বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Abhijit Mukherjee: ফের কি কংগ্রেসে ফিরতে চলেছেন প্রণব-পুত্র? জোর জল্পনা মুর্শিদাবাদে

Riya Patra | ১৪ ডিসেম্বর ২০২৩ ১১ : ৫৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখার্জি কি ফের একবার কংগ্রেসের যোগদান করতে চলেছেন? আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই প্রশ্ন এখন জঙ্গিপুরের প্রায় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের মধ্যে। ২০২১ সালের জুলাই মাসে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার আগে অভিজিৎ মুখার্জি দু"বার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ নির্বাচিত হয়েছিলেন। একুশের বিধানসভা নির্বাচনে রাজ্য কংগ্রেসের ভরাডুবির পর সকলকে চমকে দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১২ সালে জঙ্গিপুর লোকসভা উপনির্বাচন এবং ২০১৫ লোকসভা নির্বাচনে অভিজিৎ মুখার্জি জয়ী হলেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমানের কাছে পরাজিত হন। তবে লোকসভা ভোটের আগে ফের অন্য আলোচনা রাজনীতির অলিন্দে। সূত্রের খবর, প্রণব-পুত্র গোপনে প্রদেশ এবং সর্বভারতীয় কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতার সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। তৃণমূল কংগ্রেসের একটু সূত্রের খবর, "আমরা অনেকেই আশঙ্কা করছি হয়তো আগামী লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট পাওয়ার আশায় তিনি দলত্যাগ করতে পারেন।"
তৃণমূল সূত্রের খবর, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানকে যে পুনরায় ওই  কেন্দ্রে প্রার্থী করা হবে তা ইতিমধ্যে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলে থেকে লোকসভাতে টিকিট পাওয়া সম্ভব নয় বুঝেই সম্ভবত অভিজিৎ মুখার্জি ফের একবার নিজের পুরনো দলে ফিরে যাওয়ার চেষ্টা শুরু করেছেন বলেমনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার কমপক্ষে দু"জন ব্লক সভাপতি জানিয়েছেন, "অভিজিৎবাবু দলে থাকলেও তিনি একদমই সক্রিয় ছিলেন না। তিনি কখও মুর্শিদাবাদ জেলাতে থাকেন আর কখন দিল্লিতে থাকেন তা আমরা কেউই জানতে পারি না।" প্রণব পুত্র কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে যে যোগাযোগ করছেন তা মেনে নিয়েছেন জেলার একাধিক কংগ্রেস নেতা। তারা জানিয়েছেন, যেভাবে উনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তার জন্য সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকরা তাঁকে আর দলে নিতে চান না।   কংগ্রেসের জঙ্গিপুর মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা বলেন," দল অভিজিৎ বাবুর বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন তা আম রা জানিনা। কিন্তু আমরা আমাদের মনোভাব ইতিমধ্যেই প্রদেশ নেতৃত্বকে জানিয়ে দিয়েছি।" তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কানাই চন্দ্র মন্ডল বলেন," অভিজিৎ মুখার্জি দলত্যাগ করছেন বলে আমার কাছে কোনও খবর নেই। তবে ইদানিং তাকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে আমি কম দেখেছি।" দলত্যাগের সত্যতা জানতে অভিজিৎ মুখার্জির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি উত্তর দেননি।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা ফের একবার মুর্শিদাবাদের দখলে...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



12 23