সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

filmmaker Sandip Ray talks about his father Satyajit Ray and famous German director Wim Wenders details inside

বিনোদন | Exclusive: রায় বাড়িতে উইম ওয়েন্ডার্স, সত্যজিতের স্মৃতির মাঝে দাঁড়িয়ে কী বললেন বিশ্ববিখ্যাত জার্মান পরিচালক? জানালেন সন্দীপ রায়

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২৭Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: বাতাসে এখনও একটু নরম, হালকা হিম। বসন্ত আলতো করে পা রেখেছে এ শহরে।  এই সময়টা কলকাতা একটু উদাস সুর ভাঁজে। বিশ্বখ্যাত জার্মান চলচ্চিত্রকার উইম ওয়েন্ডার্স হাজির হয়েছিলেন এ বার শহর কলকাতায়। উইম ওয়েন্ডার্সকে বহু সিনে-প্রেমী ভালবাসেন ওঁর ‘রোড মুভি’ ঘরানার ছবিগুলির জন্য। ‘কিং অব দ্য রোড: দ্য ইন্ডিয়া ট্যুর’ শিরোনামে প্রবীণ এই চিত্রপরিচালকের ভারত-সফর শুরু হয়েছে গত ৫ ফেব্রুয়ারি থেকে, মুম্বই-তিরুঅনন্তপুরমের পর শুরু হয়েছিল কলকাতা-পর্ব। কিউবা থেকে জাপান, ছবি তৈরি করতে কোথায় না গিয়েছেন এই পরিচালক! তবে ওঁর প্রথম ভারত সফরের মধ্যমণি হয়ে রইল বিশপ লেফ্রয় রোডের রায় বাড়ি। কলকাতা ছাড়ার আগে শহরের এই বিখ্যাত বাড়িতে হাজির হয়েছিলেন 'অ্যালিস ইন দ্য সিটিজ' ছবি খ্যাত এই জার্মান পরিচালক। আর হবেন না-ই বা কেন? এই বাড়ি যে তাঁর প্রিয় পরিচালক সত্যজিৎ রায়ের স্মৃতিতে ঠাসা। সত্যজিৎ-অনুরাগী পরিচালক কী করলেন তাঁদের বাড়িতে এসে? কী কথা-ই বা হল তাঁদের মধ্যে? একমাত্র আজকাল ডট ইন-কে জানালেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়। 

 

“আমাদের আগেই জানানো হয়েছিল উইম ওয়েন্ডার্স আসবেন। বাবার কাজের খুব ভক্ত, অতএব আমাদের বাড়িতে আসার ওঁর ইচ্ছে ছিল অনেকদিনের। তো পরশু দুপুরে এলেন। অল্প সময়ের জন্য এসেছিলেন। সারাদিন পাঁচ তারা হোটেলে থাকছেন, বাতানুকূল যন্ত্রে মোড়া পরিবেশ থেকে বেরিয়ে আমাদের বাড়ির খোলামেলা পরিবেশ যেন ওঁর কাছে দমকা দক্ষিণী হাওয়ার মতো ছিল। বারবার বলছিলেন সেকথা। জানালেন, একবার ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাবার সঙ্গে দেখা হয়েছিল ওঁর। শুধু দেখা-ই নয়, রীতিমতো সাক্ষাৎকার নিয়েছিলেন ওয়েন্ডার্স! আমাদের বললেন, “তখন খুচখাচ সাংবাদিকতা করি। গিয়েছি ভেনিস ফিল্মোৎসবে। এদিক-ওদিক ঘুরছি, ও বাবা! হঠাৎ দেখি  সত্যজিৎ রায় বসে কফি খাচ্ছেন। আমি পড়িমরি করে ওঁর কাছে ছুটলাম। কথা হল বেশ খানিকক্ষণ। সেই কথাগুলো-ই ভবিষ্যতে ছবি পরিচালক হিসাবে অসম্ভব সাহায্য করেছিল আমাকে...এখনও করে। আমার ছবি পরিচালনার উপর রে-এর প্রভাব যে রয়েছে তা কোনওভাবেই অস্বীকার করব না।”

 

খানিক থেমে সন্দীপ আরও বলেন, “বাবার কাজের ঘরে ঢুকে তো উনি পুরো অভিভূত! সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। ছুঁলেন। বইপত্র, পিয়ানো, পত্রিকা। দেখলাম, বেশ খোশমেজাজেই আছেন। ভীষণ নম্র, মৃদু স্বরে প্রশ্ন জিজ্ঞেস করছিলেন।  আর বাবার মিউজিকের খুব ভক্ত দেখলাম। তবে বাইরের দেশে বাবাকে তো প্রধানত ফিল্মমেকার হিসাবেই চেনেন, ওঁর আঁকাআঁকি, লেখক সত্তা-এইসব নিয়ে বিরাট আলোচনা হয় না। ওয়েন্ডার্স-ও স্বভাবতই জানতেন না বাবার আঁকাআঁকির দিকটা। তাই আমাদের বাড়িতে ওঁর করা সব স্কেচ, পেইন্টিং দেখে উনি তো অবাক। আসলে, একসময় ওয়েন্ডার্স নিজেও দারুণ আঁকাআঁকি করতেন। তাই বুঝতেই পারছ...”  সত্যজিতের কোন ছবি ওঁর সবথেকে প্রিয়? সন্দীপ রায় জানালেন, এই বিষয়ে ওয়েন্ডার্স-এর সঙ্গে কথা না হলেও ওঁর কাছের মানুষের থেকে তিনি জেনেছেন ‘জলসাঘর’ তাঁর খুব প্রিয় ছবি। আর সত্যজিৎ? তিনি কখনও উইম ওয়েন্ডার্স-এর কোনও ছবি দেখেছিলেন? খানিক ভেবে সত্যজিৎ-পুত্রর জবাব,  “জানো, সেভাবে বাবার সঙ্গে কোনওদিন এই বিষয়ে আলোচনা হয়নি। তবে আমার বিশ্বাস, উইম ওয়েন্ডার্স-এর দু’একটা ছবির বিষয়ে নিশ্চয়ই জানতেন বাবা।” আড্ডায় কোনও মজার ব্যাপার হয়নি? শোনামাত্রই মৃদু হেসে জবাব এল – “হ্যাঁ, একটা বেশ মজার ব্যাপার হয়েছে। আটের দশকের শুরু দিকে  উইম ওয়েন্ডার্স একটি ফিল্মি পত্রিকার অতিথি সম্পাদক হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই সময়ে বাবাকে উনি একটা চিঠি লিখেছিলেন। অনুরোধ করেছিলেন, আন্তর্জাতিক ছবি বিষয়ক একটি প্রবন্ধ যদি বাবা লিখে দেয়। বাবা দিয়েওছিলেন। ওঁর সেই চিঠি এখনও রয়েছে। আমাদের রায় সোসাইটির তরফে তো বাবার কর্মকাণ্ড যতটা গুছিয়ে রাখা যায়, সেই কাজ-ই করা হচ্ছে, সেইসব করতে গিয়েই এই চিঠির সন্ধান পেয়েছিলাম। তা চিঠিটা ওয়েন্ডার্সকে দেখাতেই উনি তাজ্জব বনে গেলেন। হাতে ধরলেন চিঠিটা, চোখে বিস্ময়। মুখে কোনও কথা নেই! ভাবতেই পারেননি এত বছর পর সেই চিঠি ফের উনি দেখতে পাবেন।”

 


কথাশেষে সত্যজিৎ-পুত্রর সংযোজন, “বেশ মনে আছে, ওয়েন্ডার্স-এর সঙ্গে বহু বছর আগে একবার কান ফিল্মোৎসবে দেখা হয়েছিল। বাবার 'ঘরে বাইরে' নিয়ে হাজির হয়েছিলাম আমরা। বাবা তখন বেশ অসুস্থ, তাই ন্যাচারালি যেতে পারেননি। সেবারে কিন্তু ওয়েন্ডার্স-এর ছবিই ওই উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছিল। সেসব মিটলে উনি আমাদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। আমি মজা করে বলেছিলাম, 'কিন্তু সেরা তো তুমি-ই হলে।’ খুব একচোট হাসাহাসি হয়েছিল এরপর। সেইসব পুরনো কথাও উঠে এসেছিল আড্ডায়।”


SandipRaySatyajitRayWimWendersKolkata

নানান খবর

নানান খবর

ত্রিকোণ প্রেমের জটে বিশ্বনাথ-ভাস্বর! কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন দুই অভিনেতা?

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা? 

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

সোশ্যাল মিডিয়া