদের সঙ্গীত দক্ষতার আরও একটি প্রমাণ।
শুধু ক্রীড়া এবং একাডেমিক ক্ষেত্রে নয়, সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরেছে। দ্বিতীয় শ্রেণির আংশি মুখার্জী নজরুলগীতি (গ্রুপ-এ) এবং রবীন্দ্রসংগীতে (গ্রুপ-এ) যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় শ্রেণির অয়ন্তিকা মণ্ডল নজরুলগীতি (গ্রুপ-এ)-তে দ্বিতীয় এবং লোকসঙ্গীতে তৃতীয় স্থান অধিকার করেছে। অষ্টম শ্রেণির সোহালিয়া মণ্ডল রবীন্দ্রসংগীতে দ্বিতীয় এবং লোকগীতে তৃতীয় স্থান লাভ করেছে, যেখানে নৈনীশ সাহা নজরুলগীতিতে দুটি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে।
যোগাসনে পঞ্চম শ্রেণির দেবাৰ্ঘ্য মাহাতো ১৯শে জানুয়ারি বহরমপুরে অনুষ্ঠিত সর্ববঙ্গ যোগাসন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এ দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়াও, এসএনইউ আয়োজিত পদার্থবিদ্যা প্রদর্শনী ২০২৪-এ বিদ্যালয় কুইজ এবং বিজ্ঞান মডেল প্রতিযোগিতায়ও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় অষ্টম শ্রেণির কৃতি ছাত্রী কৃত্তিকা ভট্টাচার্য প্রথম স্থান অধিকার করেছে, এবং শাস্ত্রীয় তবলা প্রতিযোগিতায় সপ্তম শ্রেণির অনুব্রত মণ্ডল প্রথম স্থান লাভ করেছে। প্রথম শ্রেণির আদিত্রী দাসও জাতীয় স্তরের অনলাইন গানের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে।
এই অসাধারণ সাফল্যগুলো টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, কৃষ্ণনগরের উন্নত শিক্ষাব্যবস্থা, পরিকাঠামো এবং শিক্ষার্থীদের প্রতি নিষ্ঠার প্রতিফলন। বিদ্যালয়ের অধ্যবসায় এবং উন্নত সুযোগ-সুবিধা ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।