মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ০৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। দিল্লিতে দাঁড়িয়ে কেন্দ্রের মোদি সরকারে বিরুদ্ধে তোপ দেগে এমনই অভিযোগ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। মুখ্যমন্ত্রীর দাবি, ২০১৯ সালের অগাস্টে ৩৭০ ধারা বাতিলের পরে জম্মু-কাশ্মীরে জোর করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার।
দিল্লিতে একটি আলোচনাসভায় ওমর উপত্যকায় ২০১০ সালের ভয়ঙ্কর অবস্থার কথা উদাহরণ হিসাবে তুলে ধরেন। জানান, ২০১০ সালে বিক্ষোভের সময় ২০০ জনেরও বেশি যুবক নিহত হয়েছিলেন। সেই সময় প্রশাসনের ভূমিকার সঙ্গে ও সাম্প্রতিককালের তুলনা টানেন মুখ্যমন্ত্রী। বলেন, "৩৭০ ধারা বাতিলের পরে কাশ্মীর উপত্যকায় জোর করে স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা হয়েছে। এর মধ্যে কোনও স্বতস্ফূর্ততা ছিল না। ছিল বলপ্রয়োগ।" তাঁর দাবি, "শব-ই-বরাতের দিন শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ করে রাখা হয়েছিল। এর পরই তাঁর হুঁশিয়ারি, |"যদি ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়, তার প্রভাব কিন্তু ক্ষণস্থায়ী হতে বাধ্য।"
ওমর আবদুল্লা তাঁর বক্তব্যকে পোক্ত করার জন্য হুরিয়ত চেয়ারপার্সন মিরওয়াইজ উমর ফারুককে জামা মসজিদে তাঁর শ্বশুরের জানাজার নামাজ পরিচালনা করার অনুমতি না দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। বলেন, "যদি তাঁরা মনে করে যে এটি স্বাভাবিক, তাহলে তারা মিরওয়াইজ ফারুককে তাঁর শ্বশুরের জানাজা থেকে বিরত রাখতে জামা মসজিদ বন্ধ করে দিত না। তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কা করেছিলেন। অবস্থা স্বাভাবিক থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে না, বরং ওইঅ পদক্ষেপে স্বাভাবিক অবস্থা জোর করে ভাঙা হয়েছিল। আজ জম্মু ও কাশ্মীরের কিছু অংশে যা চলছে স্বাভাবিক অবস্থা নয়, জোর করে স্বাভাবিক অবস্থা বলা হচ্ছে।"
নির্বাচিত সরকার পেলেও জম্মু ও কাশ্মীর পুরোপুরি কেন্দ্রীয় নিয়ন্ত্রণমুক্ত নয়। এর আগে ওমর আবদুল্লা যখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখন জম্মু ও কাশ্মীর ছিল পূর্ণ রাজ্য। পুলিশ, আমলাদের মোতায়েন থেকে বদলি করার দায়িত্ব ছিল রাজ্যেরই হাতে। কিন্তু এখন জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে পুলিশ ও আমলাদের মোতায়েন করার ক্ষমতা উপ-রাজ্যপালের (লেফটেন্যান্ট গভর্নর) হাতে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে পর্যাপ্ত ক্ষমতা না থাকলে তা জনাদেশের প্রতি মর্যাদারপূর্ণ নয় বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
নানান খবর

নানান খবর

আধার, প্যান, রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, পুলিশকে নতুন নির্দেশ দিল কেন্দ্র

ইটের বদলে পাটকেল, এবার পাকিস্তানি বিমানের জন্য বন্ধ হতে পারে ভারতীয় আকাশসীমা, জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা

দেশভাগের সময় কতজন হিন্দু ভারত থেকে পাকিস্তানে গিয়েছিলেন, এখন ক'জন অবশিষ্ট আছেন

'প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি কাউকে অবাক করেনি', রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে 'দুর্বৃত্ত রাষ্ট্র' বলে তুলোধোনা ভারতের

পহেলগাঁওয়ের সন্ত্রাসে আতঙ্কে দিন কাটাচ্ছে কাশ্মীর, রাতারাতি বন্ধ ৪৮টি রিসর্ট, এলাকা ছাড়ছেন পর্যটকরা

পাল্টে গিয়েছে পাত্র, বিয়ের আসরে বড় অভিযোগ কনের! তারপর যা হল...

ছিটকে পড়ল অণ্ডকোষ, পকেটে রাখা মোবাইল ফেটে হাসপাতালে ফুচকাওয়ালা

পাকিস্তানের জন্য আরও খারাপ খবর! ২৬টি রাফাল কিনতে ৬৩ হাজার কোটির চুক্তি করল ভারত

পালিয়ে ৩০ বছরের নাতিকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব মহিলা, এরপরই আগের পক্ষের স্বামী-সন্তানদের হত্যার পরিকল্পনা!

পাকিস্তানে স্বামীর কাছে ফিরল এক ও তিন বছরের সন্তান, ছাড়াছাড়ি হতেই আটারি সীমান্তে কেঁদে ভাসালেন মা

জানেন কেন বাবারা চান তাঁদের প্রথম সন্তান মেয়ে হোক?

আটারি সীমান্তে ভিড়, পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের সময়সীমা শেষের আগে বিদায়

ভারতে আমলাতান্ত্রিক 'ডিক্টেটরশিপ'-এর শিকার সাধারণ নাগরিকরা: নীতিহীন নির্দেশের বন্যায় ক্ষোভ

জাতীয় শিক্ষানীতিতে বড় বদল, বাদ গেল মুঘল যুগ, যোগ হল ভারতের ঐতিহ্য এবং মহাকুম্ভ

দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই জনের মৃত্যু