সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ২১ ফেব্রুয়ারি, শুক্রবার ‘বিশ্ব ভাষা দিবস’। ৭৩ বছর আগে যার সূচনা হয়েছিল ঢাকায়। মাতৃভাষার স্বীকৃতির দাবিতে গর্জে উঠেছিল ও-পার বাংলার রাজপথ-গলিপথ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শিলাজিৎ, পরান বন্দ্যোপাধ্যায়, অনুপম রায়ের কাছে আজকাল ডট ইন-এর প্রশ্ন ছিল, বর্তমান প্রজন্মের একটা অংশ মনে করেন তাঁদের কর্মক্ষেত্রের সঙ্গে বাংলা ভাষার যোগাযোগ অত্যন্ত ক্ষীণ। আপনাদের কর্মক্ষেত্রে বাংলা ভাষা কীভাবে সাহায্য করেছে? তাঁদের জবাবে, মাতৃভাষার উদ্যাপনে ভালবাসা আর গর্বের সঙ্গে থাকল কিছু বিষাদ আর আত্মসমালোচনা। শুনলেন রাহুল মজুমদার।
পরান বন্দ্যোপাধ্যায় তাঁর অতি পরিচিত ছন্দে বলে উঠলেন, “মা যেমন সাহায্য করে সন্তানদের, বাংলা ভাষাও বাঙালিদের তেমন করে। আমাকেও করেছে। দেখতে লাগে সেবা করছে, কিন্তু মা তো সন্তানের সেবা করে না। তাঁকে বাঁচিয়ে রাখে, বাংলা ভাষায় তাই-ই করেছে আমার জন্য। যাঁর মাতৃভাষা যা তাঁকে সে রক্ষা করবে, পাঁচজনের সামনে হাজির করবে, তাঁকে আলোকিত করবে। তাই মায়ের আশেপাশেই থাকবেই বাংলা ভাষা। আর নতুন প্রজন্মকে বাতেলা বা উপদেশ দিতে আমি রাজি নই। প্রস্তুতও নই।”
শিলাজিৎ বললেন, “ভাষা তো মায়ের মতো। তাই মায়ের ভাষা যেভাবে একজন মানুষকে সাহায্য করে, আমাকেও করেছে। আমার ভাবনাচিন্তা, কষ্ট, ভালবাসা প্রকাশ করতে সাহায্য করেছে এই ভাষা।এখানে আমি একটা কথা বলতে চাই। অনেককেই বলতে শুনি, খাঁটি বাংলায় কথা বলুন...ইত্যাদি ইত্যাদি। আরে, কী মুশকিল, ভাষা তো নদীর মতো বহমান। অন্যান্য ভাষার বহু শব্দ তো একটা ভাষায় এসে মিশে যায়। তাই ভাষার উপর পুলিশগিরি করা বন্ধ হোক। যেমন, এটা তো ঠিক বিপদে পড়লে মাতৃভাষা বেরিয়ে আসে। কেউ ব্যাথা লাগে বলে ওঠে ‘ওফ’, অন্য কোনও বাঙালি হয়ত ‘আউচ’ বলতে অভ্যস্ত। তাতে আপত্তি কোথায়? এই প্রসঙ্গে মনে পরে যাচ্ছে সমরেশ মজুমদার একটা কলাম। তিনি লিখেছিলেন, তাঁকে একবার বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জিজ্ঞেস করেছিলেন এমন কিছু বাংলা শব্দ দিয়ে একটি গোটা বাক্য বলতে, যার প্রতিটি অন্য ভাষা থেকে এসে বাংলা ভাষার প্রতিদিনের ব্যবহার্য শব্দে পরিণত হয়েছে। জবাবে সমরেশ মজুমদার বলেছিলেন, 'সরু নরম গরম কোমর পছন্দ'! মজার কথা এই বাক্যের মধ্যে একটি শব্দ-ও কিন্তু বাংলা নয়। অথচ এই সবকটি শব্দ-ই এখন বাংলা ভাষার অন্তর্গত।”
অনুপম রায় নিজস্ব ছন্দে বলেলেন, “আমি অন্তত বাংলা ভাষার কাছে উপকৃত, কৃতজ্ঞ। শিক্ষা, ভাললাগা, অনুভূতি এগুলো তো বাংলা ভাষার হাত ধরেই আমার মধ্যে প্রবেশ করেছে। যার ফলে, বাংলা ভাষার কাছে আমি আজীবন সাহায্য-ই পেয়ে গিয়েছি। আমি যখন আনন্দ পেতে চেয়েছি, তখন যে কবিতা-গল্প পড়েছি তা বাংলায়। সেই আনন্দটা তো আদতে তাহলে এই ভাষাটাই দিল আমাকে। তাই না? যখন দুঃখ পেয়েছি, সেই দুঃখের অনুভূতি আমি প্রকাশ করেছি বাংলাতেই। পরবর্তী সময়ে যখন গল্প, গান, কবিতা লিখে মানুষের সঙ্গে যখন যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছি, বাংলার হাত ধরেই কিন্তু এগিয়েছি। এই যে সেতুটা, সেটাও তো বাংলা ভাষা তৈরি করে দিয়েছে।”
“আরও একটা কথা। নতুন প্রজন্ম বাংলা পড়বে কি না তাদের ব্যাপার। জোর করে কাউকে বাংলা শেখাতে বা পড়াতে আমি ইচ্ছুক নই। আমি জ্ঞান দেওয়া ও নেওয়া কোনওটাই পছন্দ করি না। আমার কথা হল, বাংলা ভাষাকে যদি এমন জায়গায় নিয়ে যেতে পারি যেটা তাদের আকৃষ্ট করছে তাহলে ঠিক যাচ্ছে। আর প্রযুক্তির সঙ্গে যে বাঙালি ভীষণভাবে যুক্ত, তাঁর মধ্যে একটা প্রবণতা থাকবেই বাংলা ভাষা থেকে দূরে চলে যাওয়ার। একটু বুঝিয়ে বলি, বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু ইংরেজি ভাষাতেই এগিয়েছে। অন্য কোনও ভাষায় তেমন এগোয়নি। বাংলা ভাষায় তো নয়-ই। আজকে যদি কেউ মঙ্গলে উপগ্রহ পাঠাতে চায় সেখানেও তাঁকেও ইংরেজি ভাষায় শিক্ষাটা নিতে হবে। তাই না?”
অভিনয় ছাড়াও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যপ্রেম ও লেখালিখির কথা সর্বজনবিদিত। তিনি শুটিংয়ে ছিলেন। আরও ভাল করে বললে, শটের মাঝখানে ছিলেন। স্রেফ বাংলা ভাষা নিয়ে বলতে হবে শুনে শুটিংয়ের কল খানিক পিছিয়ে কয়েক পশলা কথা বললেন। “আমার আজ যা কিছু সবই তো এই বাংলা ভাষার জন্য। আমার এই ভাষার প্রতি ভালবাসা থেকেই অভিনয় নিয়ে আমার প্রবল আত্মবিশ্বাস। যাঁরা আমার সঙ্গে কাজ করেছেন তাঁরা জানান, যত বড়ই দৃশ্যের চিত্রনাট্য দেওয়া হোক না কেন, তা আমার মুখস্থ করতে বেশিক্ষণ লাগে না। কারণ ভাষাটার প্রতি আমার দখল আছে। এবং আমি লিখতে ভালবাসি। লেখার প্রতি ভালবাসা তার-ও তো মূলে এই বাংলা ভাষা।”
নানান খবর
নানান খবর

সৌরভের 'বিগ বস'-এ এবার বলিউড যোগ! কোথায় ঘরবন্দি হবেন তারকারা?

মুখে কথা নেই, গালিগালাজে ওস্তাদ! ‘সিতারে জমিন পর’-এ আমিরের চরিত্র চমকে দেবে দর্শককে

'সিকান্দর' থেকে কাজল আগরওয়ালের দৃশ্য বাদ দেন সলমন! কী ছিল সেই দৃশ্যে? জানলে মাথা ঘুরবে

আসছে ‘ফর্জি ২’! বিজয় সেতুপতি, কেকে মেননের সঙ্গে কবে থেকে শুরু হবে শাহিদের লড়াই?

'দিলওয়ালে'-এর ব্যর্থতার পর থেকে কথা বলা বন্ধ করেছিলেন শাহরুখ? মুখ খুললেন রোহিত শেট্টি!

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?