সোমবার ২৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

India vs Pakistan Champions Trophy 2025: Mudassar Nazar opens up about India vs Pakistan high voltage clash

খেলা | 'আমরা তো বটেই, তিরাশির বিশ্বজয়ী ভারতও হারিয়ে দিত রোহিত-বিরাটদের', ভারত-পাক ম্যাচের আগে আজকাল ডট ইনে অকপট পাক তারকা

KM | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪১Krishanu Mazumder


তিনি এখন দুবাইয়ে। অতীতে পাকিস্তানের হয়ে ৭৬টি টেস্ট এবং ১২২টি ওয়ানডে খেলেছেন। তাঁর সঙ্গে আজকাল ডট ইন যখন যোগাযোগ করল, তখন তিনি বললেন, ''দুবাইয়ের স্থানীয় সময় অনুযায়ী সাড়ে তিনটের পর ফোন করুন।'' অগত্যা সাড়ে তিনটেতেই ফোনে ধরা হল পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার মুদস্সর নজরকে। তাঁর প্রথম কথাই ছিল, ''চলুন শুরু করা যাক, অনেকেই কিন্তু আমার অপেক্ষায় রয়েছে। অতঃপর শুরু হলো কথোপকথন। মুদস্সর নজর বললেন। শুনলেন কৃশানু মজুমদার। 

 

আপনি তো এখন দুবাইয়ে রয়েছেন। রবিবার সেখানেই হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতকেই এগিয়ে রাখছেন। কেউ পাকিস্তানের হয়ে বাজিই ধরছেন না। বল গড়ানোর আগে সব দেখে শুনে প্রাক্তন ক্রিকেটার হিসেবে নিশ্চয় আপনার খুব খারাপ লাগছে? 


মুদস্সর নজর: একদমই খারাপ লাগছে না। হতাশও হচ্ছি না। আর হতাশ হবই বা কেন? ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথা নিশ্চয়ই আপনার মনে আছে? সেবারের ফাইনালের আগেও অনেকটা এবারের মতো পরিস্থিতি ছিল। সবাই ভারতকেই এগিয়ে রেখেছিল। ভারতও জেতার ব্যাপারে নিশ্চিত ছিল। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও বলতে শুরু করে দিয়েছিল, বহুত মার পড়েগি..বহুত মার পড়েগি। কিন্তু ম্যাচের দিন দেখা গেল অন্য ছবি। আমাদের ফকর জামান দুর্দান্ত ইনিংস খেলল। পরে পাকিস্তানের বোলাররা ম্যাচের উপরে জাঁকিয়ে বসল। পাকিস্তান খুব সহজেই ফাইনাল জিতে নিল। তাই বলছি, ভাই, ক্রিকেট এরকমই। কোনও সন্দেহ নেই ভারত অনেক শক্তিশালী। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক রেকর্ডও খুব ভাল। তার মানে এই নয় যে ভারত আরামসে ম্যাচটা জিতে নেবে কাল। আমি পাকিস্তানের অনুশীলন গিয়ে দেখেছি। সা়ড়ে চার-পাঁচ ঘণ্টা সেশন করেছে। ভাই, মজা আ গয়া। 

 

আচ্ছা, একটা কথা বলুন তো। ইমরান খানের পাকিস্তান, জাভেদ মিয়াঁদাদের পাকিস্তান। আপনার সময়ের পাকিস্তান কি রোহিত-বিরাটের এই ভারতকে হারাতে পারত? 


মুদস্সর নজর:কিঁউ নহি! এই ভারতীয় দলকে আমাদের সময়ের পাকিস্তান আলবৎ হারাতে পারত। আমাদের দল গোটা বিশ্বকে হারিয়েছিল।  তাহলে দ্বিধা দ্বন্দ্ব কোথায়? আমাদের সময়ের পাকিস্তানকে নিয়ে সন্দেহই বা কেন? নিঃসন্দেহে বলতে পারি আমাদের সময়ের পাকিস্তান এই ভারতীয় দলকে হারিয়ে দিত। আচ্ছা, সেই সময়ের ভারতীয় দল কি খারাপ ছিল নাকি? দারুণ শক্তিশালী দল ছিল ভারত। আমরা তখন ভারতকেও হারিয়েছি। কপিল দেবের মতো একজন অলরাউন্ডার ছিল। কপিলের মতো আরও একটা অলরাউন্ডার কি ভারতীয় দল পেয়েছে আর? ভারতীয় ক্রিকেটে আরও একটা কপিল দেব আসবে না কখনও। সুনীল গাভাসকরের মতো একজন গ্রেট ছিল। জিমি সাহব (অমরনাথ), মদনলাল, রজার বিনি, রবি শাস্ত্রীর মতো দুর্দান্ত সব প্লেয়ার ছিল দলে। তিরাশিতে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। শুধু আমরা কেন, তিরাশির সেই ভারতীয় দলও এই বিরাট-রোহিতদের হারিয়ে দিত। 


মিডিয়া বলুন, পাড়ার আড্ডায় বলুন, সব জায়গায় একটা কথাই শুনছি। ভারতের অ্যাডভান্টেজ। পাকিস্তানকে কেউ ধরছে না কেন? 

মুদস্সর নজর: পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সের জন্যই সবাই ভারতের হয়ে গলা ফাটাচ্ছে। বাবর আজমরা নিজেদের নামের প্রতি সুবিচারও করতে পারছে না। তাছাড়া আইসিসি ক্রমতালিকায় খুব একটা ভাল জায়গায় নেই পাকিস্তান। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পূর্ণ নতুন একটা টুর্নামেন্ট। পরিস্থিতি যে কোনও মুহূর্তেই বদলাতে পারে। হয়তো কাল থেকেই পালাবদল হবে। পাকিস্তান ম্যাচটা জিতে যাবে। রথের চাকা অন্যদিকে ঘুরতে শুরু করবে। 

সবাই ভারতের দিকেই ঝুঁকছে, আপনিই বলুন কে এগিয়ে, কে পিছিয়ে? 

মুদস্সর নজর: বিলকুল ভারতের অ্যাডভান্টেজ। পাকিস্তানের কাছে এই ম্যাচ ডু অর ডাই। আর যখনই এরকম মরণবাঁচনের ম্যাচ হয়, তখন যে কোনও দল নিজেদের উজাড় করে দেয়। জেতার জন্য মরিয়া হয়ে ওঠে। এরকম পরিস্থিতিতে পাকিস্তান সব সময়েই ভয়ঙ্কর দল। হারুক বা জিতুক এই পাকিস্তানও যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। অভিজ্ঞতা বলছে, যখনই পাকিস্তানকে নিয়ে প্রত্যাশা কম থাকে, সেই সময়ে কেউ না কেউ দুর্দান্ত খেলে দেয়। নিজেদের অন্য এক উচ্চতায় নিয়ে যায়। রবিবার হয়তো অন্য এক পাকিস্তানকে দেখতে পাবেন। 

ধরুন, আপনি যদি কাল পাকিস্তানের ডাগ আউটে থাকতেন, তাহলে ছেলেদের কী বলতেন? 

মুদস্সর নজর: ছেলেদের বলতাম, যাও ভয়ডর হীন ক্রিকেট খে্লো গিয়ে। শুরু থেকে ম্যাচের উপরে আধিপত্য বজায় রাখার চেষ্টা করো। উপভোগ করো ম্যাচটা। উপভোগ করলেই নিজেদের সেরাটা দিতে পারবে। ভয় পেও না। এই ম্যাচ প্রেশারের। যে চাপ অনুভব করতে শুরু করবে, সেই মরবে। এই ম্যাচ তারকা তৈরি করে। এই ম্যাচ উপভোগ করো।  


তাহলে পাকিস্তান আন্ডারডগ নাকি...

মুদস্সর নজর: অবশ্য়ই। অ্যাডভান্টেজ ভারতের। আমি বলব, ম্যাচ ৬০-৪০। ভারতের সম্ভাবনা ৬০। পাকিস্তানের ৪০। বিরাট-রোহিতের জন্য ভারত এগিয়ে আমি বলছি না। পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সের জন্যই কালকের ম্যাচে বাবর আজমরা আন্ডারডগ। 


ভারত-পাকিস্তান সবসময়েই হাই টেনশনের ম্যাচ। দর্শকদের একটা ভূমিকা থাকে। ঘরের মাঠে খেললে দর্শকরা দ্বাদশ ব্যক্তির ভূমিকায় অবতীর্ণ হন। পাকিস্তান কিন্তু এই ম্যাচে ঘরে খেলার সুবিধাটাই পেল না। অন্য এক দেশে গিয়ে খেলতে হচ্ছে? পাকিস্তানের সঙ্গে কি অন্যায় করা হল?  

মুদস্সর নজর: পাকিস্তানের সঙ্গে তো  অন্যায়ই করা হল। এটা একশোবার সত্যি। বলতে বাধ্য হচ্ছি, ভারতও সেরকমই চায়। ভারতের কথায় ক্রিকেট চলবে, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। বললে অনেক কথাই বলা যায়। তবে ওসব ব্যাপারে ঢুকতে চাই না। আমি ব্যক্তিগত ভাবে মনে করি, পাকিস্তানে গেলেও পারত ভারত। পাকিস্তানের মানুষ কিন্তু ভারতের ক্রিকেটারদের খুব ভালবাসে। অনেক ভালবাসা পেত। ভারত পাকিস্তানের মাটিতে গিয়ে খেললে, বিরাট-রোহিতের খেলা দেখতে কতজন মানুষ মাঠে ভিড় জমাতেন, তা আপনি কল্পনাও করতে পারবেন না। পাকিস্তানের মানুষ বুমরাকে দেখার জন্য দলে দলে মাঠে উপস্থিত হত।  আমার তো খুব খারাপ লাগে এই ভেবে যে বিরাট-রোহিতরা কোনওদিন পাকিস্তানে গিয়ে খেললই না। সেই সুযোগটাই তো পেল না। আমি আগেও বলেছি, এখনও বলছি, ওয়াসিম আক্রম যদি ভারতে না যেত, তাহলে তো ভারতের ক্রিকেটভক্তদের সঙ্গে অন্যায় করা হতো। ভারত পাকিস্তানে যেতে অস্বীকার করল। একই ব্যবহার করা উচিত পাকিস্তানেরও। পাকিস্তান ভারতে খেলতে যাবে না। একমাত্র নিরপেক্ষ ভেন্যুতেই ওরা আমাদের সঙ্গে এখন খেলে। ফলে ওদের হারাও। আর কী! প্রথম বল থেকেই কাল ঝাঁপিয়ে পড়ো। 

শারজায় জাভেদ মিয়াঁদাদের সেই ছক্কা ভারতীয় দলের মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দিয়েছিল। তার পর পাকিস্তানকে দেখলেই কেঁপে যেত ভারত। এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। ভারতই এই লড়াইয়ে বারবার জিতছে। 

মুদস্সর নজর: ভাই, এটা একটা সাইকেল বলতে পারেন। কখনও আমরা উপরে। তো কখনও আপনারা। ক্রিকেটে এরকম হয়েই থাকে। আশা রাখি কাল থেকে পরিস্থিতি বদলাবে। 

শেষ প্রশ্ন। এই একটা ম্যাচ কিন্তু সেরা বক্স অফিস। এই উপমহাদেশে এটাই ফাইনাল। 

মুদস্সর নজর: ভারত-পাকিস্তানকে বিশ্বের যে কোনও প্রান্তের ক্রিকেট মাঠে লড়িয়ে দিন। দেখবেন মাঠ কাণায় কাণায় ভর্তি। আইসিসি-রও তো এটাই স্বপ্ন। এই কারণে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখে। একাধিক বার যদি কোনও টুর্নামেন্টে দেখা হয়, তাহলে তো সোনায় সোহাগা। 

 

   


MudassarNazarIndiavsPakistan2025ICC_ChampionsTrophy

নানান খবর

নানান খবর

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে?‌ শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

'কী কথা হচ্ছিল আপনাদের?' ভক্তের প্রশ্নের জবাবে প্রীতি বললেন, 'ছেলেবেলার ছবি দেখাচ্ছিলাম বিরাটকে'

তীব্র উত্তেজনা পাকিস্তান সুপার লিগে, বাবরকে ফিরিয়ে আমিরের ভয়ঙ্কর সেলিব্রেশন, রিচার্ডস পর্যন্ত বিস্মিত

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া

ঝড়-বৃষ্টিতে পরিত্যক্ত কলকাতা-পাঞ্জাব ম্যাচ, এক পয়েন্ট করে পেল দুই দল

পাঞ্জাব ঝড়ের পরে কলকাতায় ঝড়ের সঙ্গী বৃষ্টি, ইডেনে বন্ধ খেলা

ইডেনে প্রিয়াংশ-প্রভসিমরন ঝড়, নাইটদের পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল পাঞ্জাব

১৪ বছরের বৈভবের জন্য শাস্ত্রীয় বচন! মেনে চললে উন্নতি হবেই

'তুই আমার মতো খেলতে পারবি না', রোহিতের মুখে আচমকাই এমন কথা কেন?

সোশ্যাল মিডিয়া