রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | এবার গাঁজা-সহ ধরা পড়লেন আইআইটি বাবা! পুলিশকে বললেন- 'এ তো প্রসাদ'

RD | ০৩ মার্চ ২০২৫ ১৯ : ৪২Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: ফের বিতর্কে মহাকুম্ভে ভাইরাল আইআইটি বাবা ওরফে অভয় সিং। এবার তাঁকে গাঁজা-সহ পাকড়াও করেছে পুলিশ। তবে আইআইটি বাবা-র দাবি, সেগুলি আসলে 'প্রসাদ'। তবে, এ যাত্রায় গ্রেপ্তারি এড়াতে পেরেছেন আইআইটি মুম্বইয়ের এই কৃতী। খুবই অল্প পরিমাণ গাঁজা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের দাবি, আইাইটি বাবা-র কাছে অনুমিত সীমার মধ্যেই গাঁজা ছিল।

আইআইটি বাবা বলেছেন, "পুলিশ আমার কাছ থেকে প্রসাদ, গাঁজা খুঁজে পেয়েছে। প্রতিটি ভক্তের কাছে এই প্রসাদ আছে। যদি এটি অবৈধ হয়, তাহলে মহাকুম্ভে উপস্থিত সাধুদের গ্রেপ্তার করুন কারণ তাঁরা সেখানে প্রকাশ্যে এটা খাচ্ছিলেন।" 

পুলিশের বক্তব্য, আইআইটি বাবা ঋদ্ধি সিদ্ধি পার্ক ক্লাসিক হোটেলে ছিলেন, সেখান তেকেই তাঁরা তথ্য পেয়েছিল যে- এই সাধু সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার হুমকি দিয়েছেন। তারপরই হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। তারা গিয়ে সাধুর থেকে গাঁজা উদ্ধার করে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, 'পুলিশের একটি দল হোটেলে পৌঁছে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে তাঁর বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি তাঁর পকেট থেকে গাঁজার একটি প্যাকেট বের করে বলেন, আমি গাঁজা খেয়েছি। যদি এর প্রভাবে আমি কোনও তথ্য দিয়ে থাকি, তাহলে আমি কিছুই জানি না।' 

১৯৮৫ সালের এনডিপিএস আইন অনুসারে ঘটনাস্থল থেকে উদ্ধার ১.৫০ গ্রাম ওজনের গাঁজার প্যাকেটটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলার সময়ে আইআইটি বাবা-কে ঘিরে আলোড়ন ছড়িয়েছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর বিভিন্ন ভিডিও। তাঁর দাবি, আইআইটি মুম্বই থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। বিদেশে মোটা বেতনের চাকরিও পেয়েছিলেন। কিন্তু সে সব ছেড়ে তিনি সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন অভয় সিং ওরফে আইআইটি বাবা।

এরপরই তাঁকে ঘিরে নানা বিতর্ক। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে কটাক্ষের শিকারও হন আইআইটি বাবা। তিনি দাবি করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হার নিশ্চিত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, উল্টো। দিন কয়েক আগেই নয়ডায় এক টেসিভিশন বিতর্কসভায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরেরও অভিযোগ তুলেছিলেন আইআইটি বাবা। ঘটনার প্রতিবাদে নয়ডার ১২৬ সেক্টর থানার বাইরে ধর্নাতেও বসেছিলেন তিনি। পরে পুলিশ তাঁকে বুঝিয়ে সেখান থেকে তাঁকে উঠিয়ে দিয়েছিল।


iitbabaiitbabaganjaiitbabacontroversy

নানান খবর

নানান খবর

নিষ্পাপ শিশু মন কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের, দেখুন ভাইরাল সেই ভিডিও

'কথা বলার মানুষ কই?', সঙ্গীর অভাবে দিনের পর দিন মৌন ব্যক্তি, কাহিনি শুনলে চোখে জল আসবে

সুপ্রিম কোর্টকে আক্রমণ: দল দায়িত্ব ঝেড়ে ফেলেছে, এবার আরও বিপাকে বিজেপি সাংসদ নিশিকান্ত

এ সন্তান তাঁর নয়', স্ত্রীয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বামীর!

'আইনের শাসন নাকি পেশীশক্তির আস্ফালন?', অবৈধ নির্মাণ নিয়ে রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া