বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ও মাথাপিছু আয়ের ভিত্তিতে ফোর্বস সম্প্রতি বিশ্বের ১০ দরিদ্রতম দেশের নাম প্রকাশ করেছে। এর মধ্যে বেশিরভাগই আপ্রিকা মহাদেশের। চরম দারিদ্রের সঙ্গে লড়াই করছে এই মহাদেশের আটটি দেশ। দরিদ্রতম দেশের তালিকায় ভারতের স্থান ৬২তম। অন্যদিকে বারতের প্রতিবেসী পাকিস্তানও দারিদ্রে জর্জরিত। তবুও এই দেশ শীর্ষ ১০ দরিদ্রতম দেশের তালিকায় নেই। দারিদ্রের নিরিখে পাকিস্তানের স্তান ৫০তম স্থানে রয়েছে।।
একনজরে বিশ্বের শীর্ষ ১০ দরিদ্রতম দেশের তালিকা-
মূলত সংশ্লিষ্ট দেশের জিডিপি পার ক্যাপিটার নিরিখে বিশ্বের শীর্ষ ১০ দরিদ্র রাষ্ট্রকে তুলে ধরা হয়েছে। জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু জিডিপি বলতে বোঝায়, কোনও দেশের মোট দেশজ পণ্যকে জনসংখ্যা দ্বারা ভাগ করে পাওয়া পরিমাণকে। এটি জীবনযাত্রার মানের একটি পরিমাপ।
১. বিশ্বের সবচেয়ে দরিদ্র রাষ্ট্র হল দক্ষিণ সুদান। এ দেশের মাথাপিছু জিডিপি হল ৪৫৫ মার্কিন ডলার। পূর্ব আফ্রিকার এই দেশ ২০১১ সালে সার্বভৌম একটি রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে।
২. দ্বিতীয় দরিদ্রতম রাষ্ট্র হল আফ্রিকা মহাদেশের বুরুন্ডি। এই দেশের মাথাপিছু জিডিপি হল ৯১৬ মার্কিন ডলার। পূর্ব আফ্রিকার বুরুন্ডি ক্ষুদ্র ভূমিবেষ্টিত রাষ্ট্র। এর জনসংখ্যা প্রায় ১৫ লাখ।
৩. দরিদ্রতম দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র। এই দেশের মাথাপিছু জিডিপি ১,১২৩ মার্কিন ডলার। সোনা, তেল, ইউরেনিয়াম এবং হিরের মত খনিজ পদার্থ মজুত সত্ত্বেও রাজনৈতিক অস্থিতিশীলতা, সশস্ত্র সংঘাতের মতো জটিল সমস্যাগুলিই সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র দারিদ্রের সঙ্গে লড়াই করছে। এ দেশের ৮০ শতাংশ নাগরিক দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন।
৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মাথাপিছু জিডিপি হল ১,৫৫২ মার্কিন ডলার। এই দেশে বিশ্বের দরিদ্র রাষ্ট্রের তালিকায় চতুর্থ। কোবাল্ট এবং তামার মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও, সাব-সাহারান আফ্রিকার বৃহত্তম দেশ কঙ্গো গুরুতর অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে লড়াই করছে।
৫. মোজাম্বিক: পূর্ব আফ্রিকার প্রাক্তন পর্তুগিজ উপনিবেশটিন অত্যন্ত কম জনবহুল দেশ। মাথাপিছু জিডিপি হল ১,৬৪৯ মার্কিন ডলার। মোজাম্বিক বিশ্বের দরিদ্রতম দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও, মোজাম্বিক বছরের পর বছর সন্ত্রাসবাদ এবং গ্যাংওয়ার দ্বারা বিধ্বস্ত। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, রোগ, দ্রুত জনসংখ্যার বিস্ফোরণ, নিম্ন কৃষি উৎপাদনশীলতা এবং সম্পদের বৈষম্য-ও মোজাম্বিকের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার অন্যতম কারণ।
৬. পৃথিবীর ষষ্ঠ দরিদ্রতম রাষ্ট্র হল আফ্রিকা মহাদেশের নাইজার। এর মাথাপিছু জিডিপি হল ১,৬৭৫ মার্কিন ডলার।
৭. মালাউই বিশ্বের সপ্তম দরিদ্র দেশ। মাথাপিছু জিডিপি হল ১,৭১২ মার্কিন ডলার। দক্ষিণ-পূর্ব আফ্রিকা এই দেশ প্রাকৃতিক সৌন্দর্যে জন্য পর্যটকদের কাছে পরিচিত। আফ্রিকার এি দেশটি বৃষ্টি-নির্ভর কৃষির উপর ব্যাপকভাবে নির্ভরশীল, ফলে জলবায়ু পরিবর্তনের ফলে জিনিসপত্রের দামের ওঠানামাও তীব্র। যা সে দেশের অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই নির্ভরশীলতাই এই দেশের উন্নয়নের পথে কাটা হয়ে উঠছে।
৮. লাইবেরিয়ার মাথাপিছু জিডিপি হল ১,৮৮২ মার্কিন ডলার। এই দেশে দুনিয়ার অষ্টম দরিদ্র রাষ্ট্র। পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার দীর্ঘস্থায়ী দারিদ্র্যের কারণ- হিংসা, সংঘাত, বিধ্বংসী গৃহযুদ্ধ, পাশাপাশি ইবোলার মতো রোগের প্রাদুর্ভাব।
৯. ভারত মহাসাগর অঞ্চলে অবস্থিত ও ভারতের ঘনিষ্ঠ মিত্র মাদাগাস্কার একটি দ্বীপ রাষ্ট্র। এই দেশের মাতাপিছু জিডিপি হল ১,৯৭৯ মার্কিন ডলার।
১০. ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন বিশ্বের দশম দরিদ্র দেশ। যার মাথাপিছু জিডিপি ১,৯৯৬ মার্কিন ডলার। মধ্যপ্রাচ্যের দেশটি বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বিধ্বস্ত, যা তার অর্থনীতিকে ভেঙে দিয়েছে। ইয়েমেনে এই গৃহযুদ্ধ দেশের পরিকাঠামো বিপর্যস্ত করেছে, কৃষি উৎপাদন ব্যহত করেছে এবং খাদ্য, জল এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসের ঘাটতি সৃষ্টি করেছে। এই দেশের লাখ লাখ মানুষকে বেঁচে থাকার জন্য রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলির মানবিক সহায়তার উপর নির্ভর করতে হয়।
পাকিস্তান: ৬,৯৫৫ মার্কিন ডলার
নানান খবর
নানান খবর

বিড়াল কেন বাড়িতে মরা প্রাণী শিকার করে নিয়ে আসে, কারণ জানলে আকাশ থেকে পড়বেন

বরফের মাঝে কালো গর্ত, অশনি সঙ্কেত দিল নাসা

পৃথিবীতে কমছে কার্বন ডাই-অক্সাইড, নেপথ্যে রয়েছে কোন শক্তি জানলে অবাক হবেন

মঙ্গলবার বিশ্ব ধরিত্রী দিবস, পৃথিবীকে রক্ষার সচেতনতায় বরাদ্দ একটি দিন

পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে? তালিকায় ইতালি-ফ্রান্স-আমেরিকার ১৫ কার্ডিনাল! জানুন পরিচয়

ফ্রান্সিসের প্রয়াণের পর নতুন পোপ বাছাই করতে ভোট দেবেন চার জন ভারতীয় কার্ডিনাল! কারা তাঁরা?

আরও মারাত্মক বোমা তৈরি করল চীন! যুদ্ধে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নাও হতে পারে

মার্কিন মুলুকে নির্বাচন কমিশনকে ‘কমপ্রোমাইজড’ বললেন রাহুল গান্ধী, বিজেপির পালটা তোপ

তাপমাত্রা ৫৭ ডিগ্রি! দুনিয়ার সবচেয়ে উষ্ণতম স্থান, জানেন কোথায় অবস্থিত?

৮৮ বছর বয়সে প্রয়াত পোপ ফ্রান্সিস, ঘোষণা ভ্যাটিকানের

লাল নয়, কোকা-কোলার বোতলে কেন হলুদ ছিপি? কারণ জানলে চমকাবেন

মঙ্গলে ‘সোনার খনি’! অবাক হল নাসার বিজ্ঞানীরা

‘বাবার অঙ্গপ্রত্যঙ্গ এলিয়েনরা নিয়ে গিয়েছে’, বৃদ্ধকে নৃশংস খুন করে ঘরে ফেলে রাখল ছেলে

২০২ বছরের জলের দানবের হদিস পেল ১১ বছরের একটি মেয়ে, তারপর..

কুলভূষণ যাদবের আপিলের অধিকার নিয়ে পাকিস্তানে নতুন বিতর্ক