রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

AD | ০৫ মার্চ ২০২৫ ১১ : ২০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মোবাইলের নেশার চোটে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে যুবসমাজের। পড়ুয়াদের মোবাইলের নেশা কাটিয়ে ক্রীড়ামুখি করে তুলতে অভিনব ক্রীড়া প্রশিক্ষণের আয়োজন কাঁথিতে। পূর্ব মেদিনীপুরের কন্টাই পাবলিক স্কুলের সাজানো গোছানো খেলার মাঠে এই ক্রীড়া প্রশিক্ষণের আয়োজন নজর কাড়ছে সকলের। পথ দেখাচ্ছে অন্যান্য স্কুলের পড়ুয়াদের।
কন্টাই পাবলিক স্কুলের প্রধানশিক্ষক সমরেন্দ্রনাথ দাশ ও কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক মধুসূদন হাজরার উদ্যোগে এমন অভিনব খেলাধুলোর আয়োজন করা হয়েছে। সহযোগিতা করছেন বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক পার্থসখা পাত্র ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষানুরাগীরা। বর্তমানে শিক্ষাব্যবস্থায় স্কুলে খেলাধুলো যেন হারিয়ে যেতে বসেছে। অধিকাংশ ক্ষেত্রে খেলার মাঠগুলি যেন রুক্ষ ঝোপঝাড়ে পরিণত হয়েছে। আবার কোথাও খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে অন্য কাজে। এই সবের মধ্যে নতুন উদ্যোগে কন্টাই পাবলিক স্কুলের সুসজ্জিত খেলার মাঠ ছাত্রছাত্রী কচিকাঁচাদের নতুন পথ দেখাচ্ছে।
ছাত্রছাত্রীদের খেলার উপযোগী করে একটি সাজানো গোছানো মাঠ কীভাবে তৈরি করা যায় সেটিও দেখানো হচ্ছে। প্রশিক্ষক মধুসূদন হাজরা-সহ বিদ্যালয়ের একটি দল এই কাজে পারিশ্রমিক ছাড়াই এমন প্রশিক্ষণ দিচ্ছে। প্রায় ৫০ বিঘা দীর্ঘ মাঠে এলাকার অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেলাধুলোর অধ্যাবসায় যোগ দিক, সাদরে আহ্বান জানাচ্ছে কন্টাই পাবলিক স্কুল। ছাত্রছাত্রী, কচিকাচাদের বেড়ে ওঠার ক্ষেত্রে এই ধরনের খেলাধুলো সব স্কুলে হয়ে উঠুক, চাইছেন আয়োজকরা। শারীরিক শিক্ষা শিশুদের সামগ্রিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক শিক্ষা শিশুদের সাহসী ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে, শুধু তাই নয় শারীরিক কার্যকলাপ শিক্ষার্থীদের শক্তি বাড়ায়। শিশুদের একজন ভাল নাগরিক হিসাবে গড়ে তুলতেও সাহায্য করে শারীরিক শিক্ষা। অ্যারোবিক্স, জুম্বা, ফান গেম, লিডারশিপ স্কিল, টিমওয়ার্ক অ্যান্ড কোলাবরেশন, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, অনেক আধুনিক খেলা ছাড়াও, খোখো, রুমাল চুরি, দৌড়, ফিজিক্যাল এডুকেশন, সুইমিংপুলে সাঁতার-সহ অনেক গ্রামবাংলায় হারিয়ে যেতে বসা খেলারও আয়োজন করা হয়েছে বাচ্চাদের মনমুগ্ধ করার জন্য।
শুধু তাই নয়, এই সব খেলার মধ্য দিয়ে পড়ুয়ারা তাদের মানসিক বিকাশ ঘটাতে পথ খুঁজে পাচ্ছে। ইতিমধ্যে এলাকার অনেক স্কুলের ছাত্রছাত্রী মাঠে আসতে শুরু করেছে। তবে শিক্ষকরা বলছেন অবশ্যই পড়াশোনার ফাঁকেও যে কোনও ছুটিতে কচিকাচাদের এইসব খেলায় নিযুক্ত করা যাচ্ছে। তবে মোবাইলের ভাল কিছু দেখতে মানা করা হচ্ছে না। তবে, সেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য। নানা ধরণের খেলার প্রশিক্ষণের পাশাপাশি এরোবিক্স-সহ নানা ধরণের শারীরিক কসরতের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জনিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ দাস। তিনি বলেন, ''স্কুলের বিরাট খেলার মাঠ, সুইমিং পুল রয়েছে। রয়েছেন মধুসূদন হাজরার মত অনেক ভাল প্রশিক্ষক। যার কারণে আমরা অনান্য স্কুলের ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণ শিবিরগুলিতে পাঠানোর জন্যে আহ্বান জানাচ্ছি। এখান থেকে আইডিয়া নিয়ে স্কুলে স্কুলে গড়ে উঠুক এমন খেলাধুলোর শিবির।'' শুধু কন্টাই পাবলিক স্কুল নয়, সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলোর অধ্যাবসায়ে বেড়ে উঠুক এমনটিই চাইছেন সমরেন্দ্রনাথ-সহ অন্যান্য শিক্ষকরা। ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে খেলার শেষে নাচ-গান, জিমন্যাস্টিক, তাৎক্ষণিক বক্তৃতা-সহ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজনও করা হয়।
নানান খবর
নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?