রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৫৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: লিগের শেষ বেলায় ইস্টবেঙ্গল এফসি জ্বলে ওঠায় সেরা ছয়ে পৌঁছনোর দৌড় বেশ জমে উঠেছে। এ নিয়ে কোনও সন্দেহ নেই। প্লে অফের শেষ দু'টি জায়গা দখলের জন্য লড়াই এখন মূলত চারটি দলের মধ্যে। এই লড়াইয়ে রয়েছে ইস্টবেঙ্গলও।
শেষ দু'টি কঠিন ম্যাচ লাল-হলুদের। একটি বেঙ্গালুরু ও অপরটি নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এই দুটো দলকে হারাতে পারলে ইস্টবেঙ্গলের প্লে অফে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে ঠিকই। তবে অস্কার ব্রুজোঁর দলকে তাকিয়ে থাকতে হবে অন্য ক্লাবের ম্যাচের ফলাফলের দিকে।
বুধবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-কে ২-০গোলে হারানোর পর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ আরও প্রত্যয়ী। তিনি জানিয়ে দেন, ''শেষ দু'ম্যাচে জেতার জন্য আপ্রাণ চেষ্টা করব আমরা।''
লাল-হলুদের স্প্যানিশ কোচ সাংবাদিক বৈঠকে বলেন, ''তিন সপ্তাহ আগেও অনেকে বলেছিলেন আমাদের সম্ভাবনা শূন্য। কিন্তু এখন দলের মধ্যে সবাই সেরা ছয়ে পৌঁছনোর স্বপ্ন দেখছে।''
এই প্রসঙ্গে অস্কার ব্রুজোঁ আরও বলেন, ''সপ্তাহ দুয়েক আগেও আমরা ১১ নম্বরে ছিলাম। তবে আমাদের পারফরম্যান্স ভাল কিছুর ইঙ্গিত দিয়েছিল। আমরা অবশ্যই সেরা ছয়ে উঠতে চাই। সেই কারণে অন্যান্য ম্যাচের ফলফলের উপরেও আমাদের নির্ভর করতে হবে। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব আমরা। তবুও আমরা প্লে অফে খেলার যোগ্যতা নাও পেতে পারি। কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করার জন্য আমরা গর্বিত হতে পারব।''
মরশুমে প্রথম গোল পেয়েছেন মেসি বাউলি। আরেকটি মনোজ মহম্মদের আত্মঘাতী গোল।
অস্কার বলেন, ''আজ আমাদের দলের খেলোয়াড়দের পারফরম্যান্স আমাকে অবাক করেছে। এই ম্যাচে ছন্দে ফিরে আসাটা কঠিন ছিল। বিশেষ করে প্রথমার্ধে। চার দিন আগেই ম্যাচ খেলেছি আমরা। তাই এ দিন তরতাজা ভাবটা ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে সমর্থকরা যে ভাবে আমাদের জন্য গলা ফাটিয়েছেন, তাতেই আমাদের ছেলেরা উজ্জীবিত হয়ে ওঠে এবং এর ফলে পার্থক্যটা বোঝা যায়। দ্বিতীয়ার্ধে কেবল ইস্টবেঙ্গলকেই দেখা গিয়েছে।''
দ্বিতীয়ার্ধে দুই ফরোয়ার্ড রিচার্ড সেলিস ও ডেভিড মাঠে আসার পর ম্যাচের ছবিটা ক্রমশ বদলাতে শুরু করে। অস্কার বলেন, ''ডেভিড যখন দ্বিতীয়ার্ধে নামার আগে গা ঘামাচ্ছিল, তখন দিমি মাঠের ভিতর থেকে ইঙ্গিত করে, সে ক্লান্ত। তাই দিমির জায়গাতেই ডেভিডকে নামাই। দ্বিতীয়ার্ধে নেমে ও আরও একবার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ও যখন মাঠে নামে, তখন ওকে বেশ ক্ষুধার্ত মনে হয়। ওর কোনও সমস্যা নেই। প্রায় প্রতি ম্যাচেই গোল করেছে ও। আমাদেরও উজ্জীবিত করে ডেভিড।''
ম্যাচের সেরা খেলোয়াড় মেসি বাউলির প্রশংসা করে অস্কার বলেন, ''আজ মেসিই ছিল আমাদের সবচেয়ে আক্রমণাত্মক খেলোয়াড়। দলের পারফরম্যান্সে যথেষ্ট গভীরতা এনে দেয় ও। আমাদের দলে ভাল ভাল খেলোয়াড় থাকলেও তারা কেউ পারফরম্যান্সে গভীরতা এনে দিতে পারেনি, যা মেসি পেরেছে। মেসির মতোই একজন ফুটবলার আমাদের দলে প্রয়োজন ছিল।''
নানান খবর
নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও