শনিবার ০৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কম খরচে হোক নখসজ্জা, বাড়িতে বসেই কীভাবে করবেন পছন্দের 'নেল আর্ট'?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১১ : ৪০Snigdha Dey


আজকাল ওয়েবডেস্ক: ত্বক, চুলের মতো নখের পরিচর্যাও দরকার। সেই সঙ্গে নখকেও সাজিয়ে তুলতে মন চায় বইকি। পার্লারে গিয়ে ‘নেল আর্ট’ করালে সময় এবং খরচ দুটোই অনেক বেশি খরচ হয়। তাই ঘরেই আপনার নাখকে সাজিয়ে তুলুন মনের মতো।

 


প্রথমে দু’হাতের আঙুলের নখগুলি প্রথমে ভাল করে পরিষ্কার করে নিন। অনেক সময় নখে হলদে দাগছোপ পড়ে যায়। রিমুভার দিয়ে ঘষে দাগ সাফ করে নিন। আগে থেকে নখে নেলপলিশ পরা থাকলেও সেটা তুলে ফেলুন। নখ পরিষ্কার করা হয়ে গেলে নখের অসমান কোণগুলি নখ কাটার যন্ত্র দিয়ে সমান করে নিন। নখ যদি খুব বড় হয় তা হলে সেটিকে কেটে ছোট করে নিন। নেল এক্সটেনশন করার সময় যে রাসায়নিকগুলি নখের সংস্পর্শে আসে তাতে নখের ক্ষতি হতে পারে। নখ বাঁচাতে আগে নেল পলিশের প্রলেপ লাগিয়ে নিন। তাতে রাসায়নিক সরাসরি নখের সংস্পর্শে আসতে পারবে না।

 

'নেল আর্ট' করার জন্য আপনার লাগবে একটি ওয়াটার কালার নেলপালিশ, একটি সিলভার কালার নেলপালিশ, একটি পার্পেল কালার নেলপালিশ, একটি টুথপিক, একটি নেলপালিশ রিমুভার। এই সামগ্রী গুলি দিয়ে কীভাবে নখ সাজিয়ে তুলবেন জেনে নিন।

১) ফ্রেঞ্চ ম্যানিকিয়োর নেল আর্ট বরাবরই ‘ট্রেন্ডে’। সব বয়সেই দারুণ মানায় এই নখসজ্জা। এই নেল আর্ট হল স্বাভাবিক নখের রঙের উপর একটু উজ্জ্বল ছোঁয়া। করা খুব সহজ। পরিশ্রম কম হয়। প্রথম বার যাঁরা বাড়িতে বসে নেল আর্ট করছেন, তারা এই বিশেষ ধরনটি দিয়ে শুরু করতে পারেন। এর জন্য প্রয়োজন হাল্কা গোলাপি রঙের নেলপলিশ, রং ছাড়া ট্রানস্পারেন্ট নেলপলিশ এবং সাদা রঙের নেলপলিশ। পদ্ধতি: প্রথমে জলের রঙের নেলপলিশ দিয়ে বেস কোট করে নিন। শুকিয়ে গেলে দু’কোট গোলাপি রঙের নেল পলিশ লাগিয়ে দিন। এ বার নখের উপরের যেটুকু অংশে সাদা করতে চান, ধীরে ধীরে সেখানে সাদা নেল পলিশ লাগান। শুকনো হয়ে গেলে আরও এক বার রংহীন নেলপলিশ লাগিয়ে নিন। এতে নখটা দেখতে উজ্জ্বল লাগবে।

২) মেটালিক নেল আর্টও যেকোনও উৎসব, অনুষ্ঠানে খুব নজরকাড়া। রামধুন ও প্যাস্টেল রঙের মিশ্রণের মেটালিক নেল আর্ট চোখ ধাঁধিয়ে দিতে পারে। তারকাদের নখে এমন নকশার দেখা মেলে। পুজোয় নজর কাড়তে গাঢ় ও হালকা, দুই রকম রঙের এমন নখসজ্জা করতে পারেন আপনিও।

৩) এখন প্যাস্টেল রং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেসিক প্যাস্টেলের মধ্যে ডাস্টি ব্লু, ডাস্টি গ্রিন, জেন্টল ল্যাভেন্ডার, রং বেশ চোখে পড়ে। পোশাক যে রঙেরই হোক না কেন, এমন নকশা সবসময়েই মানানসই লাগবে।

৪) পলকা ডটস সবসময় পছন্দের তালিকায় থাকে সবার। এই নকশা করাও সহজ। এই নকশায় লাল বা কালো রঙের উপর সাদা রং দিয়ে ছোট ছোট ডট দেওয়া হয়। এই ধরনের নেল বেশ ছিমছাম হয়। যে কোনও পোশাকের সঙ্গে দিব্যি মানিয়ে যায়।


৫) মার্বল নেল আর্ট করার জন্যও খুব বেশি দক্ষতার প্রয়োজন নেই। এর জন্য দরকার তিন থেকে চার রঙের নেলপলিশ। একটি বড় বাটি জল, টুথপিক, পেট্রোলিয়াম জেলি থাকলেই হল। প্রথমেই নখের চারপাশের চামড়ায় ঘন করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিন। এর পর পছন্দ মতো তিন-চার রঙের নেলপলিশ বেছে নিন। খেয়াল রাখবেন, রঙগুলি যাতে একে অপরের সঙ্গে মানায়। একটি পাত্রে জল ভরে তার মধ্যে এক ফোঁটা করে নেলপলিশ ঢালতে থাকুন। প্রতি বার আলাদা নেলপলিশ দেবেন। এতে একটি বৃত্ত তৈরি হবে। বৃত্ত তৈরি হলে একটি টুথপিক দিয়ে নিজের পছন্দমতো ডিজাইন তৈরি করে ফেলুন। নেলপলিশের ডিজাইনের মধ্যে একটি একটি করে আঙুল ডোবান। এর পরে নখে ডিজাইন হয়ে গেলে আঙুল তুলে নিন। নখের বাইরে লেগে থাকা অতিরিক্ত নেলপলিশ সাবধানে মুছে ফেলুন।


nailartnailartideashomemadehomemadetipslifestyletips

নানান খবর

নানান খবর

গরমে বাড়ছে ব্রণ, এই কয়েকটি নিয়ম মানলেই হবে সমাধান

জেনে নিন সানস্ক্রিন না ময়েশ্চারাইজারের মধ্যে কোনটি আগে ব্যবহার করবেন, সঠিকভাবে ব্যবহার করবেন কীভাবে

রাতের পর রাত চোখে ঘুম নেই? এই ঘরোয়া পানীয়ই দেবে অনিদ্রা থেকে রেহাই, দূর হবে ক্লান্তিও

মাইক্রোওয়েভ ওভেনে ভুলেও গরম করবেন না এই সব খাবার, শরীরে পড়তে পারে ভয়ঙ্কর প্রভাব

রান্নাঘরের তাক বার বার অগোছালো-অপরিচ্ছন্ন হয়ে যায়? ৫ টোটকা মানলেই শখের ক্যাবিনেট থাকবে ঝকঝকে

রোদে পুড়ে ত্বকের দফারফা? মাত্র ১৫ মিনিটে এই সবজির প্যাকেই গায়েব হবে জেদি ট্যান

রাতে চুলে তেল মেখে ঘুমোন? এতে আদৌ লাভ হচ্ছে তো! জানুন আসল সত্যি

শৈশবের স্মৃতি কেন মনে থাকে না? গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য

চিনি ছেড়ে ব্রাউন সুগার খাচ্ছেন? আদৌ এটি স্বাস্থ্যের জন্য ভাল তো! না জেনে খেলে বারোটা বাজবে শরীরের

স্ত্রীকে বিছানায় রেখেই মধ্যরাতে পা টিপে টিপে শাশুড়ির ঘরে চলে যেতেন জামাই! হাতেনাতে ধরে বধূ যা করলেন, জানলে আঁতকে উঠবেন

নামীদামি প্রসাধনী নয়, চুলের ভোলবদলে এই প্রোটিন লাড্ডু একাই একশো! বাড়িতে সহজে কীভাবে বানাবেন?

একদিনে ১ কেজি! ম্যাজিকের মতো ওজন কমায় রান্নাঘরের এই মশলা, নিয়মিত কীভাবে খেলে মিলবে সুফল?

চুপিসারে বারোটা বাজচ্ছে লিভারের? রাতের এই সব লক্ষণে বুঝুন বিপদ সংকেত

বেতন মিলবে তিন কোটি! তবুও কেউ করতে চান না এই চাকরি, কারণ জানলে অবাক হবেন

নাভিতে কয়েক ফোঁটা তেলেই লুকিয়ে হাজার রোগের সমাধান! জানেন কোন অসুখে কোন তেল লাগালে মিলবে উপকার?

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া