শনিবার ০৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | সেমিফাইনালেও ধ্বংসলীলা চালাবেন হেড, সেমির আগে বিশ্বাস রাখছেন স্টিভ স্মিথ

Kaushik Roy | ০৪ মার্চ ২০২৫ ১১ : ৫২Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। আর মেগা ম্যাচের আগে ১৪০ কোটি ভারতবাসী প্রার্থনা করছেন যেন ট্র্যাভিস হেডের উইকেটটা পড়ে যায় শুরুর দিকেই। কারণ, একবার হেড সেট হয়ে গেলে কী হতে পারে সম্প্রতি তার একাধিক উদাহরণ দেখেছে ভারত। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক কালে দুর্দান্ত পরিসংখ্যান রয়েছে হেডের। এদিন সেমিফাইনালেও ট্রাভিস হেড জ্বলে উঠবেন বলে আশাবাদী অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

 

বড় মঞ্চে বরাবরই ‘মেন ইন ব্লু’-র বিরুদ্ধে রান করেছেন তিনি। ম্যাচের আগে স্মিথ জানিয়েছেন, আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন হেড। কিন্তু শেষে বৃষ্টির কারণে সেই ম্যাচ পরিত্যক্ত হয়। অস্ট্রেলিয়া অধিনায়ক আশাবাদী, ভারতীয় বোলারদের বিরুদ্ধে চিরাচরিত আগ্রাসী মেজাজেই খেলতে দেখা যাবে হেডকে। তাঁর কথায়, ‘বড় ম্যাচে চাপ থাকেই। তবে ট্র্যাভিস আগেও বহুবার গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ পারফর্ম করেছে। আফগানিস্তানের বিরুদ্ধেও দারুণ ফর্মে ছিল। আমি নিশ্চিত, এবারও ট্র্যাভিস নিজের স্বাভাবিক খেলাটাই খেলবে। পাওয়ার প্লে-তে সে দ্রুত রান তুলতে পারলে দলের জন্য ভাল কিছু হতে পারে’।

 

স্মিথের মতে, দুবাইয়ের উইকেটে ভারতীয় স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারেন, এবং অস্ট্রেলিয়ার ভাগ্য অনেকটাই নির্ভর করবে তাঁরা কীভাবে সেই স্পিনের মোকাবিলা করবেন তার ওপরেই। তিনি জানিয়েছেন, ‘শুধু বরুণ চক্রবর্তী নয়, ভারতের বাকি স্পিনাররাও ফর্মে রয়েছেন। আমাদের প্রধান লক্ষ্য ভারতের স্পিন বোলিংয়ের মোকাবিলা করা। উইকেটে কিছুটা স্পিন সহায়ক হবে বলেই আশা করছি। আমাদের সেটা সামলানোর উপায় বের করতে হবে। আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে। মাঠে সেগুলো প্রয়োগ করতে হবে’। দুবাইয়ে নেট সেশনের ওপরেই ভরসা রাখছে অস্ট্রেলিয়া দল। স্মিথ আত্মবিশ্বাসী, মেগা সেমিফাইনালে ভারতকে কঠিন চ্যালেঞ্জ দেবেন তাঁরা।


Ind vs AusRohit SharmaSteve Smith

নানান খবর

নানান খবর

অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের, আগামী দু’ম্যাচেও নেই বুমরা, কবে ফিরবেন?

অস্ত্র পাচারের জন্য বেছে নিয়েছিলেন এমসিজিকে, খেলা চলাকালীন বন্দুক, গুলি সহ গ্রেপ্তার দুই যুবক

জল্পনাতেই সিলমোহর, ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ছেন ডি ব্রুইন, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা মিডফিল্ড মায়েস্ত্রোর

সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সারলেন জলপরী সায়নী

জল্পনার মধ্যেই প্রেমজীবনের রহস্য ফাঁস, আরজে মাহভাশ যা বললেন, জানলে চমকে যাবেন

জাভি হার্নান্দেজের শেষ মুহূর্তের গোল, জামশেদপুরে হেরে কামব্যাকের আশায় কলকাতা ফিরছে মোহনবাগান

উঠে দাঁড়ানোর মতো পায়ের জোর নেই পাকিস্তানের! নিউ জিল্যান্ডে গিয়ে বিধ্বস্ত হওয়ার পর বলছেন প্রাক্তনরা

কেমন আছে বিরাটের আঙুলের চোট? মুম্বইয়ের বিরুদ্ধে পাওয়া যাবে তাঁকে? আরসিবি কোচ দিলেন বড় আপডেট

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন তারকা ক্রিকেটার, কবে ফিরবেন জানা নেই?

ভারত এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন রোহিতরা, কোথায় হবে সেই খেলা?

ভরা আইপিএলের মাঝেই মুম্বইয়ের মালকিন হলেন সারা, যদি ভাবেন ক্রিকেট দল কিনেছেন তাহলে ভুল ভাবছেন

রাবাদা না খেলায় এসে যায় সুযোগ, বল হাতে তুলে নিলেন কোহলির উইকেট, কে এই আর্শাদ খান?

কেকেআরের খেতাব জয়ের পিছনে বড় অবদান, সেই দামি তারকার হয়ে নাইটদের খোঁচা দিলেন গাভাসকর

একই মরশুমে মুকুটে জোড়া পালক জুড়তে চান গ্রেগ স্টুয়ার্ট, সেমিফাইনালের আগে জানালেন তাঁর ইচ্ছা

ভারতের হোম সিরিজের সূচি ঘোষিত, প্রথমবার বর্ষাপাড়ায় হবে টেস্ট ম্যাচ

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া