শুক্রবার ০৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর

SG | ০৬ মার্চ ২০২৫ ১৯ : ৩২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: গতকাল ৫ই মার্চ বুধবার দুপুরে ২জন রোগী বিষক্রিয়া জনিত কারণে চিকিৎসার জন্য আরজি করে আসে পরিবারের সঙ্গে । আর সেই চিকিৎসা করতে গিয়েই ডাক্তার নার্স ও রোগী পরিবারের সাথে বাঁধে বিতর্ক। অভিযোগের আঙুল ওঠে জুনিয়র ডক্টর ফ্রন্টের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হয় মেডিকেল অফিসার ডাঃ তাপস প্রামাণিক, তার জল গড়ায় হাসপাতাল প্রশাসন ও পুলিশ পর্যন্ত।
উল্লেখ্য, গতকাল বুধবার দুপুর ৩টে নাগাদ বিষক্রিয়া জনিত কারণে চিকিৎসার জন্য আরজিকর হাসপাতালে দুই রোগী তাঁর পরিবার নিয়ে এলে, ইমার্জেন্সি বিভাগে নার্স এবং কয়েকজন জুনিয়র ডাক্তার জানায় আগে পুলিশের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তারপরে চিকিৎসা হবে। এমনটাই অভিযোগ তুলেছে রোগীর পক্ষ। অভিযোগ, ইমার্জেন্সি বিভাগে চিকিৎসার জন্য রোগী পরিবার অনুরোধ করলে নার্স এবং জুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে বলা হয় আগে পুলিশে কমপ্লেন করুন। অন্যথায় চিকিৎসা এবং টিকিট কোনটাই দেওয়া হবে না। বিনা চিকিৎসায় পড়ে থাকে রাত ৭:৩০ মিনিট পর্যন্ত। চিকিৎসার গাফিলতি বেশ কিছু জুনিয়র ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে রোগীর পরিবারের অভিযোগ করে।
এরপরই বেধে যায় বিতর্ক। উত্তপ্ত হয়ে ওঠে ইমারজেন্সি তথা হাসপাতাল চত্বর। এরপর ঘটনা পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে মেডিকেল অফিসার ডাঃ তাপস প্রামাণিক ঘটনা প্রতিবাদ করেন এবং অবিলম্বে আগে চিকিৎসা শুরু করতে হবে তারপরে পুলিশি ফর্মালিটি, বলে জানান। কেন তিনি না জেনেই সই করে দিলেন এই নিয়ে বিবাদ বেধে যায় নার্সদের সঙ্গে মেডিকেল অফিসার ডাঃ তাপস প্রামাণিক-এর। এরপর সেই বিবাদ এক ভয়াবহ রূপ নেয়, সঙ্গে বেশ কিছু জুনিয়র ডাক্তাররাও বিরুদ্ধাচরণ করতে শুরু করেন। এরপর মেডিকেল অফিসারের অফিসে ঢুকে চড়াও হন জুনিয়র ডাক্তার ও নার্সরা। তাঁকে কুরুচিকর মন্তব্য এবং হামলাও করে বলে অভিযোগ।
এই ঘটনায় মেডিকেল অফিসার ডঃ তাপস প্রামাণিক বলেন, "অন্যায় ভাবে রোগীর চিকিৎসার গাফিলতি চলছিল, চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছিল। আগে পুলিশে কমপ্লেন করতে হবে। যদিও পুলিশ থেকে জানানো হয় আগে চিকিৎসা করা হোক তারপরে পুলিশের ব্যাপারটা দেখে নেওয়া যাবে। আমি বলাতে আমার উপরে চড়াও হয় এবং আমাকে মারতে পর্যন্ত যায়। আমি মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত। আমি লিখিত অভিযোগ জানিয়েছি হাসপাতাল কর্তৃপক্ষকে, সিসিটিভি ফুটেজ রয়েছে প্রকৃত সত্য প্রকাশ্যে আসুক চাই।" তিনি আরো বলেন, "হাসপাতালে চিকিৎসা নিয়ে গাফিলতি বহুদিন ধরে চলে আসছে, বহুবার বলেও তাদের শুধরানো যায় না। বললে আবার লাল চোখ দেখায়। এবার আমি প্রতিবাদ করাতে আমার উপরে চড়াও হয়েছে মারতে পর্যন্ত আসে। আমাকে ঘন্টাখানেকের উপরে আটকে পর্যন্ত রাখে। এদের সঙ্গে ফ্রন্টের একজন ডাক্তারও যুক্ত রয়েছে, কিন্তু নাম নিচ্ছে না এখন, অভিযোগে যা দেওয়ার দিয়েছি।"
প্রিন্সিপাল ডক্টর মানস বন্দ্যোপাধ্যায় জানান, তদন্ত করে পুরো বিষয়টা দেখা হবে।
যদিও এই বিষয়ে ফ্রন্টের ডক্টরদের প্রশ্ন করলে, তাঁরা জানান, রোগীর পরিষেবাই প্রধান, তবে অপ্রীতিকর এমন কোন ঘটনা হলে তা তদন্ত করে দেখা হোক।
উল্লেখ্য, অভিযুক্ত জুনিয়র ডাক্তার ও নার্সদের সঙ্গে এই বিষয়ে কথা বললে তাঁরা জানায়, এমন ঘটনা ডঃ তাপস প্রামাণিকের গাফিলতির জন্যই ঘটেছে। তাঁরা এমনটাও জানায়, লিখিত অভিযোগ জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তাঁরা ন্যায় বিচারের দাবি করেন।
নানান খবর

নানান খবর

শহরে ফের সিম কার্ড চক্রের হদিশ, পর্ণশ্রী থেকে গ্রেপ্তার দুই, উদ্ধার বহু সামগ্রী...

ট্রলি ব্যাগ কাণ্ডে ফের পুনর্নির্মাণ, আরতি ও ফাল্গুনী দেখাল কীভাবে দেহ নিয়ে কুমোরটুলি গিয়েছিল...

কসবা কাণ্ডে নয়া মোড়, গ্রেপ্তার আরও ১

বড়বাজারে বেসরকারি সংস্থার অফিসে ডাকাতির অভিযোগ, ১৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের...


দমদমে মদ্যপ যুবকের চোখ খুবলে নিল ব্যক্তি, গণপিটুনিতে মৃত...

ক্ষতবিক্ষত যৌনাঙ্গ, টালিগঞ্জে ৭ বছরের নাবালিকাকে লাগাতার ধর্ষণ, তুমুল উত্তেজনা এলাকায় ...

বসন্তের শুরুতেই গ্রীষ্মের জোরালো হাতছানি অনুভব করছে শহর কলকাতা! কতটা সুরক্ষিত শিশুরা?...

মামা-মামির সঙ্গে বিবাদই কারণ? কসবা কাণ্ডে তিন-মৃত্যুতে আটক তিন ...

ইন্দ্রানুজের দ্রুত আরোগ্য কামনা, পড়ুয়ার বাবাকে ফোন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর...

ট্যাংরার পর এবার কসবার হালতুতে একই পরিবারের তিনজনের মৃত্যু, উদ্ধার স্বামী, স্ত্রী, শিশুসন্তানের ঝুলন্ত দেহ ...

ভুয়ো সিম কার্ড ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই, বাজেয়াপ্ত নগদ টাকা...

কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন কবে? দিন ঘোষণা করলেন মমতা ...

ট্যাংরা-কাণ্ডে অবশেষে গ্রেপ্তার ছোট ভাই প্রসূন, ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ...

যাদবপুরে গুণ্ডামির পিছনে মাও যোগ স্পষ্ট! ভাইরাল ফেসবুক পোস্টে বিস্ফোরক তথ্য এল প্রকাশ্যে...

যাদবপুর কান্ডে ভিন্ন সুর বামেদের নিজেদের মধ্যেই...

শিয়ালদহ স্টেশনে যৌথ অভিযানে ৩০ লাখ মূল্যের সোনা উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার...