রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Tata Steel Marathon: প্যারিস অলিম্পিকেও নীরজের হাতে সোনা দেখছেন কলিন জ্যাকসন

Sampurna Chakraborty | ১৪ ডিসেম্বর ২০২৩ ১৪ : ৪৯Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: টাটা স্টিল কলকাতা ২৫ কে ম্যারাথনের অ্যাম্বাসাডর হিসেবে কলকাতায় হাজির অলিম্পিকের রুপো জয়ী, দু"বারের বিশ্বচ্যাম্পিয়ন হার্ডলার কলিন জ্যাকসন। ১৯৮৮ সিওল অলিম্পিক্সে রুপো জেতার পাশাপাশি ১৯৯৩ এবং ১৯৯৯ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতেন। কমনওয়েলথ গেমসে জোড়া সোনার মালিক। বিশ্বমঞ্চে মোট ২৫টি পদকের অধিকারী ওয়েলসের তারকা অ্যাথলিট। বৃহস্পতিবার দুপুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফটোশুটের পর আসন্ন প্যারিস অলিম্পিক থেকে শুরু করে নীরজ চোপড়াকে নিয়ে খোলামেলা আলোচনায় মাতলেন তারকা অ্যাথলিট। টোকিও অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার কি এবারও স্বর্ণপদক জিতবে? আশাবাদী জ্যাকসন। কীভাবে নিজেকে চাপমুক্ত রেখে লক্ষ্যে এগিয়ে যেতে হবে, সেই প্রক্রিয়া বাতলে দিলেন বিশ্বজয়ী। কলিন জ্যাকসন বলেন, "নীরজের ওপর প্রত্যাশার চাপ থাকবে। সেটা ও নিজেও অনুভব করবে। আজকাল মনঃসংযোগ বাড়ানোর একাধিক উপায় আছে। তাই অলিম্পিকের চাপ নিলে হবে না। সবসময় সেটা মাথায় রাখাও চলবে না। চাপমুক্ত হয়ে নামতে হবে। নিজের ওপর আস্থা রাখতে হবে। এটাই হবে ওর সাফল্যের চাবিকাঠি। ওর ফোকাস এবং কমিটমেন্ট অন্য পর্যায়। জ্যাভলিন ছোড়ার সময় বর্ষা সঠিক জায়গায় রাখার চেষ্টা করে। রিলিজটা দেখার মতো।" নিজে একসময় টানা ৪৪টি রেস জিতেছেন। বর্তমান অ্যাথলিটদের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। একটানা সাফল্যের রহস্য ফাঁস করলেন তারকা হার্ডলার। একইসঙ্গে ভারতীয় অ্যাথলিটদের প্যারিস অলিম্পিকে সাফল্যের মন্ত্র দিলেন। কলিন জ্যাকসন বলেন, "আমি একটা মাইন্ডসেট নিয়ে নামতাম। চ্যাম্পিয়ন হিসেবে গর্ববোধ করতাম। প্রতিবার নতুন লক্ষ্য সেট করতাম। প্রত্যেক রেসকেই ফাইনাল হিসেবে ধরতাম। এখনকার অ্যাথলিটরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। এক মিনিটের জন্যও মনঃসংযোগ হারানো যাবে না। তাহলেই জায়গা দখল হয়ে যাবে। সেই মরিয়া চেষ্টা থাকতে হবে। ভারতীয় অ্যাথলিটরা ভালই করছে। ভয় পেলে চলবে না। মন থেকে ভয় পুরোপুরি মুছে ফেলতে হবে। অলিম্পিকে নামছি ভাবলে হবে না। সেটা ভুলে যেতে হবে। ইতিবাচক মনোভাব রাখতে হবে।" 

বিশ্বমঞ্চে ভারতীয় অ্যাথলেটিক্সকে "ঘুমন্ত দৈত্য" বললেন জ্যাকসন। তবে মেনে নিলেন, ধীরে ধীরে জেগে উঠছে সেই দৈত্য। এশিয়ান গেমসে ভারতের সাফল্যের উদাহরণ দিয়ে জানান, নিজেদের স্বাচ্ছন্দের জায়গা থেকে বেরিয়ে এসে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে ভারতীয় অ্যাথলিটদের। ওয়েলসে রাগবি খুবই জনপ্রিয়। ভারতে ঠিক যেমন ক্রিকেট। কিন্তু দলগত স্পোর্টস নাপসন্দ বিশ্বচ্যাম্পিয়নের। ব্যক্তিগত ইভেন্টই পছন্দ করেন। শুধুমাত্র নিজের ওপরই আস্থা রাখতে চান কলিন। একসময় ক্রিকেট, ফুটবল, বাস্কেটবলও খেলেছেন। কিন্তু ক্রিকেট দলে জায়গা না পেয়ে অ্যাথলেটিক্সে ফোকাস করেন। ফুটবল ভাল লাগলেও দেশওয়ালি ভাই গ্যারেথ বেলের দলের সমর্থক নন। প্রিয় দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১২ ঘণ্টা হয়েছে কলকাতায় পা রেখেছেন। কিন্তু শহরের ব্যস্ততা মন কেড়েছে তাঁর। তুলনা করলেন নিউইয়র্কের সঙ্গে। ভিক্টোরিয়া দেখে মুগ্ধ। ২০১৮ সালে পেশার খাতিরে দিল্লিতে এসেছিলেন। কলকাতায় এই প্রথম। ইতিমধ্যেই স্থানীয় খাবার চেখে দেখেছেন। কলকাতার বিশেষ মিষ্টি খাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন। কলিন বলেন, "একটা সংস্থার স্পোর্টস ডিরেক্টর হিসেবে ২০১৮ সালে দিল্লিতে এসেছিলাম। কলকাতায় এই প্রথম। শহরটা দারুণ লাগছে। ভরপুর এনার্জি। নিউইয়র্ক যেমন কখনও ঘুমোয় না, ভারতও তেমনই। ভিক্টোরিয়ার আশেপাশে রাস্তাঘাট ব্যস্ততম। কলকাতায় এসে মাছ, মাংস খেয়েছি। ভাল লেগেছে। এখানকার মিষ্টির সুনামের কথা শুনেছি। মিষ্টি খাওয়ার ইচ্ছে আছে।" রবিবার টাটা স্টিল কলকাতা ২৫ কে ম্যারাথনে‌ উপস্থিত থাকবেন কলিন। মেগা ম্যারাথনের সাক্ষী থাকার সুযোগ পেয়ে উত্তেজিত। ইভেন্ট সফল হওয়ার বিষয়ে আশাবাদী অলিম্পিকের রুপোজয়ী। 




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

Ollie Pope: টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম, সচিনেরও নেই, ব্র্যাডম্যানেরও নেই, কী এমন রেকর্ড গড়লেন অলি পোপ?...

পাক ক্রিকেটে অধিনায়কের পদ যেন মিউজিক্যাল চেয়ার, বাবরকে ফের সরিয়ে অধিনায়ক করা হতে পারে এই ক্রিকেটারকে ...

পছন্দের সেরা দুই বোলার বেছে নিলেন সামি, তালিকায় আছেন কোন কোন ভারতীয়?‌ জানুন ...

Pakistan Cricket: পিসিবি একটা সার্কাস, ওখানে জোকাররা কাজ করে, বিস্ফোরক পাকিস্তানের প্রাক্তন তারকা...

শীঘ্রই আসছে...

Duleep Trophy: অভিষেকেই বড় শতরান, শচীনকে ছাপিয়ে গেলেন মুশির...

Virat Kohli: 'ফ্যাব ফোর'এ সবার শেষে কোহলি, কাকে কোন পজিশনে রাখলেন আটবারের বিশ্বকাপজয়ী অজি তারকা?...

East Bengal: জিতে একনম্বরে, অপরাজিত তকমা নিয়েই সুপার সিক্সে ইস্টবেঙ্গল...

বিপদ ভারতের, দ্রাবিড়ের সহকারী এবার সাহায্য করবেন কেন উইলিয়ামসনদের ...

Football Academy: ডগলাসের হাত ধরে পথ চলা শুরু হল বিশপ ক্যানিং স্পোর্টস অ্যাকাডেমির, ছিলেন ব্যারেটোও...

Calcutta Football League: হাড্ডাহাড্ডি লড়াই, হাওড়া ইউনিয়নের সঙ্গে ড্র করে লিগ টেবিলের শীর্ষে ইউনাইটেড কলকাতা...

জুডোয় এল পদক, প্যারালিম্পিকে ভারতের সাফল্য দেখলে চমকে যাবেন...

Virat Kohli: ‌ক্রিকেট খেলছেন, সন্তানদের খাওয়ানোর দায়িত্বও কোহলির উপর ...

Rahul Dravid: রহস্য ফাঁস, কেন দুই ছেলেকে নিজের বিশ্বকাপের সেলিব্রেশন দেখাতে চান না দ্রাবিড়? ...

Mushaga Bakenga: হালান্ডের মতো 'অদৃশ্য' থেকেও হ্যাটট্রিক করতে চান নরওয়ের মুশাগা...

Mohammedan Sporting: মহমেডান আইএসএল খেলার উপযোগী, সমর্থকদের প্রমাণ করতে চান চের্নিশভ...

East Bengal: টার্গেট সুপার সিক্স, পাঁচ বছরে প্রথমবার ভাল জায়গায় ইস্টবেঙ্গল, বললেন কুয়াদ্রাত...

Mohun Bagan: অতীতের সাফল্য পেছনে ফেলে আগামীতে ফোকাস মোলিনার...

ভাঙা সম্পর্ক জোড়া লাগতে চলেছে, ছেলের জন্য ফের কাছাকাছি হার্দিক–নাতাশা ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 23