রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | পুরোনো দলকে সমীহ করছেন, মুম্বইয়ের হয়ে লিগ শিল্ড জয়কেই এগিয়ে রাখলেন আপুইয়া

Sampurna Chakraborty | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩০Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: গতবছর যুবভারতীতে মুম্বইয়ের জার্সিতে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন। একবার লিগ শিল্ড হেরেছিলেন, অন্যবার চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এবার ভিন্ন মেরুতে অপুইয়া। এবার সবুজ মেরুন জার্সিতে ডবলের সুযোগ। চলতি বছর মুম্বই সিটি থেকে মোহনবাগানে সই করেছেন। প্রথম একাদশের গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি। রক্ষণের সামনে ডিফেন্সিভ স্ক্রিনের ভূমিকা পালন করেন। এবার বাগানের রক্ষণের প্রশংসা করা হচ্ছে। মুম্বই ম্যাচের আগে আপুইয়া মনে করিয়ে দিলেন, দলের ক্লিনশিট রাখার রেকর্ডে সমান অবদান রয়েছে তাঁরও। নিজের সেরা ম্যাচ হিসেবেও শেষ ম্যাচকেই বেছে নিলেন। আপুইয়া বলেন, 'আমার কাছে শিল্ড জয়ের ম্যাচটাই এই মরশুমে সেরা। আমি ডিফেন্সেও সাহায্য করি। সবাই আমাদের রক্ষণের প্রশংসা করছে। আমিও তার অঙ্গ। আমি প্রচুর কাউন্টার অ্যাটাক থামিয়েছি। খুব একটা ভুলভ্রান্তিও করিনি। তাই রক্ষণের সাফল্যে আমারও অবদান রয়েছে।'

মুম্বই সিটির হয়েও লিগ শিল্ড জিতেছেন। এবার মোহনবাগানের হয়েও জিতলেন। কোনটা তাঁর কাছে বেশি স্পেশাল। কোনও রাখঢাক না করেই মুম্বইয়ের শিল্ড জয়কে বেছে নিলেন বাগানের ডিফেন্সিভ মিডিও। জানিয়ে দিলেন কারণ। আপুইয়া‌ বলেন, 'সত্যি বলতে মুম্বইয়ের হয়ে লিগ শিল্ড জয় আমার কাছে এগিয়ে থাকবে। কারণ আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ওয়ানে খেলার সুযোগ পেয়েছিলাম। রোনাল্ডো, নেইমারের সঙ্গে একই টুর্নামেন্টে খেলার সুযোগ ছিল। তাই সেটা আমার কাছে আরও গুরুত্বপূর্ণ।' দু'বছর মুম্বইয়ে খেলেছেন। শনিবার আবার পুরোনো জায়গায়, পুরোনো দলের বিরুদ্ধে খেলতে হবে। কতটা উত্তেজিত? আপুইয়া বলেন, 'পুরোনো দলের বিরুদ্ধে খেলা সবসময় স্পেশাল। আমি ওখানে দু'বছর কাটিয়েছি। তাই মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের সবসময় আমার কাছে আলাদা গুরুত্ব রয়েছে। আমি আজ প্লেয়ার হিসেবে যে জায়গায় আছি, তাতে ওদের অবদান রয়েছে। চলতি মরশুমে ওরা ছন্দে নেই। তবে আমরা হালকাভাবে নেব না। অন্যান্য দলের বিরুদ্ধে খেলার মনোভাব নিয়েই নামব। জেতার চেষ্টা করব।'

লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছে। পরের দুটো ম্যাচ শুধুই নিয়মরক্ষার।‌ এই জায়গায় প্লেয়ার হিসেবে নিজেকে মোটিভেট করছেন কীভাবে? আপুইয়া বলেন, 'আমাদের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। চ্যাম্পিয়নশিপ এখনও বাকি আছে। আমরা মোমেন্টাম ধরে রাখতে চাই। আমরা হেরে গেলে মোটিভেশন কমে যেতে পারে। তাই জেতা গুরুত্বপূর্ণ। আমরা ইতিহাস তৈরি করেছি। এভাবেই চালিয়ে যেতে চাই। এটাই আমাদের প্রধান মোটিভেশন। প্লেয়ার হিসেবে আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই।' লিগ পর্ব শেষ হওয়ার পর জাতীয় শিবিরে যোগ দেবে ফুটবলাররা। তারপর ফিরে এসে আবার আইএসএলের প্লে অফ। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যে কঠিন, স্পষ্ট জানিয়ে দিলেন বাগানের তারকা ফুটবলার।


ApuiaMohun BaganMumbai City FCISL

নানান খবর

নানান খবর

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া