রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বন দপ্তরের কোয়ার্টারে এক পরিবারের তিনজনের রহস্যমৃত্যু, খুন না আত্মহত্যা? ধোঁয়াশায় পুলিশ

Pallabi Ghosh | ০৩ মার্চ ২০২৫ ১৫ : ৫৫Pallabi Ghosh


অতীশ সেন, ডুয়ার্স: মাদারিহাটে বন দপ্তরের কোয়ার্টারের মধ্যে এক মাহুতের পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, মাদারিহাটের সায়লামন্ডল এলাকার বাসিন্দা বিনোদ ওরাওঁ বন দপ্তরে মাহুতের কাজ করতেন। তাঁর বড় ছেলে বিবেক ওরাওঁ-এর পড়াশোনার জন্য তিনি সপরিবারে মাদারিহাট রেঞ্জ অফিসের কোয়ার্টারে থাকতেন। 

সোমবার সকালে দেখা যায়, বিনোদের ভাই রবি ওরাওঁ (৩০) আত্মহত্যা করেছেন। তাঁর মা বেবি ওরাওঁ (৫২) ও বড় ছেলে বিবেক ওরাওঁ (১৩) পাশের ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তবে তিনজনেই আত্মহত্যা করেছে- নাকি রবি ওরাওঁ তাঁর মা ও বিবেক'কে খুন করে নিজে আত্মহত্যা করেছেন, তা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। ঘটনাস্থলে ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিক ও মাদারিহাট থানার পুলিশ কর্মীরা পৌঁছেছেন।

জানা গিয়েছে বিনোদের স্ত্রী, মা, দুই ছেলে ও ভাই নিয়ে ছ'জনের সংসার ছিল। তাঁর বড় ছেলে বিবেক মাদারিহাটের একটি বেসরকারি ইংরাজি মাধ্যমের স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তাঁদের পরিবারে কোনও বিবাদ ও অশান্তি ছিল না বলেই প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে। সোমবার ভোরে বিনোদ ওরাওঁ বনদপ্তরের ডিউটিতে চলে যান৷ এরপরই তাঁর স্ত্রীর কাছ থেকে ভয়াবহ খবর পেয়ে তিনি বাড়ি ছুটে আসেন। দেখা যায়,  ভাই রবি ফাঁসিতে ঝুলছেন। তাঁর মা ও ছেলে মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রবি আত্মঘাতী হয়েছেন। তবে অপর দু'জনকে শ্বাসরোধ করে মারা হয়েছে। 

বিনোদ ওরাওঁ জানান, তাঁর বাবা ২০১৪ সালে কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন। ফলে বাবার চাকরিটা তাঁর ভাইয়ের হওয়ার কথা ছিল। এর জন্য কয়েকবার তাঁরা কলকাতা পর্যন্তও ছুটেছিলেন। কিন্তু দশ বছর পেরিয়ে গেলেও চাকরি না পেয়ে ভাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঘটনার রাতে রবি ওরাওঁ তাঁর সমস্ত বইপত্র নিয়ে বাড়ির পেছনে আগুনে জ্বালিয়ে দেন। বিনোদ ভাইকে হাল না ছাড়ার জন্য পরামর্শ দিলেও, তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন৷ রাতে তাঁরা একসঙ্গে মাছভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্ত শুরু করা হয়েছে।


North BengalCrime NewsAlipurduar

নানান খবর

নানান খবর

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া