শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে শ্বশুর–শাশুড়িকে খুন, জামাই–সহ তিন জনের যাবজ্জীবন সাজা

Rajat Bose | ০৩ মার্চ ২০২৫ ১৮ : ১২Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে শ্বশুর–শাশুড়িকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। তারপর ভাল মানুষের নাটক করা। কিন্তু কোনও জারিজুরিতে কাজ হয়নি। গ্রেপ্তার হয়েছিল জামাই। তদন্ত নেমে পুলিশ এক সুপারি কিলার ও মেয়েকেও গ্রেপ্তার করেছিল। টানা সাড়ে চার বছর মামলা চলার পর সোমবার বারাসতের অতিরিক্ত মুখ্য বিচারকের আদালত তিন জনেরই যাবজ্জীবন সাজা ঘোষণা করল। 

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার হাবড়া থানার টুনিঘাটা গ্রামের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল ও তাঁর স্ত্রী লীলারানি মণ্ডল খুন হন। বাড়িতেই দু’‌জনকেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল। প্রাক্তন সেনাকর্মী দম্পতি খুনের ঘটনায় পুলিশ মহলে তোলপাড় পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ কোনও কিনারা করতে পারছিল না। সন্দেহের বশে প্রথমে তন্ময় বর নামে পাড়ার এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু দিন কয়েকের মধ্যেই পুলিশ বুঝতে পারে, জোড়া খুনের ঘটনায় তন্ময়ের কোনও যোগ নেই। তারপর পুলিশ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ শুরু করতে থাকে। বাড়ির লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, রামকৃষ্ণবাবুর ছোট জামাই বান্টি সাধুখাঁর প্রায় সাত লক্ষ টাকা দেনা রয়েছে। সেই দেনার টাকা শোধ করার জন্য মেয়ে নিবেদিতা বাবা–মায়ের কাছে বারবার টাকার দাবি করেছিলেন। কিন্তু তাঁরা সেই টাকা দিতে অস্বীকার করেন। জামাই ও মেয়ে প্রথমে গুনিনের কাছ থেকে জল পড়া এনে তা খাইয়ে শ্বশুর–শাশুড়িকে বশ করার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয়নি। তারপর বান্টি শ্বশুর রামকৃষ্ণবাবু ও শাশুড়ি লীলারানিকে খুন করার ষড়যন্ত্র করেন। অজয় দাস নামে এক ভাড়াটে খুনিকে তারা এক লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ করেন। তাতে সহযোগিতা করেন মেয়ে নিবেদিতাও। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর গভীর রাতে বাড়ির ছাদ বেয়ে নীচে নেমে ভাড়াটে খুনি অজয় সেনা কর্মী দম্পতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে। কালো মুখোশ পরে অজয় সেদিন রাতে শ্বশুর বাড়িতে গিয়েছিল। ওই দম্পতির মাথায় ও বুকে গুলি করা হয়েছিল। পুলিশ ওই তিন জনকেই গ্রেপ্তার করে। ভাড়াটে খুনি অজয় দাসের বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই দম্পতি খুনের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও। 

প্রায় সাড়ে চার বছর ধরে বারাসত আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক দীপালি শ্রীবাস্তব সিনহার এজলাসে মামলা চলে। মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। সোমবার আদালত সাজা ঘোষণা করেছে। প্রাক্তন সেনাকর্মী দম্পতি খুনে আদালত জামাই বান্টি সাধুখাঁ, মেয়ে নিবেদিতা সাধুখাঁ মণ্ডল ও ভাড়াটে খুনি অজয় দাসকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমান। অনাদায়ে সাজার মেয়াদ আরও ছ’‌মাস বাড়বে।

 

 

 

 

 


Son in lawlife imprisonmentpolice enquiry

নানান খবর

নানান খবর

শুক্রবারও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় দুর্যোগ আর কতদিন চলবে জানুন 

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই

সোশ্যাল মিডিয়া