শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | জৌলুস কমেছে ভারত-পাকিস্তান মহারণের? দুই দেশের ক্রিকেটারদের ফাস্ট ফুডের সঙ্গে তুলনা টানলেন আফ্রিদি

Sampurna Chakraborty | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ২৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে বহু চর্চিত আইসিসির মার্কি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। কিন্তু সবার নজর ২৩ ফেব্রুয়ারির দিকে। ভারত-পাকিস্তান মহারণের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। যা ঐতিহাসিক অ্যাশেজকেও ছাপিয়ে যায়। তবে তার আগে অদ্ভুত দাবি করে বসলেন শহিদ আফ্রিদি। তিনি মনে করেন, বাইশ গজে দুই দেশের মধ্যে দ্বৈরথ আগের তুলনায় জৌলুস হারিয়েছে। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মনে করেন, দুই দেশের ক্রিকেটারদের মধ্যেই সেই আগ্রাসী মনোভাব নেই। আফ্রিদি বলেন, 'এখনকার প্লেয়াররা সবাই ম্যাকডোনাল্ড, কেএফসি জমানার।' এমন মন্তব্য করে ঠিক কী বোঝাতে চেয়েছেন, সেটা স্পষ্ট করেননি আফ্রিদি। 

দুই ক্রিকেটীয় দেশের মধ্যে সম্পর্ক এবং ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মন্তব্য করেন যুবরাজ সিংও। মজার ছলে তিনি জানান, দুই দেশের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক। যুবরাজ বলেন, 'ভারত-পাকিস্তানের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো। সকালে ঝগড়া করে, কিন্তু রাতে একসঙ্গে খায়।' গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধনে এই ম্যাচের গুরুত্বের কথা তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, 'আমাদের দল শক্তিশালী। সম্প্রতি ভাল পারফর্ম করেছে। তবে এবার আসল কাজ বাকি। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা লক্ষ্য নয়, দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে হবে। পুরো দেশ দলের পাশে আছে।' ১৯৯০ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে পরিসংখ্যান ভারতের দিকে। তবে ২০২১ সালে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে ভারতকে হারায় পাকিস্তান। ভারতীয় দল পাকিস্তানে খেলতে না যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। ম্যাচ শুরুর আগেই মাঠের বাইরে দুই বোর্ডের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে। যার ফলে এই ম্যাচের পারদ অনেক আগে থেকেই চড়তে শুরু করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাত্রা শুরু করবে পাকিস্তান। ২০১৭ সালে ইংল্যান্ডে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়। জেতে পাকিস্তান। এবার ঘরের মাঠে খেতাব ধরে রাখাই লক্ষ্য বাবরদের।


2025ICC_ChampionsTrophyIndia vs PakistanShahid Afridi

নানান খবর

নানান খবর

আইপিএলের মাঝপথেই দেশে ফিরছেন কামিন্স?‌ স্ত্রীর পোস্টে শুরু জল্পনা 

রোহিত কবে রান পাবেন?‌ একেবারে দিন জানিয়ে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

স্বামীর সঙ্গে স্ত্রীও যখন ফুটবল কোচ, বিদেশে ভবিষ্যতের 'গুরবিন্দর' তৈরির সাধনায় ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা

দ্রাবিড়ের সঙ্গে ঝামেলা শুরু স্যামসনের!‌ ভিডিও ঘিরে জোর বিতর্ক 

নায়ারকে সরিয়ে দেওয়ার খবর পেতেই বরুণ করলেন এই পোস্ট, কী বলতে চাইলেন তিনি ‌জানুন 

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম? 

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?

সোশ্যাল মিডিয়া