রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

SG | ০৫ মার্চ ২০২৫ ১৮ : ৩০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: সময়টা একবিংশ শতাব্দী, ২০২০ সাল অতিক্রান্ত, হাতছানি দিয়েছে অতিমারি করোনা, শুধু বাংলা নয় দেশ তথা সারা বিশ্বজুড়েই ঘরবন্দী হয়েছিল মানব জাতি। আমাদের জনজীবন এক প্রকার থমকে গিয়েছিল সেই দীর্ঘ বেশ কিছু সময়। আর সেই কারণে শৈশবের শিক্ষা এবং খেলাধুলা সবেতেই ভয়ংকর একটা কালো ছায়া নেমে আসে। আর পড়াশোনাকে চালু রাখতে গিয়ে প্রতিটি স্কুলে ভার্চুয়াল শিক্ষার একটা নিয়ম অথবা সিস্টেম তৈরি হয়, শিক্ষাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, না হলে স্তব্ধ হয়ে পড়বে শিক্ষা ব্যবস্থা সেই চিন্তা করে।
বলাবাহুল্য, হঠাৎই শিক্ষা বা খেলাধুলা একাধিক বিষয়ে ডিজিটাল বা ভার্চুয়ালি ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হল আমাদের সমাজ ব্যবস্থা তথা সরকার পক্ষ থেকে। না হলে পিছিয়ে পড়তে হবে থমকে যাবে শৈশব জীবন। আর তাতেই বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হতে হল অভিভাবকদের। অধিকাংশ ক্ষেত্রেই শিশুরা বা এই শৈশব জীবন একটা অন্যরকম আকর্ষণ অনুভব করলো মোবাইলের প্রতি, একেবারেই একটা অন্য পৃথিবী বা জগত। বহু প্রশ্নের উত্তর বা কৌতূহলের অবসান। আর সেখান থেকে নানা সমস্যাও তৈরি হতে শুরু করল শিশুদের মধ্যে অথবা শৈশব জীবনে যা নিয়ে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে কিছু অংশে অভিশাপের একটা রূপ দেখা দিল। বহু ক্ষেত্রে এই মোবাইল ব্যবহারের জন্য শৈশব বা শিশুদের মধ্যে অপরাধমূলক কাজে লিপ্ত হওয়ার প্রবণতাও দেখা যেতে শুরু করে।
উল্লেখ্য, এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলেছিলাম শিশু বিশেষজ্ঞ ডঃ শমীক ঘোষের সাথে। তিনি বলেন, "শৈশব এক গুরুত্বপূর্ণ সময় প্রতিটা বাচ্চাদের ক্ষেত্রে। এখানে মূলত সচেতন করা এবং গুরুত্ব দেওয়ার প্রয়োজন বাবা-মাকে"।
তিনি আরো বলেন, "আগে রোল মডেল অর্থাৎ বাবা মা'কে ঠিক হতে হবে অর্থাৎ অনুশাসনের মধ্যে থাকতে হবে। বাচ্চাদের ১৪ থেকে ২৪ এর মধ্যেই ভালো মন্দ গ্রহণ করার ক্ষমতাটা তৈরি হতে শুরু করে। মস্তিষ্কের এই বিষয়টাকে বলা হয় প্রি ফ্রন্টেল কর্টেক্স(pre frontal cortex) যা তৈরি হতে এই দশটা বছর সময় লাগে। আর যতক্ষণ না এটা তৈরি হচ্ছে ততক্ষণ এই বাচ্চাদের প্রতি বন্ধুসুলভ আচরণ অতীব গুরুত্বপূর্ণ।"
তিনি আরো বলেন, "অভিভাবকদের মূলত বাচ্চাদের শেখানোর জন্য নিজেদেরও ওই অভ্যাসটা অর্থাৎ মাঠে যাওয়া বই পড়া বা নানা কাজে ব্যস্ত রাখা, মোবাইল স্ক্রিন থেকে দূরে গিয়ে যা দেখে সেই সমস্ত বাচ্চারা মূলত শিখবে, অর্থাৎ অনুসরণ করবে। উল্লেখযোগ্যভাবে, নিজেদের বিছানা নিজেরা করা, রান্নায় সহযোগিতা করা ঘর পরিষ্কার করা বা জামা কাপড় নিজেরটা কিছু কিছু ধোয়- কাঁচা। যার মাধ্যমে শিশুদের ব্যস্ত রাখা এবং তাহলেই মোবাইল থেকে দূরে রাখা সম্ভব।"
উল্লেখ্য, মোবাইলের ব্যবহারে শিশুদের মধ্যে অপরাধের প্রবণতা বৃদ্ধি পেয়েছে তার কারণ নিয়ে প্রশ্ন করলে ডঃ শমীক ঘোষ বলেন, "বর্তমান পরিসরে এই মোবাইলের কারণে বেশ কিছু অপরাধমূলক প্রবণতা শিশুদের মনে জায়গা করে নিচ্ছে। যার জন্য সম্পূর্ণভাবে যেমন বাবা-মা'কে নজর রাখতে হবে একই রকম ভাবে স্কুলের ভূমিকাও অপরিসীম। কারণ এই সময় শিশুদের মনে ভালো-মন্দ বিচারের ক্ষমতা যেমন ততটা থাকে না একই রকম ভাবে তাঁদের মধ্যে অতিমাত্রায় ভালো অথবা খারাপ যা তাদের খুব আনন্দ দেয় তার প্রবণতা লক্ষ্য করা যায়। যেমন শিশুকালে আঙুল চোষার যে একটি প্রবণতা অধিকাংশ শিশুদের মধ্যে। কারণ তাতে তাঁরা অদ্ভুত আনন্দ বা একটা সুরক্ষা বোধ করে হাজার বললেও তাঁরা সেখান থেকে কোনোভাবে ছড়াতে চায় না।"
নানান খবর
নানান খবর

কমোডে বসেও ফোন ঘাঁটেন ? জানেন কী মারাত্মক বিপদ ডেকে আনছেন? কত ভয়ানক রোগ দেখা দিতে পারে?

বিছানা থেকে স্নান, সর্বত্র স্বামীর সামনেই ‘নতুন প্রেমিক’কে আদরে ভরান বধূ! তবুও কেন মুখ বুজে থাকেন স্বামী?

শুধু জল খেলেই হবে না, শরীরে জলের ঘাটতি রুখতে নিয়মিত খান এই পাঁচটি খাবার!

মহাকাশে প্রথম যৌন সঙ্গম কে করবেন? একে অপরকে টক্কর দেওয়ার নেশায় রকেটে চাপতে উদ্যত দুই মডেল

‘সঙ্গম কক্ষ’ চালু হল কারাগারে! এবার জেলের মধ্যেই শারীরিক মিলনের সুযোগ পাবেন বন্দিরা

ছোট থেকেই আত্মবিশ্বাসে ভরপুর হবে সন্তান, কীভাবে বাড়াবেন সন্তানের আত্মবিশ্বাস?

এই রবিতে আর মুরগি নয়, রাঁধুন গোলমরিচ দিয়ে দক্ষিণী ডিম ফ্রাই, ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

সঙ্গীর মধ্যে এখনও মানসিক পরিপক্বতা আসেনি, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

বয়স ১০৩! মন তবুও সবুজ, অর্ধনগ্ন যুবকের হাতে শ্যাম্পেন খেয়ে জন্মদিন উদযাপন করলেন বৃদ্ধা!

বিরল চতুর্গ্রহী যোগের উপর মহাদেবের আশীর্বাদ! পাঁচ রাশির ভাগ্যে আজ টাকাই টাকা! ধনবৃষ্টি হবে কাদের উপর?

বাজার খরচে লাগাম টানতে পারছেন না? এই সব সহজ টোটকাতেই মিলবে সমাধান

সকাল না বিকেল, কখন ব্যায়াম করলে ভাল ঘুম হয়? সঠিক সময়ে ঘাম ঝরালেই মিলবে অনিদ্রা থেকে রেহাই

টোপর মাথায় হাজির বর! সাদা চিকনকারি পাঞ্জাবী-ধুতিতে খাঁটি বাঙালি সাজে দিলীপ

সাজে অক্ষয় বাঙালিয়ানা, আজকাল ফ্যাশন ফ্লোর জমজমাট

সপ্তাহে তিন দিন ছুটি! সরকারি কর্মীরা চারদিন অফিসে গেলেই পাবেন পুরো বেতন! কোথায় চালু হল এমন নিয়ম?