সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

East Bengal is still hopeful to be in super six

খেলা | শেষ ভাল যার, সব ভাল তার, হায়দরাবাদকে হারিয়ে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

KM | ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৬Krishanu Mazumder


ইস্টবেঙ্গল-২ হায়দরাবাদ-০
(মনোজ-আত্মঘাতী, মেসি বাউলি)

আজকাল ওয়েবডেস্ক: শেষ ল্যাপে এসে ঝলসে উঠছে ইস্টবেঙ্গল। টানা তিন ম্যাচে জয় লাল-হলুদের। অস্কার ব্রুজোঁর হাত ধরে সুপার সিক্সে যাওয়ার আশা এখন জীবন্ত লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের। ইস্টবেঙ্গলের এই অগ্রগতি দেখে বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া সেই শব্দবন্ধনীই ব্যবহার করতে ইচ্ছা করে, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। 

লিগ টেবিলে যে একাদশ পজিশন নিয়ে কটাক্ষ, খোঁচা, সেই একাদশ পজিশন থেকে ইস্টবেঙ্গল এখন আটে। ২২ ম্যাচে ২৭ পয়েন্টে লাল-হলুদ ব্রিগেড। সুপার সিক্সের রাস্তা এখনও কণ্টকাকীর্ণ। পাপড়িবিছানো নয়। অনেক পারমুটেশন-কম্বিনেশন রয়েছে। যে দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কয়েকদিন আগেও, সেই বন্ধ দরজাই হঠাৎই খুলতে শুরু করেছে। আলোর রেখা দেখা যাচ্ছে একটু একটু করে। 

প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলের প্রাক্তনী মনোজ মহম্মদের আত্মঘাতী গোলে ম্যাচ ড্র করেছিল হায়দরাবাদ। ঘরের মাঠে সেই হায়দরাবাদকেই ২-০ গোলে মাটি ধরাল লাল-হলুদ। একসময়ে সমর্থকরা আশঙ্কা করছিলেন, এদিন তিন পয়েন্ট ঘরে আসবে তো। প্রথমার্ধে লাল-হলুদ ব্রিগেড হতশ্রী। রিচার্ড সেলিস নামার পরে গর্জাতে শুরু করে অস্কার ব্রুজোঁর দল।  

সেলিসের কর্নার থেকেই মনোজ মহম্মদের মাথায় লেগে প্রথম গোল লাল-হলুদের। অবশ্য গোলটার পিছনে অবদান ডেভিডেরও। তাঁকে যখনই নামানো হয়েছে, তখনই নিজেকে প্রমাণ করেছেন। শেষ পনেরো মিনিটেই পাঠানো হয়েছিল ডেভিডকে। কর্নার থেকে  সেলিসের ভাসানো বলে হেড করতে লাফিয়েছিলেন ডেভিড। সেই বল মনোজ মহম্মদের মাথায় লেগে হায়দরাবাদের জালে বল জড়িয়ে যায়। খেলার একেবারে শেষের দিকে মেসি বাউলির মরশুমে প্রথম গোল। মাঝমাঠ থেকে একক দক্ষতায় বল নিয়ে দৌড়ে গোল করে আসেন তিনি। অবশ্য এদিন একাধিক গোল করতেই পারতেন মেসি। একাধিকবার হায়দরাবাদের পেনাল্টি বক্সে কাঁপুনি ধরিয়ে দিলেও জাল কাঁপাতে পারেননি। শেষ লগ্নে ফুটবল দেবতা মুখ তুলে তাকান মেসির দিকে। ম্যাচের সেরাও হন তিনি। 

আইএসএলের সঙ্গে সঙ্গে এএফসি চ্যালেঞ্জ লিগও রয়েছে ইস্টবেঙ্গলের। কথায় বলে শেষ ভাল যার, সব ভাল তার। আইএসএল যত শেষের দিকে যাচ্ছে, ততই উজ্জ্বল দেখাচ্ছে লাল-হলুদকে। এই মেজাজ, মানসিকতা এবং খেলা নিয়েই এএফসি চ্যালেঞ্জ লিগে নামবে অস্কারের দল, তা বলাই বাহুল্য। 


EastBengalHyderabadFCISL

নানান খবর

নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া