রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৭ মার্চ ২০২৫ ১৯ : ৪০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দাম্পত্য কলহের জেরে বিবাহবিচ্ছেদ হয়েছিল এক ব্যক্তির। কিন্তু ভুলতে পারেননি প্রাক্তন স্ত্রীকে। তাঁকে ফিরে পেতে অন্য একজন মহিলার সঙ্গে প্রেমের নাটক করেছিলেন। কিন্তু তাঁর সেই চেষ্টা বিফলেই গেল। প্রেমের নাটকের কথা জানতে পেরে রাগে প্রতিশোধ নিতে ওই ব্যক্তিকেই খুন করলেন মহিলা।
চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শি নামের ওই ব্যক্তি একজন সফল খাদ্য সংস্থার মালিক ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর স্ত্রী হি-এর সঙ্গে আলাপ। স্নাতক শেষ করার পর সম্পর্কে জড়িয়ে পড়েন দু'জনে। এরপর বিয়েও করেন এবং তাঁদের একটি কন্যা সন্তান হয়। শি-র ব্যবসা যত বড় হতে থাকে, তাঁর অহংকার তত বাড়তে থাকে। এর ফলে তুচ্ছ বিষয় নিয়ে ঘন ঘন ঝগড়া হত দু'জনের মধ্যে। অবশেষে, দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। শি-কে তাঁদের মেয়ের হেফাজত দেওয়া হয়। সংসার পরিচালনার জন্য, তিনি লি নামের একজন আয়াকে নিয়োগ করেন। যিনি নিষ্ঠার সাথে সবকিছু দেখাশোনা করতেন।
বিচ্ছেদ সত্ত্বেও শি তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুনর্মিলনের জন্য আকুল ছিলেন। তবে, তাঁর অহংকার তাঁকে প্রথম পদক্ষেপ করতে বাধা দিচ্ছিল। তাঁর ভয়ে ছিল এর ফলে পরিবারের মধ্যে তাঁর মর্যাদা কমে যাবে। পরিবর্তে সে একটি পরিকল্পনা তৈরি করেছিলেন যে লি-র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলবেন। আশা করেছিলেন হি-র মধ্যে এর ফলে ঈর্ষা তৈরি হবে এবং সে এগিয়ে এসে সম্পর্কে জোড়া লাগাবে।
গ্রামের মেয়ে লি বিশ্বাস করে নিয়েছিল যে সে একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছে। নিজের ভবিষ্যত সুনিশ্চিত করার জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল তাঁর সামনে। দ্রুত শি-র প্রেমেও পড়ে যান লি। তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। শি সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রেমের কথা ফলাও করে লিখতেন। এমনকি প্রতিবেশীদের সেই বিষয়ে গুজব তৈরি করতে উৎসাহ দিতেন। মেয়ের খোঁজ নেওয়ার বাহানায় ইচ্ছাকৃতভাবে হি-র সামনে লি-র প্রতি ভালবাসার প্রকাশ করতেন শি। তাঁর এই কৌশল কাজে দেয়। হি এবং শি এক অপরের কাছাকাছি চলে আসেন। এরপর আচমকা লি-কে কাজ থেকে তাড়িয়ে দেন এবং সম্পর্ক শেষ করে দেন শি।
তাঁকে ব্যবহার করা হয়েছে জানতে পেরে ভেঙে পড়েন লি। যদিও শি তাঁকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রতারিত এবং অপমানিত বোধে জ্বলতে থাকা লি তাঁর খুড়তুতো ভাইয়ের সঙ্গে ষড়যন্ত্র করে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। একদিন সন্ধ্যায়, শি কাজ থেকে বাড়ি ফেরার সময় লি-র ভাই তাঁকে আক্রমণ করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। শি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লি তাঁকে ছুরিকাঘাত করেন।
তদন্তের সময় লি দাবি করেন যে তিনি কেবল শি-কে শিক্ষা দিতে চেয়েছিলেন। কখনও তাঁকে হত্যা করার ইচ্ছে তাঁর ছিল না। তাঁর বিশ্বাস ছিল শি তাঁকে বিয়ে করবেন। এই বিষয়ে পরিবারে সঙ্গে কথাও সেরে রেখেছিলেন। আদালত লি-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং তাঁর ভাইকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে।
নানান খবর
নানান খবর

ফের শনিতে মার্কিন মুলুকের পথে হাজার হাজার মানুষ, কেন অল্প সময়েই আমেরিকা জুড়ে ট্রাম্প বিরোধিতা?

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প

ইউক্রেনে ভারতীয় সংস্থার গুদামে হামলা, অভিযোগ উড়িয়ে দিল মস্কো

খাবারের মেনু বদলালেও বদলায়নি সংস্কৃতি, বৈশাখী আনন্দে মেতে প্রবাসীরাও

বুলেট ট্রেনের সামনের অংশ সর্বদা পাখির ঠোঁটের মতো ছুঁচলো আকৃতির হয়, কারণ জানেন?

এই দেশে নেই কোনও হাসপাতাল, জন্মগ্রহণ করে না কোনও শিশু! জানলে অবাক হবেন...

মানুষ নয়, শুক্রাণুদের দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে এবার! সারা বিশ্বে এই প্রথম