সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সন্দেহ আগে থেকেই ছিল, সরকারি অ্যাম্বুলেন্স আটকে দরজা খুলতেই চোখ ছানাবড়া পুলিশের, কী উদ্ধার হল?

Kaushik Roy | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ০২Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: জলপাইগুড়ি জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের নামে নথিভুক্ত রয়েছে অ্যাম্বুলেন্স। পুলিশকে ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে বিপুল পরিমাণ গাঁজা পাচার করতে গিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি। অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হয়েছে ১৪০ কেজি উন্নত মানের গাঁজা। পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তির নাম আদিত্য দাস, অনুপ সূত্রধর। তাদের বাড়ি শিলিগুড়ি, আলিপুরদুয়ার এলাকায়।

 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্যই গাঁজা পাচারের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোন জায়গা থেকে কোথায় এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে’। সামশেরগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল নাগাদ খবর আসে জলপাইগুড়ি থেকে একটি সরকারি অ্যাম্বুলেন্সে করে বিপুল পরিমাণ গাঁজা কলকাতার দিকে কোনও একটি গোপন ডেরায় পাচারের চেষ্টা চলছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সামশেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ওপর জলপাইগুড়ির দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে আটকায়।

 

তল্লাশি চালাতেই উদ্ধার হয় বস্তার মধ্যে রাখা বিপুল পরিমাণ গাঁজা। জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে অ্যাম্বুলেন্সে গাঁজা পাচার করা হচ্ছিল তা জলপাইগুড়ি জেলা প্রশাসনের কোনও শীর্ষ আধিকারিকের নামে সেখানকার পরিবহন অফিসে নথিভুক্ত। প্রশাসনের পক্ষ থেকে ওই অ্যাম্বুলেন্সটি স্থানীয় একটি ক্লাবকে দেওয়া হয়েছিল’। পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ির স্থানীয় ক্লাব যে ব্যক্তিকে অ্যাম্বুলেন্স চালানোর জন্য নিযুক্ত করেছিলেন সেই ব্যক্তি এবং অন্য আর একজন মিলে কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে। তারপর সেই গাঁজা নদিয়া জেলার রানাঘাটে পাচারের চেষ্টা চলছিল বলে জানা গিয়েছে। 


Local NewsBangla NewsMurshidabad News

নানান খবর

নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া