রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দিনেদুপুরে গৃহবধূর গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এলপি কলোনি এলাকায়। পুলিশ হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুজিত দেবনাথ। প্রকাশ্যে গৃহবধূর ওপর অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূ ও ও সুজিত একই বাড়িতে পাশাপাশি দু'টি ঘরে ভাড়া থাকেন। সুজিত দমদমের একটি কারখানায় কাজ করে। দিন কয়েক আগে সে বাড়ি ফিরেছে। এদিন দুপুরে ওই গৃহবধূ উঠোনে বাড়ির কাজ করছিলেন। হাতে অ্যাসিডের বোতল নিয়ে সুজিত আচমকা পিছন দিক থেকে ওই বধূর ওপর হামলা চালায়। তাঁর মুখে ও গায়ে অ্যাসিড ঢেলে দেয়। তীব্র যন্ত্রণায় ওই গৃহবধূ চিৎকার শুরু করেন।
মাকে বাঁচাতে ছুটে আসে ওই বধূর কিশোর ছেলে। অভিযোগ, সুজিত তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন তড়িঘড়ি সেখানে ছুটে যান। তার আগেই অবশ্য সুজিত সেখান থেকে চম্পট দেয়। প্রতিবেশীরা ওই গৃহবধূকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকের জানিয়েছেন, অ্যাসিডে ওই গৃহবধূর মাথা মুখ ও শরীরের বেশ কয়েক জায়গা ঝলসে গিয়েছে।
আক্রান্ত গৃহবধূর স্বামী রহড়া থানায় হামলাকারী সুজিত দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ওই যুবককে গ্রেপ্তার করেছে। আক্রান্ত বধূর স্বামী বলেন, 'আমাদের সঙ্গে সুজিতের কোনও বিরোধ ছিল না। কেন আমার স্ত্রীর ওপর সুজিত অ্যাসিড হামলা চালাল বুঝতে পারছি না। আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। সুজিতের শাস্তি চাই।'
স্থানীয় কাউন্সিলর চিন্ময় দাস বলেন, 'ঘটনাটা শুনেছি। বাসিন্দারা আমাকে জানিয়েছেন, হামলাকারী যুবক সুজিত দেবনাথ ভালো ছেলে নয়। আমাদের এলাকায় এই ধরনের ঘটনা অতীতে কখনও হয়নি। পুলিশকে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি। অপরাধ কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।'
নানান খবর
নানান খবর

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা